আমরা
অনেকেই জানি নেট থেকে Download করা ISO File ডাউনলোড করার পর কিভাবে
Bootable DVD/USB তৈরী করতে হয়। কিন্তু যারা নতুন এবং এই Bootable DVD/USB
তৈরীর ব্যাপারে খুব একটা দক্ষতা নেই বা নতুন কম্পিউটার ব্যবহার করতেছেন
আমার পোষ্টটি তাদের জন্য। কোন প্রকার ভুল হলে আমাকে ক্ষমা করবেন।
আপনি যদি Windows XP ব্যবহারকারী হনঃ
Windows XP তে Software ছাড়া Bootable USB বা DVD তৈরী করার কোন Scope Microsoft কর্তৃপক্ষ রাখেনি আমি যতটুকূ জানি। তাই XP ব্যবহার করে কিভাবে Bootable USB বা DVD তৈরী করা যায় তা নিচে বাখ্যা করলাম।
নিচের লিঙ্ক থেকে Windows 7 DVD/USB Download Tool টি (কিন্তু Windows XP তেও ব্যবহার করা যায়) download করুন।
Download
তারপর সেটআপ দিয়ে ওপেন করলে নিচের Screanটি দেখতে পাবেন।
তারপর Browse এ ক্লীক করে আপনার কম্পিউটারের Harddisk এ রাখা ISO ফাইলটিকে দেখিয়ে দিন(নিচের চিত্রের মত:)
তারপর Open বাটন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর Next বাটন ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর আপনি নির্বাচন করুন File টিকে কিসে বার্ন করবেন অর্থাৎ USB device না DVD তে। যদি USB device এ করতে চান তবে "USB device" option এ ক্লীক করুন আর যদি DVD তে করতে চান তবে "DVD"option এ ক্লীক করুন। তাহলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর Begin copying এ ক্লীক করলে নিচের ছবির মত একটি Page আসবে...
সবশেষে নিচের ছবির মত একটি Page আসবে...
এখন Start over option এ ক্লীক করুন। তবে DVD তে BURN করার জন্য উপরের পদ্ধতি অনুসরন করে Start over option এ ক্লীক করার পর DVD disk টাকে Nero অথবা অন্য যেকোন ভাল বার্নার দিয়ে অবশ্যই Burn করতে হবে।
আপনি যদি Windows 7 ব্যবহারকারী হনঃ
Window 7 যারা ব্যবহার করেন তারা Software ছাড়াও Bootable DVD ( Bootable USB এই পদ্ধতিতে তৈরী করা অসম্ভব) তৈরী করতে পারবেন। প্রথমে যে ফাইলটিকে Bootable DVD হিসেবে Burn করতে চান সেই ISO File টিকে Double click করলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর "verify disc after burning" লেখা বক্সে টিক চিহ্ন দিয়ে "Burn" click করুন।
কিছুক্ষন পর DVD drive open হয়ে গেলে বুঝতে হবে যে Bootable DVD তৈরী হয়ে গেছে। এই পদ্ধতিতে Bootable USB তৈরী করা সম্ভব নয়।
আপনি যদি Windows XP ব্যবহারকারী হনঃ
Windows XP তে Software ছাড়া Bootable USB বা DVD তৈরী করার কোন Scope Microsoft কর্তৃপক্ষ রাখেনি আমি যতটুকূ জানি। তাই XP ব্যবহার করে কিভাবে Bootable USB বা DVD তৈরী করা যায় তা নিচে বাখ্যা করলাম।
নিচের লিঙ্ক থেকে Windows 7 DVD/USB Download Tool টি (কিন্তু Windows XP তেও ব্যবহার করা যায়) download করুন।
তারপর Browse এ ক্লীক করে আপনার কম্পিউটারের Harddisk এ রাখা ISO ফাইলটিকে দেখিয়ে দিন(নিচের চিত্রের মত:)
তারপর Open বাটন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর Next বাটন ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর আপনি নির্বাচন করুন File টিকে কিসে বার্ন করবেন অর্থাৎ USB device না DVD তে। যদি USB device এ করতে চান তবে "USB device" option এ ক্লীক করুন আর যদি DVD তে করতে চান তবে "DVD"option এ ক্লীক করুন। তাহলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর Begin copying এ ক্লীক করলে নিচের ছবির মত একটি Page আসবে...
সবশেষে নিচের ছবির মত একটি Page আসবে...
এখন Start over option এ ক্লীক করুন। তবে DVD তে BURN করার জন্য উপরের পদ্ধতি অনুসরন করে Start over option এ ক্লীক করার পর DVD disk টাকে Nero অথবা অন্য যেকোন ভাল বার্নার দিয়ে অবশ্যই Burn করতে হবে।
আপনি যদি Windows 7 ব্যবহারকারী হনঃ
Window 7 যারা ব্যবহার করেন তারা Software ছাড়াও Bootable DVD ( Bootable USB এই পদ্ধতিতে তৈরী করা অসম্ভব) তৈরী করতে পারবেন। প্রথমে যে ফাইলটিকে Bootable DVD হিসেবে Burn করতে চান সেই ISO File টিকে Double click করলে নিচের ছবির মত একটি Page আসবে...
তারপর "verify disc after burning" লেখা বক্সে টিক চিহ্ন দিয়ে "Burn" click করুন।
কিছুক্ষন পর DVD drive open হয়ে গেলে বুঝতে হবে যে Bootable DVD তৈরী হয়ে গেছে। এই পদ্ধতিতে Bootable USB তৈরী করা সম্ভব নয়।
ConversionConversion EmoticonEmoticon