সহজেই তৈরী করুন আপনার সাইটের ওয়াপ ভার্সন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১২:০০ AM | টিউন বিভাগঃ
সহজেই তৈরী করুন আপনার সাইটের ওয়াপ ভার্সন এর উপরেই লিখবো। এ জন্য প্রথমেই নিচের ইউআরএল এর মধো আরেকটি ইইআরএল বসানোর যে জায়গা আছে তাতে আপনার সাইটের ডোমেইনটি টাইপ করুন।
http://www.google.com/gwt/n?u=http%3A%2F%2F{YOUR URL}&hl=en&mrestrict=xhtml
এবার এই ইউআরএল দিয়ে ব্রাউজ করলেই আপনার সাইটের ওয়াপ ভার্সন পাবেন।
images15.jpeg
তবে আরো সহজে ব্রাউজ করার জন্য আপনার ইউআরএল টি বসানোর পর মূল ইউআরএলটিকে আপনার সাইটের কোন সাবডোমেইন বা আপনার নিজস্ব কোন ডোমেইন দিয়ে ফরোয়ার্ডিং বা মাস্কিং করুন। তারপর আপনার নিজস্ব সেই ইউআরএলটিকে আপনার সাইটের ওয়াপ এ্যাড্রেস হিসেবে ব্যাবহার করতে পারেন।
যেমন : আমার সাইট www.bdweb7.com এর একটি সাব ডোমেইন http://m.bdweb7.com/ এ যদি আমি ওই ইউআরএলটিকে ফরোয়ার্ড করি তাহলে m.bdweb7.com কেই আমি আমার সাইটের ওয়াপ ভার্সন হিসেবে ব্যাবহার করতে পারবো।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger