হট ভয়েস

Trace করুন Yahoo!, Gmail ও Hotmail এ প্রাপ্ত ইমেইল

Trace করুন Yahoo!, Gmail ও Hotmail এ প্রাপ্ত ইমেইল
ধরুন আপনার কাছে একটা ইমেইল আসল যে আপনাকে খুন করা হবে। তখন আপনি কি করবেন।পুলিশকে খবর দেবেন,নাকি ঘরে বসে থাকবেন?যদি আপনি একটু বুদ্ধি করে কোন ip থেকে আপনার ইমেইল এসেছে তা বের করতে পারেন আর তা যদি পুলিশকে দিয়ে দেন তবে BTCL এর সাহায্য খুব সহযেই সেই হুমকি দেয়া লোকটিকে ধরা সম্ভব।যা হোক,এগুলো একটা আষাড়ে গল্পের মত। তবে আমি আজ আপনাদের ইমেইল ট্রেস করার পদ্ধতি শেখাবো।আজ মূলত আমি ইয়াহু!তে প্রাপ্ত ইমেইল এর ip trace করার পদ্ধতি দেখাবো।আর Gmail ও Hotmail আপনি নিজেই পারবেন,আমি খুব সংক্ষেপে বলব।ইমেইল এড্রেস ট্রেস করার পদ্ধতিতে যে জিনিসটা খুব জরুরি তা হল email header।মুলত এর মাধ্যমেই ট্রেস করা সম্ভব হয়।প্রথমে আপনার যে মেইল ট্রেস করতে চান তার email header সংগ্রহ করতে হবে। email header দেখতে নিচের এই লেখা গুলোর মত যা আপনাকে সংগ্রহ করতে হবে-

Return-Path: <example_from@dc.edu>

X-SpamCatcher-Score: 1 [X]

Received: from [136.167.40.119] (HELO dc.edu)

by fe3.dc.edu (CommuniGate Pro SMTP 4.1.8)

with ESMTP-TLS id 61258719 for example_to@mail.dc.edu; Mon, 23 Aug 2004 11:40:10 -0400

Message-ID: <4129F3CA.2020509@dc.edu>

Date: Mon, 23 Aug 2005 11:40:36 -0400

From: Taylor Evans <example_from@dc.edu>

User-Agent: Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; en-US; rv:1.0.1) Gecko/20020823 Netscape/7.0

X-Accept-Language: en-us, en

MIME-Version: 1.0

To: Jon Smith <example_to@mail.dc.edu>

Subject: Business Development Meeting

Content-Type: text/plain; charset=us-ascii; format=flowed

Content-Transfer-Encoding: 7bit
নিচে email header সংগ্রহের পদ্ধতি দেয়া হল।

Yahoo Mail:

ইয়াহু মেইল ক্লাসিক এবং ইয়াহু মেইল নতুন ভার্সনের জন্য নিয়ম একটু আলাদা।ইয়াহু মেইল ক্লাসিক এর জন্য মেইল ওপেন করে নিচের দিকে Full header অংশটি সিলেক্ট করতে হবে(নিচে দেখানো ছবির লাল অংশ)।তাহলে যে ইমেইল হেডার পাওয়া যাবে তা সংগ্রহ করতে হবে।আর ইয়াহু মেইল নতুন ভার্সন এর জন্য View Full header সিলেক্ট করতে হবে।তাহলে নতুন উইন্ডোতে email header সহ ইমেইল ওপেন হবে।
iloveubangladesh.blogspot.com 2

Gmail:

প্রথমে Open mail>Reply লিঙ্ক>Show Original
gmailheader
একটি নতুন উইন্ডোতে হেডার সহ ওপেন হবে।

Hotmail:

হটমেইলের জন্য সাফারি ব্রাউজার কাজ করবে না।অন্য ব্রাউজার চলবে।প্রথমে যে ইমেইল ট্রেস করতে চান তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে View Source নির্বাচন করুন।নতুন উইন্ডোতে email header সহ HTML অংশ পাওয়া যাবে।
hotoption2
সেখান থেকে হেডার টুকু কপি করে সংগ্রহ করুন।
এবার প্রাপ্ত email header টি এই লিঙ্ক এ ক্লিক করে যে বক্সটি পাবেন তাতে পেস্ট করুন ও Get source নির্বাচন করুন।আপনার প্রাপ্ত ইমেইল এর সকল প্রয়জনীয় তথ্য পেয়ে যাবেন।
যাদি email header সংগ্রহে কোন সমস্যা হয় তাহলে এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
ভালো মনে করলে মন্তব্য করবেন।আর তাও যদি সম্ভব না হয় তবে Like বাটনে ক্লিক করবেন।তাহলে আপনাদের মতামত বুঝে যাব।

ডিলিট করে দিন “You may be a victim of software counterfeiting’’ নোটিফিক্যাশন

ডিলিট করে দিন “You may be a victim of software counterfeiting’’ নোটিফিক্যাশন
অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। যার সম্পর্কে বা এর জনপ্রিয়তা সম্পর্কে হয়তো বা আপনাকে না বললেও চলবে। আমরা বেশিরভাগই কম্পিউটার ব্যবহারকারীরা সাধারণ বা পাইরেট সফটওয়্যার ব্যবহার করে থাকি। বেশিরভাগরই সাধ্য না থাকায় আমরা বাজারের লোকাল ডিস্কের অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা দেখা দেয় পরে।সাধারনত হয় কি,উইন্ডোজ জেনুইন না থাকলে,উইন্ডোজ ফাইল ইন্সটল করলে যেমন আপনি আপনার ওল্ড ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরার অথবা উইন্ডোজ মেডিয়া প্লেয়ার কে নতুন ভার্সন এ আপগ্রেড করতে চান তখন ইন্সটল করার সময় আপনার উইন্ডোজ জেনুইন কিনা তা আগে চেক করবে তারপর নতুন ভার্সন এ আপগ্রেড হবে। যদি আপনার উইন্ডোজ জেনুইন না হয় ,উইন্ডোজের সবশেষ আপডেট হালনাগাদ বা সার্ভিসপ্যাক হালনাগাদ করলে এ ধরনের সমস্যা হয়ে থাকে।
যাই হোক অনেক সমস্যার মধ্যে একটি সমস্যায় মনে হচ্ছে আমরা প্রায়ই পড়ি। সেটি হচ্ছে You may be a victim of software counterfeiting. এ ধরনের একটি সমস্যায়। খুব সহজেই আপনি এ ধরনের ছোট একটা সমস্যার সমাধান করতে পারেন।

যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত নিম্নরুপ :
  • প্রথমে Run থেকে Regedit টাইপ করে এন্টার দিন এবং HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান।
  • এখন আপনি Notify ফোল্ডারে লক্ষ্য করুন WGALOGON নামে একটি সফটওয়্যার রয়েছে। এ ফোল্ডারটি ডিলেট করে দিন।
  • এখন চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করে কম্পিউটার রিস্টাট দিন।
বেস, হয়ে গেল জেনুইন উইন্ডোজ। আপানাকে আর বিরক্ত করবেনা নোটিফিক্যাশন টি।


যেভাবে বাঁচবেন-You may be a victim of software counterfeiting -সমস্যা থেকে 

আমরা যারা বাজার থেকে কেনা  windows xp operating system (product key-সহ) pcতে  ব্যবহার
করে থাকি, তারা অবশ্যই install করার কয়েকদিন পর এই সমস্যায় পড়ে থাকি-
You may be a victim of software counterfeiting। যারা pcতে internet
ব্যবহার করে থাকেন, তারাই মূলত এর শিকার। আমি নিজেও পরেছিলাম এই সমস্যায়। যাই হোক কথা
না বাড়িয়ে আমি একটি ছোট্র tips দিতে চাই সমস্যাটির।
প্রথমে আপনার pcর start menuতে গিয়ে run করুন regedit. এরপর যথাক্রমে
HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Microsoft>Windows NT>CurrentVersion>Winlogon folder টিতে
এ প্রবেশ করে সব Notify keyগুলো delete করে দিয়ে pc restart করুন। আশা করছি
সমাধান পেয়ে যাবেন। এ সম্পর্কে আরোও tricks রয়েছে, আমি এভাবে overcome করতে পেরেছি।

E-mail এর Auto Reply যোগ করতে চাই?

E-mail এর Auto Reply যোগ করতে চাই?

কখনো কখনো দেখি ই-মেইল পাঠানোর সাথে সাথে উত্তর চলে আসে। মনে হচ্ছে যাকে মেইল পাঠালাম তিনি যেন ইনবক্স খুলে বসে আছেন আমার মেইলের অপেক্ষায় আর পাওয়ার সাথে সাথে উত্তর লিখে পাঠিয়ে দিলেন। আসলে কি ব্যাপারটি তাই? না এটি আসলে Auto Reply ঠিক Auto Reply ও না। এটা আসলে vacation response. অর্থাৎ এমন কোথাও বেড়াতে গেলেন যেখানে মেইল চেক করা সম্ভব না আর উত্তর দেয়াও সম্ভব না। তখন এই অপশনটি চালু করে আপনি আপনার ফোন নম্বরটি লিখে দিলেন আর বলে দিলেন যে আপনি একটু বাইরে গেছেন। পরবর্তীতে মেইলের উত্তর দেবেন। এতে করে যিনি মেইল পাঠালেন তিনি উত্তর দেরিতে পেলেও কিছু মনে করবেন না আর জরুরী প্রয়োজনে ফোন করবেন। অনেকে অবশ্য লিখে রাখেন, Mail Received, Received, Thanks for your mail ইত্যাদি।এখানে আমার ব্যক্তিগত মত হল, এই অপশনটি সমসময়ের জন্য চালু রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় কারন আমরা যারা মেইল আদান প্রদান করি তারা সবাই জানি যে, মেইল পাঠানোর পর ইনবক্সে যদি
Delivery to the following recipient failed permanently:
এ ধরণের কোন মেইল না আসে তবে সেটা প্রাপকের ইনবক্সে পৌঁছাবেই।
যাই হোক কিভাবে এটা চালু করতে হবে সেটা দেখে নিই:


YAHOO AUTO RESPONSE সার্ভিসটি যেভাবে চালু করবেন !!!

আমি একদিন ড. জাকির নায়েকের নিকট মেইল পাঠালাম । কি অবাক কান্ড !! সাথে সাথেই Auto response পেলাম । আরেকদিন আমার এক বন্ধুর নিকট মেইল পাঠালাম । এখানেও সেই Auto response!!তারপর এই সার্ভিসটি নিয়ে ঘাটাঘাটি করলাম এবং শেষ পেয়েও গেলাম । আপনাকে কেউ যদি মেইল করে তবে সে সাথে সাথেই Auto response রুপে আপনার সেভ করা একটা মেইল পাবে ।
Yahoo Auto Response সার্ভিসটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরন করুন :
১) www.yahoomail.com এ আপনার আইডি সাইন ইন করুন ।
২) এরপর options হতে Mail Options এ প্রবেশ করুন ।

৩)তারপর Vacation Response প্রবেশ করুন ।

৪) Message Box-এ আপনার যে Message, Auto Response করতে চান তা লিখুন । এরপর Auto respond from & up until ডেট ঠিক করুন ।
৫) Send a sample copy to my inbox এ টিক চিহ্ন দিন । আর যদি চেক করতে চান তাহলে Enable auto-response during your vacation এ টিক চিহ্ন দিন ।
৬)এবার Save Changes এ ক্লিক করে Back to Mail এ ক্লিক করুন ।
কাজ শেষ ।

Yahoo Mail এর ক্ষেত্রে: Options এ Mail Options এ ক্লিক করুন। এবার বামপাশ হতে Vacation Response category এ ক্লিক করুন। এবার auto-response during these dates (inclusive) এ টিক চিহ্ন দিন। আপনি কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এই রিপ্লাই চালু রাখতে চান তার সিলেক্ট করে দিন। এবার Save এ ক্লিক করুন। ব্যস হয়ে গেল।


G mail এর ক্ষেত্রে:

এই বাটন থেকে Settings এ অথবা সরাসরি Settings এর ক্লিক করতে হবে। তারপর General tab হতে Vacation responder হতে Vacation responder on সিলেক্ট করতে হবে। Subject এবং Message ফিল্ড এ যা প্রয়োজন লিখে দিয়ে Click Save Changes. ব্যাস হয়ে গেল।

অজানা গানের বিস্তারিত খুজে বের করুন অনলাইনে ,খুজে বের করুন গানের টাইটেল,গায়ক আর অ্যালবামের নাম

অজানা গানের বিস্তারিত খুজে বের করুন অনলাইনে ,খুজে বের করুন গানের টাইটেল,গায়ক আর অ্যালবামের নাম
আচ্ছা আপনারা কি কখনো ঠিক আমার মতই সমস্যায় পড়েছেন যে একটা গান খুব ভালো লেগেছে কিন্তু গানের টাইটেল,গায়ক বা অ্যালবামের নাম এগুলো কিছুই জানেন না।যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার জন্যই আমার এই টিউন।ভনিতা না করে চলেন মেইন কাজে মনোযোগ দেই।আজকে আমি একটা ইঙলিশ গান শুনতেছিলাম গানটা আমার খুব ভালো লাগে কিন্তু এই গানের টাইটেলে লিখা আছে Track 1 আর কিছু লেখা নাই কি ঝামেলা কে গায়ক অ্যালবামের নাম বা কি কিছুই জানিনা।তখন খুজে বের করলাম AudioTag.info ওয়েব সাইটটি এই সাইটের বৈশিষ্ট হচ্ছে এই সাইটে কোন গানের কিছু অংশ বা পুরোটা আপলোড করলে এটি সাথে সাথে আপনাকে গানের টাইটেল,অ্যালবামের নাম বা গায়কের নাম জানিয়ে দিবে।

প্রথমেই এখানে http://www.audiotag.info/ ক্লিক করে ওয়েবসাইটটিতে চলুন এবার পুরো গানটি বা গানের কিছু অংশ কোন সফটওয়্যার দিয়ে কেটে ওই অংশটি আপলোড করে দিন।এবার প্রসেস এ ক্লিক করুন হিউম্যান ভেরিফিকেশন করুন তারপর দেখুন সকল ইনফরম্যাশন।
ইউটিউবের কোন অডিও ফাইলের লিংক দিলেও এটি আপনাকে ওই ফাইলের বিস্তারিত জানাতে পারবে।

মিডিয়াফায়ার থেকে ডিরেক্ট লিঙ্ক বের করাইয়া ছারুম!!!

মিডিয়াফায়ার থেকে ডিরেক্ট লিঙ্ক বের করাইয়া ছারুম!!!
আমরা সবাই মোটামুটি কিছু না কিছু ডাউনলোড করতে মিডিয়াফায়ারের সম্মুখীন হই। আমাদের যাদের ইন্টারনেট আমার মত ১এমবিপিএস না তারা আবার মিডিয়াফায়ারের ওই ডাউনলোড পেজকে ভয়ানক ভয় পাই। কিন্তু ভয়ের দিন শ্যাষ!!! আইয়া পড়লো মিডিয়াফায়ার প্রযোজিত ও পরিচালিত সুপার হিট ছায়াছবি 'মিডিয়াফায়ার এখন ডিরেক্ট লিঙ্ক সাপোর্ট করে' (বেশী কইয়া ফেললাম নাতো, কইলেও কিন্তু আমার দুষ নাই) হ্যা ভাই মিডিয়া ফায়ার এখন আসলেই ডিরেক্ট লিঙ্ক দেয়। তয় ক্যামতে আহেন দেখিইয়া লই।
একই মিরর থেকে দুই লিঙ্ক আসছে।

কিভাবে???

প্রথমে আপনার মিডিয়া ফায়ার লিঙ্ক টি দেখুন http://www.mediafire.com/download.php?2p55ng3duur10o1 এইবার এই লিঙ্কটিকে ডিরেক্ট করা হলে হবেঃ http://project.krakenstein.net/hardcoded/mediafired/?link=2p55ng3duur10o1
মিডিয়া ফায়ার তাদের প্রত্যেকটি লিঙ্কের জন্য কন্টেন্ট বেস আইডি ব্যাবহার করে, মিডিয়া ফায়ার এই লিঙ্কের http://www.mediafire.com/download.php?0460m0he6vp6dq0 কন্টেন্ট বেস আইডি হচ্ছেঃ 0460m0he6vp6dq0 (http://www.mediafire.com/download.php?2p55ng3duur10o1) আর এই লিঙ্ককে ডিরেক্ট করতে আপনার প্রথমে http://project.krakenstein.net/hardcoded/mediafired/?link= লিখুন তারপর মিডিয়া ফায়ার লিঙ্কের কন্টেন্ট বেস আইডিটা দিয়ে দিন = এর পর। তাতে ডিরেক্ট লিঙ্কটি দারায় এমনঃ http://project.krakenstein.net/hardcoded/mediafired/?link=2p55ng3duur10o1
সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ডিরেক্ট লিঙ্ক মোবাইলেও সাপোর্ট করে। কেউ বুঝতেই পারবে না আপনি আসলে কোথা থেকে এই লিঙ্ক দিচ্ছেন :)
আসলে এই প্রজেক্ট সফল করেছে http://project.krakenstein.net এরা। এদের মন থেকে একটা ধন্যবাদ দেন। আর আমাকে আরেকটা ধন্যবাদ দেন এই বিষয়টা ঘেঁটে ঘেঁটে বের করবার জন্য।
আমরা যারা গানের সাইট চালাতে চাই। তাদের মদ্ধে প্রথম একটা ইচ্ছা থাকে এমন ইসশ ডিরেক্ট লিঙ্ক দিতে পারতাম। এখন থেকে ইচ্ছে মতই ডিরেক্ট লিঙ্ক দেন। এখন অনেক সাইট আছে যারা এমপিথ্রির জন্য ফ্রী ডিরেক্ট লিঙ্ক দেয়। গুগল মামু কইলেই বেবাক কথা জাইনবার পারবেন।

উইন্ডোজের কিছু সমস্যা, সমাধান এবং পরামর্শঃ আপনার ও প্রয়োজন হতে পারে

উইন্ডোজের কিছু সমস্যা, সমাধান এবং পরামর্শঃ আপনার ও প্রয়োজন হতে পারে

আমরা অধিকাংশ কম্পিউটার ব্যাবহারকারীরা উইন্ডোজের জেনুইন ভার্সন ব্যবহার করতে পারি না আর তাই উইন্ডোজ আপডেট ও দিতে অপ্রস্তুত থাকি। তাই কম্পিউটার এর  উইন্ডোজ আপডেট অপশনটি ডিজেবল করে রাখি। (নিচের চিত্রের মত করেঃ)

তাই আমরা যেন উইন্ডোজ আপডেট দিতে পারি সে কথা নিয়ে ও আরও কিছু কথা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটি ছোট কোড লিখে আমরা আমাদের উইন্ডোজকে আপডেট এর জন্য উপযোগী করে তুলতে পারি। প্রথমে নিচের কোডটি কপি করে নোটপ্যাড এ পেষ্ট করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
“CurrentBuild”=”1.511.1 () (Obsolete data – do not use)”
“ProductId”=”55274-640-7450093-23464″
“DigitalProductId”=hex:a4,00,00,00,03,00,00,00,35, 35,32,37,34,2d,36,34,30,2d,\
37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00 ,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16 ,05,d3,54,e7,a0,de,00,00,\
00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00 ,00,00,00,00,00,00,65,10,\
00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00 ,c4,ae,d6,1c
“LicenseInfo”=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df ,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\
15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2 ,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\
9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
“OOBETimer”=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,fd
তারপর এটাকে সেভ করুন। ফাইল এর নাম দিন Genuine windows এবং পাশে .reg লিখে সেভ করুন। তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। কাজ শেষ। এখন আপনিও পারবেন উইন্ডোজ আপডেট দিতে কোনো প্রকার জামেলা ছাড়াই। যেমন আমি দিয়েছি। আমার Screen কালো হয়ে যায়নি। এমন কি আমি Security Update পর্যন্ত দিয়েছি। কোনো সমস্যা হয়নি।(নিচের চিত্রে দেখুন)
এখন আসি নতুন কথায়। ধরুন আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার করেন আপনার সিকিউরিটির জন্য কিন্তু সেই পাসওয়ার্ড ভাঙ্গা কি খুব কঠিন কাজ? না। মোটেই না। কারন কি জানেন? আপনার যদি ল্যাপটপ হয় তাহলে পাসওয়ার্ড ভাংতে যে কারু কষ্ট হবে কারন ল্যাপটপ এ কম্পিউটার রিস্টার্ট করার জন্য আলাদা কোনো রিস্টার্ট বাটন নেই। কিন্তু ডেস্কটপ হলে ই সিকিউরিটি একজন দক্ষ কম্পিউটার ব্যাবহার কারী হিসেবে খুব সহজে ভেঙ্গে ফেলতে পারেন। কিভাবে?কম্পিউটার অন করার সময় পাসওয়ার্ড চাইলে রিস্টার্ট বাটন চেপে পুনরায় অন করুন। এখন কম্পিউটার Start  হওয়ার সময় কয়েকটা অপশন দেখা যায় তার মধ্যে “ Start with Command Prompt” একটি। স্টার্ট করুন কমান্ড প্রম্পট এর মাধ্যমে।
এখন এতে লিখুন : net user ‘username’ *
যদি আপনার কম্পিটার এর Username KOMOL হয় তবে লিখবেন net user komol *
তারপর দুইবার Enter চাপুন। এতে উইন্ডোজ এর পাসওয়ার্ড নাই হয়ে গেল।
নিচের চিত্রের মতঃ
তারমানে আপনার পিসির পাসওয়ার্ড ভাংতে হলে অবশ্যই ইউজার নেইম জানা থাকতে হবে। তাই লগ অন এর সময় ইউজার নেইম দেখে উপরে প্রদত্ত পদ্ধতিতে আপনার পাসওয়ার্ড ভাঙ্গা সম্ভব। তাই পিসির সুরক্ষা বৃদ্ধির জন্য এমন কোন ব্যবস্থা নেই কি যাতে আপনাকে কম্পিউটারে লগ অন করার সময় ইউজারনেম আর পাসওয়ার্ড উভয় দিয়েই লগ অন করা লাগবে? আছে।
নিচের কোড টি কপি করে নোটপ্যাডে প্যাষ্ট করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“dontdisplaylastusername”=dword:00000001
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“LogonType”=dword:00000000
তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন।
তরপর Switch To user এ গিয়ে দেখুন লগ অন অপশনটি নিচের ছবির মত দেখাচ্ছে।(আমার কাছে ভাল কেমেরা নেই তাই ছবি টা ভাল হয়নি…তাই দুঃখিত)
এর ফলে আপনার কম্পিউটার আরু বেশী সুরক্ষিত হবে। আপনি যদি মনে করেন এই জিনিসটা জামেলা তাহলে পুরুনু সেটিংসে ফিরে যেতে চাইলে নিচের কোড টা কপি করে নোটপ্যাডে প্যাষ্ট করুন আর তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। তাহলে আপনি পুরুনো সেটিংস ফিরে পাবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“dontdisplaylastusername”=dword:00000000
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“LogonType”=-
আরো একটা সমস্যা হয় যেটা সেটা হল উইন্ডোজ শাটডাউন হতে অনেক সময় লাগে। বিভিন্ন পেইজ খোলা থাকলে “Force shutdown” করতে বলে। এতে বিরক্ত লাগলে নিচের কোড টা কপি করে  নোটপ্যাডে প্যাষ্ট করুন আর তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। তাহলে আপনি পুরুনো সেটিংস ফিরে পাবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
“WaitToKillServiceTimeout”=”2000″
আজ এতটুকুই। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।

(4 shared) আপলোডকৃত অডিও ফাইল চিরস্থায়িভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করা

(4 shared) আপলোডকৃত অডিও ফাইল চিরস্থায়িভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করা
আমাদের প্রতিনিয়ত অনেক অডিও ফাইল আপলোড করে ফেসবুক গ্রুপ বা ব্লগ এ শেয়ার করতে হই।। সেখান থেকে যদি  কেউ ডাউনলোড করতে চাই তবে ৪ শেয়ার্ড এ ওয়েট করতে হই এবং মোবাইল থেকে বলতে গেলে কেউ পারেই না বলা যাই।

মিডিয়াফায়ার এর লিঙ্ক কিছুক্ষণ পর অটো Change হই তাই লিঙ্ক রিফ্রেশ করতে হই।। মোবাইল থেকে যারা ডাউনলোড করেন তাদের জন্য মহা জ্বালা এটা :(

৪ শেয়ার্ড এ একটা সুবিধা আছে যে অডিও ফাইল ডাউনলোড এর আগে প্লে করে শোনা যাই।।
এখন ওটা প্লে করে আইডিএম (Internet Download Manager)  এ অডিও ফাইলটি ওয়েট না করেই ডাউনলোড করা যাই।। অবশ্য এটা রিজুম সাপোর্ট করে না।। এম্নিতেও ৪ শেয়ার্ড এ রিজুম সাপোর্ট করে না।।(Without premium account)

এখন ,
মজার ব্যাপার হল
আইডিএম এর কনভার্ট করা ওই ডাউনলোড লিঙ্কটা কখনো Change হই না :)
তাহলে আপনি যদি ওই লিঙ্কটি ব্যাবহার করতে পারেন তাইলে ত কথাই নেই।।

এটার লিঙ্ক অন্য লিঙ্ক গুলির
মতন Change হয়ে যাবে না।। তাই এটা ফেসবুক থেকে শুরু করে সব জাইগাই ইউস করতে পারবেন।। এবং মোবাইল ইউজার রা এটা সরাসরি ডাউনলোড করেতে পারবে কোন কষ্ট ছাড়াই।।
যদি মনে করেন লিঙ্কটি বড় হয়ে গেছে তাইলে এমন সর্ট করতে পারেন

এবং শেয়ার করতে পারবেন।। কেউ জাষ্ট ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হইয়ে যাবে।।
ফেসবুক এ  ডিরেষ্ট এমপি ৩ লিঙ্ক  শেয়ার করলে তা প্লে করে শোনা যাই।। এবং এটি চিরস্থায়িভাবেই থাকবে।।

[এখানে দেখুন
আপনি এটা আজিবন ডিরেক্ট লিঙ্ক হিসাবে ইউস করতে পারবেন এবং শেয়ারকরতে পারবেন।।
মোবাইল থেকে সরাসরি ডাউনলোড করানোর এটি একটি উত্তম প্রসেস।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger