ইমেইল ব্যাকআপ করুন খুব সহজেই-অব্যবহৃত জিমেইল, ইয়াহু অথবা হটমেইল আইডি মুছে ফেলুন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৮:১২ AM | টিউন বিভাগঃ
ইমেইল ব্যাকআপ করুন খুব সহজেই
ইন্টারনেট ব্যবহার করে অথচ ইমেইল ব্যবহার করেনা এমন ইউজার একজনও খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা সাধারণত দুই ধরনের ইমেইল সিস্টেম ব্যবহার করি
Webmail এবং POPmail। ওয়েব মেইলের ক্ষেত্রে ইমেইলগুলো ইমেইল সার্ভিস প্রোভাইডারের সার্ভারে থেকে যায়। যেমনঃ ইয়াহু, হটমেইল, জিমেইল ইত্যাদি। আর পপমেইলের ক্ষেত্রে মেইলগুলো আপনার কম্পিউটারে চলে আসে। আমরা যারা পপ মেইল ইউজার আছি তারা কম্পিউটার ফরম্যাট করে নতুন উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে অথবা অন্য কোন
কারনে আগের সমস্ত মেইল হারাইনি এমন ঘটনাও খুব একটা কম না। আজকে আমি বহুল ব্যবহৃত দুইটা ইমেইল ক্লাইয়েন্ট সফটওয়্যার থেকে কিভাবে ইমেইল ব্যাকআপ করবেন সেটাই বলব।মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেসঃ এই সফটওয়্যারটি উইন্ডোজের সাথে বিলটইন অবস্থায় থাকে। তাই এটা বেশী ইউজ হয়। আউটলুক এক্সপ্রেসের মেইলবক্সগুলো থাকে dbx
এক্সটেনশনের ফাইল হিসেবে। আর এড্রসবুকটা থাকে wab এক্সটেনশনের ফাইল হিসেবে। মেইলবক্স ব্যাকআপ নেওয়ার জন্য আউটলুক এক্সপ্রেস রান করুন “ইনবক্সে“ রাইটবাটন ক্লিক করে “প্রপার্টিজ“ এ ক্লিক করুন। ইনবক্স প্রপার্টিজ ওপেন হবে খেয়াল করে দেখুন নিচের দিকে ইনবক্স ফাইলটি আপনার হার্ডডিক্সের কোথায় আছে সেটা দেখাচ্ছে। ব্যাস, ওই
লোকেশনে গিয়ে সব ফাইলগুলো কপি করে অন্য কোথাও রেখে দিন। এড্রেসবুক ব্যাকআপ নেওয়ার জন্য উইন্ডোজের সার্চ ফাইল অপশনে গিয়ে লিখুন *.wab এবার সার্চ করুন।পেয়ে যাবেন আপনার এড্রেসবুক। এটি সাধারণত username.wab হিসেবে থাকে। এবার কিভাবে রিস্টোর করবেন সেটা বলছি। যেভাবে মেইলবক্স আর এড্রেসবুক ফাইলগুলো
খুজে বের করেছিলেন সেভাবে ফাইলগুলোর লোকেশন জেনে নিয়ে আপনার ব্যাকআপ করা ফাইলগুলো ওই লোকেশনে ওভাররাইট করে দিন।ইউডোরাঃ আউটলুক এক্সপ্রেসের পর সবচেয়ে জনপ্রিয় ইমেইল ক্লায়েন্ট সম্ভবত ইউডোরা। ইউডোরার প্রতিটি মেইলবক্সের জন্য দুটো করে ফাইল থাকে। ফাইলদুটো mbx এবং toc
এক্সটেনশনের হয়। আর এড্রেসবুকের জন্য NNdbase.txt নামে একটা ফাইল থাকে। ইউডোরা বাই ডিফলট Attach আথবা Embedded নামে একটা ফোলডারে এটাচমেন্ট ফাইলগুলো সংরক্ষণ করে। ইউডোরা ব্যাকআপের জন্য উল্লেখিত ফাইল এবং ফোলডারগুলো কপি করে নিতে হয়। ইউডোরা বাইডিফলট Program FilesQualcom এ ইনস্টল হয়।আশা করি,আপনাদের আর গুরুত্তপূর্ন ইমেইল হারিয়ে মনিটরে মাথা ঠুকতে হবেনা।


অব্যবহৃত জিমেইল, ইয়াহু অথবা হটমেইল আইডি মুছে ফেলুন || Removing way of unused GMAIL, Yahoo, HoTmail ID
আসসালামুয়ালাইকুম,
আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অব্যবহৃত জিমেইল, ইয়াহু অথবা হটমেইল আইডি মুছে ফেলবেন।
google_yahoo_msn_aol

Gmail অ্যাকাউন্ট মুছে ফেলাঃ
www.gmail.com এ ঢুকে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর ডানদিকে উপরে Settings এ ক্লিক করুন, তারপর ক্লিক করুন Accounts and Import এ, নিচের দিকে Google Account settings এ ক্লিক করুন, এরপর My products এর Edit লিঙ্কে ক্লিক করুন। সর্বশেষে Remove Gmail permanently এ ক্লিক করুন।দেখবেন আপনার Gmail অ্যাকাউন্টটি মুছে গেছে।:)

Hotmail অ্যাকাউন্ট মুছা:
যে Hotmail অ্যাকাউন্ট মুছতে সেই অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইনইন করুন। সাইনইন করার পর উপরে ডানদিকে Help বাটনে ক্লিক করুন এবং Search বক্সে Close account লিখে সার্চ দিন। সার্চ রেজাল্ট থেকে Close your account লিঙ্কে ক্লিক করে, পরবর্তী অংশ থেকে Close account বাটনে ক্লিক করে আপনি আপনার Hotmail অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারবেন।

Yahoo অ্যাকাউন্ট মুছা:
প্রথমে https://edit.yahoo.com/config/delete_user লিঙ্কে যান। এবং যে অ্যাকাউন্টটি মুছতে চান তার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইনইন করুন। তারপর নিচে পুনরায় আপনার পাসওয়ার্ড এবং ক্যাপচা বক্স পূরণ করুন এবং Terminate this account এ ক্লিক করুন। দেখবেন আপনার Yahoo অ্যাকাউন্টটি মুছে গেছে।
ও হ্যা যাবার আগে কমেন্ট করতে ভুলবেননা

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger