অজানা গানের বিস্তারিত খুজে বের করুন অনলাইনে ,খুজে বের করুন গানের টাইটেল,গায়ক আর অ্যালবামের নাম

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১২:০০ AM | টিউন বিভাগঃ
আচ্ছা আপনারা কি কখনো ঠিক আমার মতই সমস্যায় পড়েছেন যে একটা গান খুব ভালো লেগেছে কিন্তু গানের টাইটেল,গায়ক বা অ্যালবামের নাম এগুলো কিছুই জানেন না।যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার জন্যই আমার এই টিউন।ভনিতা না করে চলেন মেইন কাজে মনোযোগ দেই।আজকে আমি একটা ইঙলিশ গান শুনতেছিলাম গানটা আমার খুব ভালো লাগে কিন্তু এই গানের টাইটেলে লিখা আছে Track 1 আর কিছু লেখা নাই কি ঝামেলা কে গায়ক অ্যালবামের নাম বা কি কিছুই জানিনা।তখন খুজে বের করলাম AudioTag.info ওয়েব সাইটটি এই সাইটের বৈশিষ্ট হচ্ছে এই সাইটে কোন গানের কিছু অংশ বা পুরোটা আপলোড করলে এটি সাথে সাথে আপনাকে গানের টাইটেল,অ্যালবামের নাম বা গায়কের নাম জানিয়ে দিবে।

প্রথমেই এখানে http://www.audiotag.info/ ক্লিক করে ওয়েবসাইটটিতে চলুন এবার পুরো গানটি বা গানের কিছু অংশ কোন সফটওয়্যার দিয়ে কেটে ওই অংশটি আপলোড করে দিন।এবার প্রসেস এ ক্লিক করুন হিউম্যান ভেরিফিকেশন করুন তারপর দেখুন সকল ইনফরম্যাশন।
ইউটিউবের কোন অডিও ফাইলের লিংক দিলেও এটি আপনাকে ওই ফাইলের বিস্তারিত জানাতে পারবে।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger