আপনি কি একজন মুভিখোর? আপনার পিসির সব মুভিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে দেখুন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৯:১০ AM | টিউন বিভাগঃ
আপনি কি একজন মুভিখোর? আপনার পিসির সব মুভিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে দেখুন

মুভি পছন্দ করে না বা মুভি দেখে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। অনেকে কম্পিউটার কিনে শুধু মাত্র গান বা মুভি দেখার জন্য।টেরাবাইট হার্ড ডিস্কের এই যুগে কম্পিউটারে মুভি রাখা যায় অসংখ্য। তাই হঠাৎ করে নির্দিষ্ট মুভি খুজে পেতে মাঝে মাঝে বেগ পেতে হয়। আচ্ছা এমন হলে কেমন হয় ধরুন আপনার পিসিতে ৫০০ মুভি আছে। আর মুভিগুলো ক্যাটাগরি অনুযায়ি থরে থরে ভাবে সাজানো আছে। শুধু তাই না মুভির পোস্টার সহ এমনকি IMDb রেটিংও আছে।আপনি যদি একজন মুভিখোর অর্থাৎ আপনার কম্পিউটারে অনেক মুভির কালেকশন থাকলে অবশ্যই আপনি এমন কিছু খুজছেন। আর এই সকল সুবিধা দিবে Movie Monkey নামের অসাধারন এই সফটওয়্যার।

একনজরে Movie Monkey ফিচারগুলোঃ
  • অটোমেটিক মুভি এড।
  • ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।
  • IMDb রেটিং সুবিধা।
  • Watch list তৈরি করার সুবিধা।
  • টাইটেল,ইয়ার বা রেটিং অনুযায়ি দেখার সুবিধা।
  • মুভি ব্যানার সুবিধা।
  • লিস্ট থেকেই মুভি চালু করার সুবিধা।
  • আরও কত কি!
বিস্তারিত দেখুন এখানে।http://getmoviemonkey.com/index.php
অটোমেটিক মুভি এড।
ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।
IMDb রেটিং সুবিধা।
Watch list তৈরি করার সুবিধা।

কিভাবে ব্যবহার করতে হবে এইতো? জাস্ট সফটটি ওপেন করে File>Import movies থেকে আপনার মুভি ড্রাইব বা ফোল্ডার শুধু একবার দেখিয়ে দিন। ব্যাস বাকি কাজ সে নিজে নিজেই করবে। তবে মাঝে মাঝে মুভির নামের শেষে DVD rip, 720 ইত্যাদি টাইপ লিখা থাকলে একটা লিস্ট আসবে। সেখানে ডাবল ক্লিক করে ঐ টাইপ লিখাগুলো মুছে দিন।আর হ্যা প্রথমবার মুভিগুলো এড করতে নেট লাগবে।
ডাউনলোডঃ
MOVIE MONKEY সাইজ মাত্র ১০ মেগাবাইট।
http://getmoviemonkey.com/index.php
আর হ্যা এটা পুরাই ফ্রী।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger