Internet Tips 1

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৯:১৯ AM | টিউন বিভাগঃ
বিজ্ঞাপনহীন ব্রাউজিং করতে চান? বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাচার স্থায়ি সমাধান
আমার আজকের পোষ্টের বিষয় হলো বিজ্ঞাপনহীন ব্রাউজিং। অর্থাৎ ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে চির মুক্তি। Ad Muncher নামের ছোট এই অসাধারন সফটওয়্যারটি থেকে যে যে সুবিধা পাবেন তা হলোঃ
    সব বিজ্ঞাপন ব্লক।
    অপ্রয়োজনীয় পপ আপস ব্লক।
    কিছু প্রোগ্রাম থেকে বিজ্ঞাপন মুছে দেওয়া। যেমনঃ Pando, SopCast, ICQ, Morpheus, Kazaa, PalTalk, iMesh, Bearshare, LimeWire, Yahoo! Music Jukebox, TVAnts ইতাদি।
    পেজ লোডিং স্পিড অনেক বৃদ্ধি করে।
    ব্যান্ডউইথ বাচাঁয়।
    থার্ড পার্টি ট্রেকিং সিস্টেম থেকে মুক্তি দেয়।
    এডওয়্যার টাইপের অনেক ভাইরাস থেকে নিরাপদ রাখে।
এছাড়াও আরও কত কি!
যেসব ব্রাউজার সাপোর্ট করেঃ
    Internet Explorer
    Firefox
    Opera
    Google Chrome
    Safari
    Flock
    Netscape
    Maxthon
    Avant Browser.
যেসব অপারেটিং সিস্টেম সাপোর্ট করেঃ
Windows 95, 98, ME, NT4, 2000, XP, 2003, Vista, 7
ডাউনলোডঃ
http://www.admuncher.com/
http://www.mediafire.com/?zb4qnuddy9c55z2
Ad Muncher 4.81 এটি মাত্র 1MB। সাথে পোর্টেবল ভার্শনও দেওয়া আছে।


খুব সহজেই ব্লক করুন যেকোন ওয়েবসাইট।

কম্পিউটারে একাধিক ইউজার থাকলে বিভিন্ন কারনে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হতে পারে।অনেক ভাবেই
নির্দিষ্ট ওয়েব সাইট ব্লক করা যায় এবং এ বিষয় নিয়ে পোষ্ট ও হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর সন্ধান দিব যার সাহায্যে খুব সহজেই যে কোন ওয়েবসাইট ব্লক
করা যায়। সফটওয়্যারটির নাম হচ্ছে Any Webolc
khttp://www.ziddu.com/download/15566879/anyweblock.exe.html
 সাইজ মাত্র ৩৬২ কিলোবাইট।
তবে সফটওয়্যারটি চালাতে Microsoft .NET Framewok  2.0 অথবা তার পরের যেকোন ভার্সন হলেই চলবে। না থাকলে সফটওয়্যারটি Install
দেওয়ার সময়ই Microsoft .NET Framewok  2.0 এর লিংকে পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিলেই হবে, তবে Install এর পূর্বে পিসি
Restart দিয়ে নিবেন।
Any Weblock or Any weblock



ইন্টারনেটের গতি বাড়ান খুব সহজেই

বাংলাদেশের স্লো ইন্টারনেটের কারনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এজন্য আমরা অনেকেই Opera ব্রাউজারের Turbo ব্যবহার করে থাকি। তবে অনেকেই হয়তো খেয়াল করেননা যে, Opera ব্রাউজারের Turbo ব্যবহারের ফলে যারা ১ গিগাবাইট বা ৩ গিগাবাইট এর মত লিমিটেড ইন্টারনেট ব্যবহার করে, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। কারন Turbo ব্যবহারের ফলে ইন্টারনেট খুব দ্রুত শেষ হয়ে যায়।
কিন্তু আমরা চাইলে কোন ঝামেলা ও অ্যাডিশনাল সফটওয়্যার ছাড়া খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। এজন্য প্রয়োজন শুধুমাত্র Mozilla Firefox ইন্টারনেট ব্রাউজার এবং মাইক্রোসফট উইন্ডোজের যে কোন অপারেটিং সিস্টেম। তবে ফায়ারফক্সের সর্বশেষ ভার্সনগুলো থাকলে ভাল হয়।
খুব সহজেই ইন্টারনেটের গতি বাড়ানোর পদক্ষেপ সমূহঃ-
১. প্রথমে Mozilla Firefox ব্রাউজারটি Open করুন।
২. এবার Address Bar -এ যেয়ে about:config লিখে Enter করুন।
৩. এরপর একটি Warning Messsage দেখাবে। সেখানে I’ll be careful -এ দিয়ে Enter করুন।
৪. এরপর about:config -এর Page টি আসবে। সেখানে Filter এ Pipelining লিখে Search দিন অথবা
Pipelining এর অপশনগুলো খুজে নিন।
৫. এবার সেখান থেকে network.http.pipelining -এর Value পরিবর্তন করে false থেকে true করে দিন
এবং network.http.pipelining.maxrequests -এর Value পরিবর্তন করে 4 থেকে 8 করে দিন।
৬. লক্ষ্য রাখতে হবে যে network.http.pipelining.maxrequests -এর Value কখনোই 8এর
বেশি দেয়া যাবেনা। সেক্ষেত্রে ফায়ারফক্স ফ্রিজ হবার সম্ভাবনা থাকে।
৭. এবার ফায়ারফক্স এর File এ যেয়ে Exit দিন।
৮. তারপর আপনার ইন্টারনেট কানেকশন ম্যানেজার -এ যান।
৯. সেখান থেকে আপনার default connection অর্থাত আপনি যে connection টি ব্যবহার করেন, তার Properties এ যান।
১০. সেখানে প্রথমেই থাকা General ট্যাব এর Configure -এ ক্লিক করুন।
১১. এবার Maximum speed (bps) পরিবর্তন করে সর্বোচ্চ মান অর্থাত 921600 -এ দিয়ে OK দিয়ে
বেড়িয়ে আসুন।
এছাড়াও ফায়ারফক্স এর গতি বৃদ্ধি করা একটি অভিনব পদ্ধতি রয়েছে। about:config এ যেয়েই যেকোন স্থানে রাইট ক্লিক করে New>Integer.Name নির্বাচন করুন। এর নাম দিন “nglayout.initialpaint.delay” এবং এর ভ্যালু সেট করুন “0″। যতটুকু সময় পর্যন্ত ফায়ারফক্স প্রাপ্ত কোন তথ্য প্রদর্শনের জন্য অপেক্ষা করে তা এই ভ্যালুটি দ্বারা নির্দেশ দেয়া হয়। আর এর মান শূন্য করে দিলেই ব্রাউজার নূন্যতম সময়ে নির্দেশ নিয়ে তার সর্বোচ্চ গতিতে কাজ করতে পারবে। সুতরাং ওয়েবপেইজ ওপেন হতেও তখন কম সময় নেবে।
তারপর আপনার কম্পিউটারটি Restart করুন। এবার আপনি নিজেই Mozilla Firefox এর সাহায্যে ইন্টারনেটে ব্রাউজ করে দেখুন গতি কতটা বেড়েছে!

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger