ইংরেজি গানের সাথে লিরিক চান? তাহলে এটা মিস করবেন না

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১২:০০ AM | টিউন বিভাগঃ
আমরা অনেকেই বিশেষ করে তরুন প্রজন্ম ইংরেজি গান শুনতে অনেক পছন্দ করি। এর অনেক ভাল দিক আছে। যেমন ইংরেজি ভাল জানা যায়। তবে এর কিছু সাইড ইফেক্টও আছে। আমরা ওদিকে না যাই।
আমরা ইংরেজি গান শুনি কিন্তু এর বেশির ভাগ অর্থ আমরা বুঝতে পারি না। কারন তাদের উচ্চারন আমরা বুঝতে পারি না। তাই আপনি যদি ইংরেজি গানের সাথে সাথে লিরিকও দেখেন তাহলে গানও যেমন বুঝতে পারবেন ঠিক তেমনি আপনার ইংরেজি শিক্ষাও হয়ে যাবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি যাকে বলে।


আপনারা হয়তো ভাবছেন এটা অনেক ঝামেলার ব্যাপার এত লিরিক খুজবো কখন আর গান শুনবো কখন? না এত সহজে হতাশ হয়েন না। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, গানের লিরিক আপনাকে খুজে বের করতে হবে না। Minilyrics নামের এই ছোট সফটওয়্যারটি গানের লিরিক নিজে নিজেই খুজে বের করবে। আপনি যখন একটি গান প্লে করবেন তখন এটি অটোমেটিক লিরিক খুজে বের করে আপনার স্ক্রিনে তা শো করবে। এছাড়াও গানে যে লাইনটি শিল্পী বলছে ঠিক সে লাইনটির লিরিক বড় করে শো করবে। অর্থাৎ আপনি গানের সাথে গানের কথাও মিল পাবেন।

যে সব প্লেয়ার সাপোর্ট করেঃ

  • · Winamp
  • · Windows Media Player
  • · Foobar2000
  • · Apple iTunes
  • · RealPlayer
  • · Quintessential Player
  • · Musicmatch Jukebox
  • · MediaMonkey
  • · The KMPlayer
  • · JetAudio
  • · Yahoo! Music Engine
  • · J. River Media Center
  • · J. River Media Jukebox
  • · XMPlay
  • · BSPlayer
এছাড়াও সাথে আছে অনেক সুন্দর সুন্দর স্ক্রিন। এটি প্লেয়ার ওপেন করার সাথে সাথে নিজেও ওপেন হবে।

ডাউনলোড লিঙ্কঃ

Minilyrics v7.0.570
সাথে কীজেন ফাইল এবং প্যাচ ফাইল আছে। যেটা দিয়ে খুশি ফুল ভার্শন করে নিন। আর মজার বিষয় হলো ট্রায়াল ভার্শনেরও মেয়াদ শেষ হয় না তবে এত সুবিধা পাবেন না।
কারো কোন সমস্যা থাকলে মন্তব্যে জানান।
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger