আপনি কি একজন মুভিখোর? আপনার পিসির সব মুভিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে দেখুন
একনজরে Movie Monkey ফিচারগুলোঃ
- অটোমেটিক মুভি এড।
- ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।
- IMDb রেটিং সুবিধা।
- Watch list তৈরি করার সুবিধা।
- টাইটেল,ইয়ার বা রেটিং অনুযায়ি দেখার সুবিধা।
- মুভি ব্যানার সুবিধা।
- লিস্ট থেকেই মুভি চালু করার সুবিধা।
- আরও কত কি!
অটোমেটিক মুভি এড।
ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।
IMDb রেটিং সুবিধা।
Watch list তৈরি করার সুবিধা।
কিভাবে ব্যবহার করতে হবে এইতো? জাস্ট সফটটি ওপেন করে File>Import movies থেকে আপনার মুভি ড্রাইব বা ফোল্ডার শুধু একবার দেখিয়ে দিন। ব্যাস বাকি কাজ সে নিজে নিজেই করবে। তবে মাঝে মাঝে মুভির নামের শেষে DVD rip, 720 ইত্যাদি টাইপ লিখা থাকলে একটা লিস্ট আসবে। সেখানে ডাবল ক্লিক করে ঐ টাইপ লিখাগুলো মুছে দিন।আর হ্যা প্রথমবার মুভিগুলো এড করতে নেট লাগবে।
ডাউনলোডঃ
MOVIE MONKEY সাইজ মাত্র ১০ মেগাবাইট।
http://getmoviemonkey.com/index.php
আর হ্যা এটা পুরাই ফ্রী।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
ConversionConversion EmoticonEmoticon