অন্যতম
জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। যার সম্পর্কে বা এর জনপ্রিয়তা
সম্পর্কে হয়তো বা আপনাকে না বললেও চলবে। আমরা বেশিরভাগই কম্পিউটার
ব্যবহারকারীরা সাধারণ বা পাইরেট সফটওয়্যার ব্যবহার করে থাকি। বেশিরভাগরই
সাধ্য না থাকায় আমরা বাজারের লোকাল ডিস্কের অপারেটিং সিস্টেম সফটওয়্যার
ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা দেখা দেয় পরে।সাধারনত হয়
কি,উইন্ডোজ জেনুইন না থাকলে,উইন্ডোজ ফাইল ইন্সটল করলে যেমন আপনি আপনার ওল্ড
ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরার অথবা উইন্ডোজ মেডিয়া প্লেয়ার কে নতুন ভার্সন
এ আপগ্রেড করতে চান তখন ইন্সটল করার সময় আপনার উইন্ডোজ জেনুইন কিনা তা আগে
চেক করবে তারপর নতুন ভার্সন এ আপগ্রেড হবে। যদি আপনার উইন্ডোজ জেনুইন না
হয় ,উইন্ডোজের সবশেষ আপডেট হালনাগাদ বা সার্ভিসপ্যাক হালনাগাদ করলে এ ধরনের
সমস্যা হয়ে থাকে।
যাই হোক অনেক সমস্যার মধ্যে একটি সমস্যায় মনে
হচ্ছে আমরা প্রায়ই পড়ি। সেটি হচ্ছে You may be a victim of software
counterfeiting. এ ধরনের একটি সমস্যায়। খুব সহজেই আপনি এ ধরনের ছোট একটা
সমস্যার সমাধান করতে পারেন।
যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত নিম্নরুপ :
করে থাকি, তারা অবশ্যই install করার কয়েকদিন পর এই সমস্যায় পড়ে থাকি-
You may be a victim of software counterfeiting। যারা pcতে internet
ব্যবহার করে থাকেন, তারাই মূলত এর শিকার। আমি নিজেও পরেছিলাম এই সমস্যায়। যাই হোক কথা
না বাড়িয়ে আমি একটি ছোট্র tips দিতে চাই সমস্যাটির।
প্রথমে আপনার pcর start menuতে গিয়ে run করুন regedit. এরপর যথাক্রমে
HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Microsoft>Windows NT>CurrentVersion>Winlogon folder টিতে
এ প্রবেশ করে সব Notify keyগুলো delete করে দিয়ে pc restart করুন। আশা করছি
সমাধান পেয়ে যাবেন। এ সম্পর্কে আরোও tricks রয়েছে, আমি এভাবে overcome করতে পেরেছি।
যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত নিম্নরুপ :
- প্রথমে Run থেকে Regedit টাইপ করে এন্টার দিন এবং HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান।
- এখন আপনি Notify ফোল্ডারে লক্ষ্য করুন WGALOGON নামে একটি সফটওয়্যার রয়েছে। এ ফোল্ডারটি ডিলেট করে দিন।
- এখন চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করে কম্পিউটার রিস্টাট দিন।
যেভাবে বাঁচবেন-You may be a victim of software counterfeiting -সমস্যা থেকে
আমরা যারা বাজার থেকে কেনা windows xp operating system (product key-সহ) pcতে ব্যবহারকরে থাকি, তারা অবশ্যই install করার কয়েকদিন পর এই সমস্যায় পড়ে থাকি-
You may be a victim of software counterfeiting। যারা pcতে internet
ব্যবহার করে থাকেন, তারাই মূলত এর শিকার। আমি নিজেও পরেছিলাম এই সমস্যায়। যাই হোক কথা
না বাড়িয়ে আমি একটি ছোট্র tips দিতে চাই সমস্যাটির।
প্রথমে আপনার pcর start menuতে গিয়ে run করুন regedit. এরপর যথাক্রমে
HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Microsoft>Windows NT>CurrentVersion>Winlogon folder টিতে
এ প্রবেশ করে সব Notify keyগুলো delete করে দিয়ে pc restart করুন। আশা করছি
সমাধান পেয়ে যাবেন। এ সম্পর্কে আরোও tricks রয়েছে, আমি এভাবে overcome করতে পেরেছি।
ConversionConversion EmoticonEmoticon