আমরা ঠিক করবো Windows7 চালিত Computer টি Host না Guest যেটাই হোক না
কেন পরিবর্তন যেটা করবো সেটা পরে এখন আমরা সরাসরি চলে যাব Control Panel এ
সেখানে দেখতে পাব Network and Sharing Center দেখুন Screen Shoot...
1.
Network
and Sharing Center Open করার পর বামে উপরে লক্ষ্য করুন লিখা আছে Change
adapter setting এটাতে Click করুন আপনার LAN Connection এর Icon দেখতে
পাবেন এটার উপর ডান বাটন Click করুন এবং Properties এ Click করুন।
নতুন
একটা Window পাবেন এটাতে লক্ষ করুন লিখা আছে Internet Protocol Version 4
(PCT/IPv4) এটার উপর Click করুন আর না বুঝলে Screen Shoot দেখুনঃ
2.
3.
এবার Ok করুন ব্যাস কর্ম সারা ।
বিস্তারিত কিছু কথা IP বসানোর window তে ache
IP
address:192.168.0.1 এটা ধ্রুব এটার পরিবর্তন হবে না যদি এটা আপনার Host
Pc হয়, আর যদি Guest Pc হয় তাহলে শেষের 1 এর জায়গায় তাহলে এটা আপনার
Network এর কত নাম্বার Pc সেটা লিখুন যেমন 1 এর স্থানে 2 or 3 or 4 এর পর
Tab Button চাপুন দেখুন ২নং Box এ Subnet mask এর IP আপনাআপনি পূরন হয়ে
গেছে। এটার পরিবর্তন কখনো হবে না, এরপর দেখুন Default gateway এখানে আপনার
যদি Guest PC হয় তাহলে কিছু লিখতে হবে না আর যদি Host Pc হয় তাহলে লিখুন
192.168.0.1 । আর বাদ বাকি preferred DNS server এবং Alternate DNS
server
এর মান ধ্রুব অর্থাৎ সব সময় একই হবে। ধন্যবাদ সবাই কে আর সবাই ভালো থাকবেন।
ConversionConversion EmoticonEmoticon