"রাইট বাংলা অফলাইন প্যাড" ভার্শন ২.০
এই সফটওয়্যারটির মাধ্যমে যেকেউ খুব সহজে তাদের প্রিয় কীবোর্ড লেআউটে বাংলা লিখতে পারবেন।
"রাইট বাংলা অফলাইন প্যাড" এ যুক্ত রয়েছে বাংলা লেখার বহুল ব্যবহৃত চারটি কীবোর্ড।
- ১। অভ্র ফোনেটিক
- ২। ফোনেটিক
- ৩। প্রভাত
- ৪। ইউনিজয়
১। এই সফটওয়্যারটি পোর্টেবল তাই ইন্সটল এর ঝামেলা নেই।
২। পেনড্রাইভ বা মেমরিকার্ডে রেখে দিতে পারেন,কোথাও অভ্র না পেলে ছোট এই সফটওয়্যারটি কে রান করাতে পারবেন পেনড্রাইভ থেকেই।
৩। লিখতে পারবেন বাংলা প্যাড টি কে অন্য কোন সফটওয়্যারের বা ব্রাউজারের উপর রেখেই।
৪। কাজ শেষে বা লেখা শেষে বাংলা প্যাড টি কে লুকিয়ে রাখতে পারবেন অন্য কোন সফটওয়্যারের বা ব্রাউজারের উপর,প্রয়োজন মতো আবার খুলে নিতে লিখতে পারবেন ইচ্ছা মতো।
৫। এছাড়াও রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ তে যুক্ত হয়েছে "ইউনিকোড বাংলা থেকে পুরাতন বাংলা এবং পুরাতন বাংলা থেকে ইউনিকোড বাংলা কনভার্টার"।
রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ এর সাইজঃ মাত্র ১.৪ মেগাবাইট
রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ এর হোমপেজঃ
http://bangla-pad.googlecode.com/
রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ এর ডাউনলোড লিংকঃ
http://code.google.com/p/bangla-pad/downloads/
ConversionConversion EmoticonEmoticon