আমি আপনাদের দেখাবো কি ভাবে ইন্টারনেট শেয়ার করা যায়। একটি মাত্র সংযোগ বা মডেম ব্যবহার করে ইন্টারনেট চালান একাধিক কম্পিউটারে। যদি শুধুমাত্র দুটি কম্পিউটার ইন্টারনেটশেয়ার করতে চান তাহলে একটি ল্যান সংযোগ ক্যাবল থাকলেই চলবে। যদি একাধিক কম্পিউটার ইন্টারনেট শেয়ার করতে চান তাহলে প্রত্যেকটা কম্পিউটার জন্য একেকটা ল্যান সংযোগক্যাবল ও একটি রাউডার বা সুইচ লাগবে। তাহলে আর কথা নয় একে একে কাজ শুরু করা যাকঃ
১. ১ম পিসি হতে ২য় পিসিতে কিভাবে ল্যান কানেকশন করব কিভাবে? ( এক্সপি থেকে এক্সপি)
প্রথমে লক্ষ করুন আপনার পিসিতে ল্যানের ড্রাইভার সেট আপ করা আছে কিনা। যদি না থাকে তাহলে মাদারবোর্ডের সিডি থেকে
প্রথমে লক্ষ করুন আপনার পিসিতে ল্যানের ড্রাইভার সেট আপ করা আছে কিনা। যদি না থাকে তাহলে মাদারবোর্ডের সিডি থেকে
ড্রাইভার সেট আপ করে নিন এবং ল্যান ক্যাবল দিয়ে সংযোগ দিন এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে নেটওয়ার্কিং
কানেকশন সিলেক্ট করুন। এখন আপনার ল্যানের আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন এবং প্রপারটাইজ এ ক্লিক করুন, স্কিনশট
অনুসরন করুনঃ
1.
2.
3.
1.
2.
3.
এবার আপনার মেইন পিসি বা হোস্ট পিসির কাজ শেষ। এখন আপনাকে ২য় পিসিতে কাজ করতে হবে। অনূরুপ
ভাবে আপনার গেস্ট পিসিতে ল্যান এর প্রপারটাইজে যান এবং নিচের স্কিনশট অনূসরন করুন।
4.
4.
এভাবে
আপনার আই পি বসানো শেষ হলে ওকে করুন ব্যাস হয়ে গেল ল্যান নেটওয়ার্কিং।
এবার আরেকটা পিসিতে নেটওয়ার্কিং করার জন্য দরকার একটি সুইচ বা রাউডার যেটির
১ম সকেটের সাথে যুক্ত করতে হোস্ট পিসির ক্যাবল
আর সেখানে বাকি পোর্ট গুলা যুক্ত করুন অন্য পিসির সাথে এবং নিচের স্কিনশট অনুসরন করুনঃ
5.
এভাবে আপনার সুইচে যত পোর্ট থাকবে তত গুলা পিসিতে ল্যান নেটওয়ার্কিং করতে পারবেন। শুধু 3 এর জায়গায় 4,5,6 ক্রমিক এখন দেখাবো কি ভাবে ইন্টারনেট শেয়ার করতে হয়, এ জন্য আপনাকে পূর্বের মত নেটওয়ার্ক
5.
এভাবে আপনার সুইচে যত পোর্ট থাকবে তত গুলা পিসিতে ল্যান নেটওয়ার্কিং করতে পারবেন। শুধু 3 এর জায়গায় 4,5,6 ক্রমিক এখন দেখাবো কি ভাবে ইন্টারনেট শেয়ার করতে হয়, এ জন্য আপনাকে পূর্বের মত নেটওয়ার্ক
কানেকশনে যেতে হবে এবং সেখানে পাবেন আপনি যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করেছেন তার আইকন। সেটার
উপর রাইট বাটন ওকে করুন এবং স্কিন শট অনুসরন করুন।
6.
ওকে করুন আর ব্যাবহার করুন একটি সংযোগে একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহারের মজা।
ওকে করুন আর ব্যাবহার করুন একটি সংযোগে একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহারের মজা।
ConversionConversion EmoticonEmoticon