প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখুন কম্পিউটার ডায়েরিতে

প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখুন কম্পিউটার ডায়েরিতে
প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখুন কম্পিউটার ডায়েরিতে
 
এক দিন যাচ্ছে আর এক দিন আসছে আর এর মধ্য দিয়েই চলছে প্রয়ুক্তির উন্নতি  । প্রায়  সব কিছুরই আধুনিক সংস্করণ তৈরি হয়েছে । যুগের সাথে তাল মিলিয়ে এসেছে আধুনিক ডায়েরি ।  নিত্যদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অনেকেই ডায়েরিত লিখে রাখেন । আজ এমন একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি কষ্ট করে ডায়েরি হাতে না লিখে ; কম্ম্পিউটারে লিখে রাখতে পারবেন । এরকম ভার্চুয়াল ডায়েরি অনেক রয়েছে কিন্তু আমার দেখা ভাল একটি সফটওয়্যার হল :  Pimone Diaryone ।
http://www.mediafire.com/?o8r3f4n2zr5wzwf

Feature

 Customizable interface : সহজেই সফটওয়্যারটির Skin ও Cover পরিবর্তন করতে পারবেন

Multimedia information : DiaryOne software টিতে শুধু লেখার ব্যবস্থায়ই রাখা হয়নি পিকচার, সাউন্ড ,ইমো ইত্যাদি ব্যবহারেরও সুযোগ রয়েছে
Security  : মূ লত এটি একটি পারসোনাল ডায়েরি । এ সফটওয়্যারটি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করতে হয় । তাই যে কেউ এটি অপেন করতে পারবে না । কারণ অপেন করতে হলে পাসওয়ার্ড জানা থাকতে হবে । অর্থাৎ আপনার ডায়েরি থাকবে সম্পূর্ণ নিরাপদ।  বাস্তব ডায়েরির  ইন্টারফেস

এছাড়া আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
http://www.pimone.com/diaryone.htm

সেরা ইসলামিক গান- Lyric

সেরা ইসলামিক গান- Lyric

সেরা ইসলামিক গান- Lyric

 আজকে আমি সবার সাথে একটা জটিল ইসলামিক গান শেয়ার করতে চাই। আমি লাইফ এ যত প্রকার গান শুনেছি তার মধ্যে এই গানটি একটু ভিন্ন ধাঁচের। গানের সুর ও কথা গুলো অসাধারণ। গানটি না সুনে কখনই অনুমান করতে পারবেন না যে গানটি কেমন। আমি এই গ্যারান্টি দিতে পারি যে আমি গানটি একবার শোনার পর দ্বিতীয় বার শোনার জন্য প্লে করবেন। গানটির নাম Praise to the prophet। গানটি গেয়েছেন Zain Bhikha নামক এক আফ্রিকান নাগরিক। গানটির সাইজ মাত্র ৩.৪১ মেগাবাইট। আপনাদের সুবিধার্থে গানটি লিরিক সহকারে মিডিয়াফায়ার লিঙ্কে আপলোড করে দিলাম- :-)

ডাউনলোড করুন এইখান থেকে
http://www.mediafire.com/?45mfsh63g9dijdp

উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিকে ড্রাইভ না খুলার সমাধান

উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিকে ড্রাইভ না খুলার সমাধান
উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিকে ড্রাইভ না খুলার সমাধান

উইন্ডোজের অনেক সমস্যার মধ্যে একটি হলো, ডাবল ক্লিক এ ড্রাইভ না খুলা। যখন আপনি ড্রাইভ এ ডাবল ক্লিক করেন, তখন এটি না খুলে একটি এক্সপ্লোরার ওপেন হয়। এটা সাধারনত autorun.inf ভাইরাস এর কারনে হয়ে থাকে। তবে এটি নিয়ে চিন্তার তেমন কোন কারন নেই। এন্টিভাইরাস ছাড়াই এটা খুবই সহজে সমাধান সম্ভব।


এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন;

আপনার C: ড্রাইভ টিকে পরিস্কার করার জন্য;

১। স্টার্ট > রান এ গিয়ে, টাইপ করুন, cmd এবং Enter বাটন এ প্রেস করুন।

২। টাইপ করুন, cd\ এবং Enter বাটন এ প্রেস করুন।

৩। টাইপ করুন, attrib –r –h –s autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

৪। টাইপ করুন, del autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

এবার আপনার D: ড্রাইভ টিকে পরিস্কার করার জন্য;

১। স্টার্ট > রান এ গিয়ে, টাইপ করুন, cmd এবং Enter বাটন এ প্রেস করুন।

২। টাইপ করুন, cd\ এবং Enter বাটন এ প্রেস করুন।

৩। টাইপ করুন, D: এবং Enter বাটন এ প্রেস করুন।

৪। টাইপ করুন, attrib –r –h –s autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

৫। টাইপ করুন, del autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

আপনার প্রতি টি ড্রাইভ কে পরিস্কার করার জন্য উপরের ধাপ গুলো কে পর্যায় ক্রমে অনুসরন করতে হবে। আপনার কম্পিউটারে  যদি ৪ টি ড্রাইভ থাকে, আপনাকে তবে ৪ বার ধাপ গুলো অনুসরন করে আপনার ৪ টি ড্রাইভ কে পরিস্কার করে নিতে হবে। আপনার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আপনার সব ড্রাইভ এ উপরে বর্নিত ধাপ অনুসারে পরিস্কার করার পরে আপনার কম্পিউটার টিকে একবার রি-স্টার্ট করে দেখুন, আপনার সমস্য সমাধান হয়ে গেছে।

MS office 2007 with Media fire Link

MS office 2007 with Media fire Link
MS office 2007 with Media fire Link

আসসালামুয়ালাইকুম,

সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পোষ্টে,

অনেক দিন আগে MS office 2007 নিয়ে পোষ্ট দিয়েছিলাম,

আজকে সেটার আপডেট হিসেবে ৫০০ মেগাবাইটের সফটির ফুল ভার্শন শেয়ার করলাম

নিচ থকে ডাউনলোড করে নিন এর ৫টি পার্ট

http://www.mediafire.com/?lsvkal798cv7q

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন
এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন

কেমন আছেন আপনারা সবাই? আমি ব্যস্ততার কারনে আগের মত তেমন পোষ্ট করতে পারিনা। তবে আমি কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে আমার পুরনো ইংরেজী টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আজ একটি মজার জিনিস আপনাদের জানাবো। কিভাবে এক ক্লিক এ আপনার সকল ড্রাইভ রিফ্রেশ করবেন? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারকারীরা ইচ্ছে করলেই এক ক্লিক এই কম্পিউটার এর সব ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।

এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ

প্রথমে একটি নোটপ্যাড খুলে এর ভিতর নিচের কোড টি লিখুন:

    Echo Off

    cd/

    tree

    C:

    tree

    D:

    tree

    E:

    tree

    F:

    tree

    G:

    tree

এরপর এটিকে সেভ করুন refresh.bat নামে।

এরপর আপনার সেভ করা ফাইল টি কে ডাবল ক্লিক করুন।

এখানে c,d,e,f , কে কম্পিউটার ড্রাইভ হিসেবে ধরা হয়েছে। আপনার কম্পিউটার এ যদি আরো কোন ড্রাইভ থাকে তবে আপনি ইচ্ছে করলে সেটি নোটপ্যাড এ যোগ করে নিতে পারেন। আজ এত টুকুই। পরে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

মজার একটি সফটওয়্যার Facebook Friend Bomber মাত্র 1.47 MB

মজার একটি সফটওয়্যার Facebook Friend Bomber মাত্র 1.47 MB
মজার একটি সফটওয়্যার Facebook Friend Bomber মাত্র 1.47 MB

আজ আপনাদের সাথে একটি মজার সফটওয়্যার শেয়ার করব যার নাম Facebook Friend Bomber, যারা ফেসবুক  use করে তাদের জন্য অনেক কাজে লাগবে আশা করি।
Facebook Friend Bomber 2.0.1
Facebook Friend Bomber মজার একটি সফটওয়্যার Facebook Friend Bomber মাত্র 1.47 MB
আসুন জেনে নেই এর ফিচার গুলোঃ
    Mass Facebook Amber Alerts (New)
    Mass Facebook Friend Requests
    Mass Facebook Friend Messages
    Mass Facebook Friend Pokes
    Mass Facebook Wall Poster
    100% CAPTCHA Bypass*

এছাড়াও আরও অনেক ফিচার আছে সময়ের অভাবে লিখতে পারলাম না। download করলেই জানতে পারবেন।
এই সফটওয়্যার টির দাম    $ 39.5 dollar
ভয় পাবেন না আমি আপনাদেরকে দিব সম্পূর্ণ ফ্রী।
    Download link : Click here http://www.mediafire.com/?ygimggyt2y0
    Password: www.4-bang.co.cc
    Activate করার জন্য  http://www.mediafire.com/?6nnhi1n49aiuod7 use করুন: Use any one of them.
ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।

কীবোর্ডের কোন কী নষ্ট হলে

কীবোর্ডের কোন কী নষ্ট হলে
কীবোর্ডের কোন কী নষ্ট হলে

বিভিন্ন কারনে কীবোর্ডের নির্দিষ্ট একটি বা একাধীক কী নষ্ট হতে পারে। কিন্তু সেই কী’র যদি বিকল্প কী না থাকে এবং তাহলে কীবোর্ড পরিবর্তন ছাড়া কোন গতি থাকে না। এমতবস্থায় কীবোর্ডের অন্য কোন কী যদি উক্ত নষ্ট হওয়া কী হিসাবে ব্যবহার করা যায় তাহলে কেমন হয়! শার্পকী সফটওয়্যার দ্বারা আপনি চাইলে অন্য যেকোন কীর ম্যাপ পরিবর্তন করে বিকল্প কী হিসাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ কীবোর্ডের কীটি রিম্যাপিং করে উইন্ডোজে সেট করতে হবে। এছাড়াও নির্দিষ্ট কোন কী ইচ্ছামত পরিবর্তন বা নিস্ক্রিয় করে রাখতে পারবেন। মাত্র ২২ (আনজিপ করার পরে ৮৫) কিলোবাইটের উম্মুক্ত, বহনযোগ্য এবং ফ্রি এই সফটওয়্যারটি www.randyrants.com থেকে ডাউনলোড করে নিন। সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত পাবেন www.codeplex.com/sharpkeys এই সাইট থেকে। ধরি আপনার কীবোর্ডের ব্যাকস্পেস বাটনটি নষ্ট হয়ে গেছে। আপনি চাচ্ছেন ডানের কন্ট্রোল কীটিকে ব্যাকস্পেস হিসাবে ব্যবহার করবেন। এজন্য সফটওয়্যারটি চালু করে Add বাটনে ক্লিক করুন। এবার বাম দিকের Map this key (From key) প্যানেল ডানের কন্ট্রোল কীটি নির্বাচন করুন। এবার ডান দিকের To this key (To key) প্যানেল থেকে ব্যাকস্পেস কী নির্বাচন করুন। কী নির্বাচনের সহজ উপায় হচ্ছে প্যানেলের নিচের Type Key বাটনে ক্লিক করে উক্ত কী চাপলে উক্ত কীর নাম চলে আসবে এবার Ok করলেই হবে। কোন কী নিস্ক্রিয় করতে চাইলে ডানের সবচেয়ে উপরে –Turn Key Off নির্বাচন করতে হবে। এবার Ok বাটনে ক্লিক করলে SharpKeys এর তালিকায় যুক্ত হবে। এভাবে আপনি আরো কী যুক্ত করতে পারেন। এখান থেকে পূর্বের সেট করা পরিবর্তন বা মুছে ফেলতে পারেন। সবশেষে রেজিস্ট্রিতে পরিবর্তন সেট করতে Write to Registry বাটনে ক্লিক করে তাহলে একটি ম্যাসেজ আসবে। এবার কম্পিউটার নতুন করে লগইন বা রিস্টার্ট করুন। ব্যাস এবার দেখুন ডানের কন্ট্রোল কী দ্বারা ব্যাকস্পেসের কাজ করুন। এভাবে আপনি আপনার ইচ্ছামত কীবোর্ড নতুন রূপে সাজিয়েও নিতে পারেন।

Photo Resizer নিন একদম FREE । দেরী করলে পাবেন না।

Photo Resizer নিন একদম FREE । দেরী করলে পাবেন না।
Photo Resizer নিন একদম FREE । দেরী করলে পাবেন না
 
নতুন point-and-shoot model এর camera দিয়ে ছবি তোলার মজাই আলাদা। কারণ এর resolution অনেক ভাল। কিন্তু এই ছবি যখন আপনি কোথাও  email  করবেন বা কোন website এ upload করবেন তখন এই ছবি আপনার জন্য হয়ে ওঠে বিশফোড়াঁ ।তাই তখন ছবিগুলো ছোট করা আপনার ফরজ হয়ে পড়ে। Photoshop বা image viewer দিয়ে আপনি ছবিগুলো ছোট করতে পারবেন। কিন্তু সেই কাজটি অনে সময়সাপেক্ষ কারণ Photoshop বা image viewer দিয়ে ছবিগুলো ছোট করতে হয় একটি একটি করে। তাই ্পনাদের কষ্ট দুর করতে নিয়ে এলাম একদম FREE দুইটি Software.
Software টি DOWNLOAD করে নিন এখানে থেকে।
http://imageresizer.codeplex.com/

যে কনো ধরনের পাসওয়ার্ড হ্যাক করুন

যে কনো ধরনের পাসওয়ার্ড হ্যাক করুন
যে কনো ধরনের পাসওয়ার্ড হ্যাক করুন 
(windows,pdf,rar,zip,sql,ms office)
এখন শেয়ার করবো এমন একটি সোফট যেটা ইউস করে যে কনো ধরনের পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। সামনে টিউটোরিয়াল দেয়া হবে এসব নিয়ে। যাই হোক, এই সোফট প্যাক আ পাবেন অনেক কিছু যা নিচে দেয়া হলো। এখানের প্রতিটা সোফট এর সাথে সিরিয়াল কি দেয়া আছে ক্রেক দেয়া আছে।
এখানে কি কি আছে একটু দেখে নেই চলেন:-
1. PDF Password Remover
2. Windows XP Admin Password Remover
3. Zip File Password Cracker.
4. SQL Password Remover
5. Microsoft Office Password Remover.
6. Microsoft Windows Vista Password Remover.
7. Rar File Password Cracker
8. Windows Password Recovery Kit
9. Password Changer.
10. Distributed File Password Recovery..
আরো অনেক অনেক কিছু..
১। ডাউনলোড করুন এখানে ক্লিক করে
http://hotfile.com/
২। আনজিপ করে ইন্সটল করুন
৩। রেজিসটার করুন সিরিয়াল কি দিয়ে যা ভিতরে দেয়া আছে

ভাইরাস দ্বারা কী-বোড অচল হলে কি করবেন???

ভাইরাস দ্বারা কী-বোড অচল হলে কি করবেন???
ভাইরাস দ্বারা কী-বোড অচল হলে কি করবেন???

ট্রোজন হর্সের একটি ভাইরাস হচ্ছে Trojan.Win32.VB.dsu যা আক্রান্ত বেশীর ভাগ কম্পিউটারে acdsee.exe নামে থাকে। এই ভাইরাস কম্পিউটারের কীবোর্ড নিস্ক্রিয় করে দেয়। ফলে সিস্টেম রিস্টোর বা নতুন করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া কোন উপায় থাকে না। তবে রেজিস্ট্রি এডিট করে এই ভাইরাস থেকে বাচা যায় । উইন্ডোজ চালু করার সাথে সাথে যেহেতু ভাইরাসটি কীবোর্ড অচল করে তাই তার লগইন করার পরে ভাইরাসটি চালু থাকে ।এজন্য সাধারন নিয়মে রেজিস্ট্রি এডিট করলে তখনই রেজিস্ট্রি পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ আপনার পরিবর্তন কোন কাজে আসে না। তাই লগইন করার পূর্বেই রেজিস্ট্রি এডিট করে সমস্যার সমাধান করতে হবে। এজন্য প্রথমে উইন্ডোজে লগইন করে C:/WINDOWS/system32, যদি C: এ উইন্ডোজ ইনস্টল করা থাকে) ফোল্ডারে যান। এখানে sethc.exe ফাইলটিকে ব্যাপআপ করুন। অন্য নামে রিনেম করে বা অন্যকোন ফোল্ডারে কপি করে রাখতে পারেন। এখন cmd.exe ফাইলটিকে ডেক্সটপে বা অন্য কোথাও কপি করে sethc.exe নামে রিনেম করুন এবং সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন এবং উইন্ডোজ লগআউট করুন। এরপর Shift কী পরপর ৫বার চাপুন তাহলে command চালু হবে। কমান্ড প্রোম্পটে regedit.exe লিখে enter করুন তাহলে রেজিস্ট্রি এডিটর খুলবে রেজিস্ট্রি এডিটরে HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsShellNoRoamMUICache -এ যান। এখানে C:Windowshelpservices.exe নামের স্ট্রিং ভ্যালুটি মুছে দিন। এরপরে HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindows NTCurrentVersionWinlogon- এ যান। এখানে Shell নামের স্ট্রিং ভ্যালুর উপরে মাউস দিয়ে দুইবার ক্লিক করুন। এখানে Value Data অংশে Explorer.exe রেখে ডানের বাকী তথ্য মুছুন।রেজিস্ট্রি এডিটর ক্লোজ করুন। এবার উইন্ডোজ লগইন করলেই কীবোর্ড ঠিকমত কাজ করবে।সবশেষে ব্যাকআপ রাখা sethc.exe ফাইলটি সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন।

সহজে আপনার হারিয়ে যাও Windows Password পুনরুদার করুন

সহজে আপনার হারিয়ে যাও Windows Password পুনরুদার করুন
সহজে আপনার হারিয়ে যাও Windows Password পুনরুদার করুন

আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট সফটওয়্যার যার নাম Windows Password Remover এই সফটওয়্যার দিয়ে আপুনি সহজে আপনার আপনার হারিয়ে যাও Windows Password রিকভার করতে পাবেন। এখন আর আগের মতোর নতুন করে উইন্ডোজ সেট আপ দিতে হবে না। ৮ এম বি এই সফটওয়্যার টি ডাউনলোড করে সিডি তে বার্ন করে নিন।
যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ Windows Password Remover
http://www.6ybh-upload.com/
Installation Notes
Windows administrator password remover:
1) Burn the iso on a cd.
2) Boot the cd.
3) Wait untill it asks any thing from you (Some time).
4) Remove the password of the admininstrator.
5) Enjoy………

Photo Editing এর softwear collection এবং সংক্ষিণ্ড বর্ণনা…

Photo Editing এর softwear collection এবং সংক্ষিণ্ড বর্ণনা…
Photo Editing এর softwear collection এবং সংক্ষিণ্ড বর্ণনা

ছবি Editing এর জন্য Photoshop ই সেরা । কিন্তু এটি ব্যবহার করা এবং বোঝা সময় সাপেক্ষ ব্যাপার । এটি সম্পূর্নভাবে বুঝতে হলে অভিজ্ঞ কারো সহায়তাও দরকার । তাই আজ আমি এমন কিছু সফটওয়্যারের এর কথা বলব যে গুলো দিয়ে খুব সহজে ছবির উপর বিভিন্ন কাজ করা যাবে এবং এগুলো এই সফটওয়্যার দিয়ে করা খুব সহজ । যা Photoshop দিয়ে করা হয়ত ততটা দ্রুত সম্ভব না ।খুবই দুঃখিত post এর সাথে ছবি যোগ করতে না পারায় ।।
আসুন তাহলে পরিচয় করিয়ে দিই Software গুলোর সাথে …link গুলো কপি করে browser এ paste করুন …

১. Face Smoother (ঝকঝক তকতক করে ফেলুন ছবি ):

এই Software সাহায্যে ছবিকে Smooth/Sharp করা যাবে । যার ফলে ছবি হয়ে উঠবে আরো আকর্ষনীয় ।
ব্যবহার : Software টি ইন্সটল দিয়ে আপনি ছবিটি ওপেন করুন এবং Smooth বাটনে ক্লিক করে ছবিটি চমৎকার করে ফেলুন । এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি কালার বা ইমেজ রি-সাইজ করতে পারবেন ।
Size : 2.38 MB

Download link : www.mediafire.com/?kmyyywdqmnt

২. Picasa-3 (মোবাইল ক্যামেরার ছবিকে উপস্থাপন করুন আরও সুন্দর ভাবে ):

এই Software টি দিয়ে মোবাইলের লো রেজ্যুলেশনের ছবিকে আকর্ষনীয় করে তোলা যায় ।
ব্যবহার : কোন ছবি কে এটি দ্বরা ওপেন করলে তিনটি অপশন দেখতে পাবেন । Basic Fixed,Tuning,Effects
Basic Fixed এর মধ্যে আরও বেশ কিছু অপশন পাবেন যেমন : Crop,Straigthen,Redeye,I’m Feeling Lucky,Auto Contrast,Auto Color,Retouch,Text & Fill Light
Straigthen এই অপশন দ্বারা কোন বাকা ছবিকে নিজের পছন্দ মত সোজা করে নেয়া যাবে ।
I’m Feeling Lucky এই অপশন ক্লিক করলে সয়ংক্রিয় ভাবে ছবির Contrast,Color,Brightness ঠিক হয়ে যাবে ।
Tuning এ বেশ কিছু সুবিধা আছে । যেমন :Fill Light,Highlighuts,Shadows,Ges color Temparature
Effects:
এই অপশন দ্বারা ছবিতে বিভিন্ন এফেক্ট তৈরী করা যায় যেমন-Sharpen, Sapia, B&W, Warmify, Film Grain,Tint,Saturation,Soft Focus,Glow,Filtered B&W,Focal B&W, Ges Graduated Tint

Download link : www.mediafire.com/?2ma22mx4myy (portable link)

Download link : http://www.mediafire.com/?zsouasjdjn5 (non portable)

৩. SWF Text (যে কোন ফরমেটের ছবিকে Flash আকারে রুপান্তর ):

এটি যে কোন ছবিকে Flash আকারে রুপান্তর করার আদর্শ সফটওয়্যার । এটির ব্যবহার খুবই সহজ ,মাত্র এক ক্লিকেই আপনি ছবিকে পারবেন Flash এ রুপান্তর করতে ।
Size : 2.26 MB

Download link : http://www.mediafire.com/?txqx0zgwdgt

4. Easy Image Modifier (ছবিকে আকার দিন নিজের ইচ্ছে মতন ):

মনে করুন কিছু ছবি নেটে আপলোড করবেন বা ইমেল এ কাউকে পাঠাবেন । কিন্তু ছবিগুলো ডিজিটাল বা হাই রেজুলেশনের কোন ক্যামেরা দিয়ে তোলা ,যার সাইজ অনেক বড় । এমনতবস্থায় এই ছবিগুলো আপলোড করতে গেলে প্রচুর সময় লেগে যাবে । কিন্তু Easy Image Modifier দিয়ে এই কাজটা দ্রুত ও সহজে করা যায় এবং মজার ব্যাপার হচ্ছে এটি দ্বারা ব্যাচ বা পুরো ফোল্ডার সহ ছবিকে রি সাইজ করা যায় এবং ইমেজের কোয়ালিটি নষ্ট হয় না শুধু আকার ছোট হবে ।
এজন্য যা করতে হবে Settings >resize>Active resizeing(টিক দিন)>Proportional : Keep Aspect ratio তে টিক দিয়ে দিন ।
Size : 375 KB

Download link : www.mediafire.com/?nkm88ih2b75k3nn

৫. Magic Photo Editor (ছবিকে সাজিয়ে নিন মনের মত করে ) :

ছবিকে মনের মত করে সাজানোর একটি Software হচ্ছে Magic Photo Editor । এটি ব্যবহার অত্যান্ত সোজা এবং এটি দিয়ে আপনি ইচ্ছে মত ছবিকে করে তুলতে পারেন আকর্ষনীয় ।

Size : 4 MB

Downloading Link : www.mediafire.com/?mgdv2ttznna (portable link)

Download link : www.mediafire.com/?mnnlh2jnmmu (Non portable)

6. Sqirlz Water (ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী ):

যারা নিজের ছবিতে এনিমেটেড করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সফটওয়্যার । তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করে ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী করা যায় এবং তা .gif ফরম্যাটে সেভ করে ব্যবহারও করা যায় ।
ব্যবহার :
Software টি Download করে চালু করুন এবং যে কোন একটি ছবি ওপেন করুন ।
Animation tab এ ক্লিক করুন । এবং প্রিভিউ দেখুন । ইচ্ছা করলে রেজুলেশন ইত্যাদি এডিট করতে পারবেন ।
সর্বশেষে Export এ ক্লিক করে ফরম্যাট নির্বাচন করে ছবিটি কম্পিউটারে সেভ করুন ।

Downloading Link : http://www.snapfiles.com/get/sqirlzwater.html

৭. Dream Light Photo Editor(কল্পনার চেয়েও বেশী রং দিন ছবিতে ):

এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে নানা রকমের ইফেক্ট দিতে পারবেন যা কল্পনাকেও হার মানায় । এই সফটওয়্যার এ ১২৫ ধরনের ইফেক্ট আছে । তবে আপনি চাইলে এর চেয়ে বেশী ইফেক্ট দিতে পারবেন ।যেমন আপনি একটি ইফেক্ট দিলেন তার উপর আবার একটি ইফেক্ট দিলেন এভাবেই আপনি হাজারের ও বেশী ইফেক্ট দিতে পারবেন ।
যে সমস্ত ইফেক্ট দিতে পারবেন :
*Preset filter (10 effects)
*Pencil drawing filter(10 effects)
*Light Filter(10 effects)
*Amazing Filter(10 effects)
*Dream Filter(10 effects)
*Weather Filter(10 effects)
*Star Filter(10 effects)
*Art Filter(10 effects)
*Gradient Filter(10 effects)
*Color Filter(10 effects)
*Texture Filter(10 effects)
*Edge Filter(10 effects)

Downloading Link : http://download.cnet.com/3001-2192_4-10595126.html?spi=524376a421c98657265d094240185294

৮. Face off Max (একজনের মাথা কেটে আরেক জনের মাথা লাগান )

এই সফটওয়্যার দিয়ে একেক জনের মাথা কেটে আরেক জনের মাথা কেটে লাগানো যায় । ব্যবহার খুবই সহজ । শুধু ছবি যোগ করে Next করে দলেই কাজ শেষ । শুধু মাথা না text & Ballon যোগ করতে পারবেন ।
নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং এর সাথে ক্রাক কী দেয়া আছে যা দিয়ে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিতে পারবেন ।

Downloading Link : www.mediafire.com/?ue3udn6jh16y5da

৯.Photo Shine : (ছবিকে আরও আকর্ষনীয় করে তুলুন ।)

এটি দিয়ে ছবিকে আরও দারুন করে তোলা যায় । এতে রয়েছে ৯ টি টুল । যা ব্যবহার করে ছবিতে দারুন সব ইফেক্ট দেয়া যায় ।
Size : 29 MB

Downloading Link : http://www.brothersoft.com/photoshine-download-211203.html

১০. Twisted Brush pro Studio : সহজেই করুন আর্ট

আর্ট প্রেমীদের জন্য অসাধারন একটি Software হচ্ছে Twisted Brush pro Studio V 17.00
এই Software দ্বারা মোটামুটি আর্ট শেখা সম্ভব । তবে যাদের আর্ট সম্পর্কে বিন্দু মাত্র ধারনা নেই তারা এই সফটওয়্যার দ্বারা আর্ট করতে পারবেন । এতে আছে বিভিন্ন ইফেক্ট এর মাধ্যমে Hand Printed art work এর দ্বারা একজন শিল্পির মতই উপস্থাপন করতে পারবেন ।
সফটওয়্যারটিতে Natural Me Art tool ফিচার রয়েছে ,যেমন Oils,acrylics,pastel,charcoal ইত্যাদি । ৫০০ Brush Feefct আছে এতে । এছাড়াও Photoshop এর মত layer,realistic,Media,photo cloning,tracing,masks,particles,filters ইত্যাদি রয়েছে ।

Size : 17 MB

Downloading Link : http://www.pixarra.com/downloads/tbrusha.exe

১১. Ashampoo Photo Optimizer (ঘোলা ছবি নিমেষেই পরিস্কার করুন )

আমরা অনেক সময় অনেক বেখেয়ালে অনেক ছবি তুলি যা পরে দরকার হয়ে পড়ে । বেখেয়ালের জন্য দেখা যায় ফবি ঘোলা বা অপরিস্কার আসে । সেক্ষেত্রে আমরা Ashampoo Photo Optimizer সফটওয়্যারটা ব্যবহার করতে পারি । এটি দিয়ে আমরা নিমেষেই ঘোলা ছবি পরিস্কার করতে পারি ।

Size : 3 MB

Downloading Link : www.mediafire.com/?1qz89q1kedd9sm9

১২. Passport Photo Studio (মাত্র কয়েক ক্লিকেই তৈরী করুন পাসপোর্ট সাইজ ছবি )

অনেক সময় Official কাজের জন্য পাসপোর্ট সাইজ ছবি দরকার পড়ে । হয়ত কোন সময় ব্যাস্ত থাকি বা কোন কোন সময় স্টুডিও থাকে বন্ধ । আবার অনেকের মাপ জানা থাকে না এবং একই সাথে অনেকেই PhotoShop দিয়ে ছবি পাসপোর্ট সাইজ করে কাটতে পারে না । তাদের জন্য এই কাজটি সহজ করে দিয়েছে Passport Photo Studio.এর জন্য আপনাকে প্রথমে ছবি তুলতে হবে । আপনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা বা যে কোন ক্যামেরা দিয়ে ছবিটি তুলে আপনার পিসিতে নিন । পরে Passport Photo Studio সফটওয়্যাটি চালু করে ছবি এর মধ্যে ড্রাগ করুন এবং মাউস দিয়ে মাপটা সিলেক্ট করে নিন মানে কতটুকু অংশ নিবেন তা দেখিয়ে দিন । পরে সেভ করুন এবং প্রিন্ট করুন প্রিন্টারে অখবা পেন ড্রাইভে করে নিয়ে যান ল্যাব এ ।

Downloading Link : www.mediafire.com/?vnnjjziyzmm

১৩. Black Magic Pro রঙ্গিন করে তুলুন সাদা কালো ছবিকে )

আমাদের বাসায় হয়ত খুজেলে সোনালী স্মৃতির সাদা কালো ছবি মিলবে । আমরা চাইলে এক নিমেষেই এই ছবি গুলোকে রঙ্গিনে রুপ দিতে পারি । এর জন্য দরকার হবে Black Magic Pro.যা দিয়ে নিমেষেই রঙ্গিন করে তুলতে পারি সাদা কালো ছবিকে । এতে আরও অনেক টুলস আছে যা দ্বারা ছবিতে আরও ইফেক্ট লাগাতে পারি ।
আমাদের দেশের অনেক স্টুডিও তে এই সফটওয়্যার দ্বারা ছবিকে রঙ্গিন করা হয় ।

Downloading Link : www.mediafire.com/?su72cxuw5j79wg9

১৪. AMS Software Photo Effect Studio(50 টিরও বেশী ইফেক্ট দিয়ে ছবি করে তুলুন অসাধারন )

ছবিকে আরও বেশী আকর্ষনীয় করে তোলা যায় এই সফটওয়্যার দিয়ে । আছে ৫০ টি টুলস ইফেক্ট । যা দিয়ে আপনি করতে পারেন আপনার ছবিকে ভিন্ন আউটলুক ।
যে সমস্ত ইফেক্ট আছে এই সফটওয়্যারে
*Intuitively clear user interface
*Processing and scenery of photos
*More than 50 built in standard and original effects
*Change of the size, brightness, contrast, a saturation, colors etc
*Imposing various in a photo, including traditional and original
*The instant preview of effect before its application
*The press of ready images on the printer

Downloading Link : www.mediafire.com/?yzjnmmmyjai

১৫. Nature Illusion studio Professional (জীবন্ত করে ফেলুন স্থির চিত্র কে )

মনে করুন ঝর্নার পাশে দাড়িয়ে ছবি তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে ঝর্নার পানি স্তির ,পানি পড়ছে না । যদি এমন ভাবে দেখা যেত যে পানি কলকল শব্দে পড়ছে , সাথে পাখি উড়ছে ,প্রজাপতি নড়ছে ; তাহলে কেমন হতো ? হ্যা এই সব কিছু আপনি যোগ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে ।
এছাড়াও আরো অনেক ইফেক্ট যোগ করার মাধ্যমে ছবিকে করে তুলতে পারবেন জীবন্ত ।
তাছাড়া ছবিকে .Exe,screen saver,avi,,gif ইত্যাদি ফরম্যাট দিতে পারবেন ।

Downloading Link : www.mediafire.com/?umzm4kxzdmj (portable)

Download link : www.mediafire.com/?mzjynlumojj ( non portable)

১৬.Inpain (ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ)

অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দ ছবি তুলি যা দেখতে খুব সুন্দর হয় । হয়ত মাঝে মাঝে ছবিতে অনেক অংশ থাকে যা না থাকলে ছবি হয়ত আরও সুন্দর হতো । এসব অপ্রয়োজনীয় অংশ আমরা এই সফটএয়্যার দিয়ে সহজেই মুছ ফেলতে পারি । সফটওয়্যারটি ব্যবহার করা অত্যান্ত সোজা ।

Download link : www.mediafire.com/?2xzmhxnxzy1

১৭.Image Resizer (দ্রুত ছবি বা ইমেজ কে রিসাইজ করুন)

অনেক সময় মেইল বা ফেসবুক বা মেসেঞ্জার এ ছবি আপরোড করার দরকার পড়ে এক্ষেত্রে ছবির সাইজ যদি বড় হয় তাহলে বিপাকে পড়তে হয় । বিশেষ করে যদি ভালো কোন ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা হয় তাহলে ছবির সাইজ অকনক মেশী হয় । সেক্ষেত্রে ছবি ছোট বা রিসাইজ করার দরকার পড়ে যা আমরা খুব সহজে এবং দ্রুত এই সফটওয়্যার দিয়ে করতে পারি ।
ব্যবহার
যে ছবিকে রিসাইজ করবেন তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Resize > Pictures এ ক্লিক করুন ।
এবার চারটি অপশন দেখতে পাবেন । এখান থেকে যে কোন একটিকে সিলেক্ট করুন পরে OK করুন । আপনি চাইলে Advanced>customize দিয়েও নিজের ইচ্ছে মত ছবি কে আকার দিতে পারবেন ।

Size : 351. KB

Downloading Link : www.mediafire.com/?0znbj2ozny4

১৮. Virtual Hair style Fab (বিউটি পার্লার এখন আপনার কম্পিউটারে )

সফটওয়্যার টি দিয়ে ছবিতে নানা রকমের অপশন যোগ করা যায় । বিশেষ করে পার্লারের সাজ সজ্জা ।
এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে ঠোট ,ভ্রু ইত্যাদি সুন্দর করতে পারবেন ।
এছাড়া পছন্দমত চুল , হেয়ার স্টাইল ,চশমা,কানের দুল ,গযনা , মাথার ক্যাপ,পোশাক এমন ক জুতা সহ যোগ করতে পারবেন ।

Size : 19 MB

Downloading Link : www.mediafire.com/?j3wyael0k2m

১৯. Photo Art Studio (ছবি এডিটিং এর অসাধারন একটি সফটওয়্যার)

অনেক ধরনের ইফেক্ট রয়েছে ছবিটিতে । যা না ব্যবহার করলে বুজবেন না । অনেক সব ইফেক্ট দ্বরা ছবিকে করে তুলতে পারবেন চমকপ্রদ ।

Download link : www.mediafire.com/?hzmghwfte5y (portable)

Download link : www.mediafire.com/?mvtgqezldkv (non portable)

২০.framephotoeditor দুটি ছবিকে একত্র করুন ।

এই সফটওয়্যারটি দিয়ে দুটি ছবিকে একটি ছবিকে রুপান্তর করতে পারবেন ।
যে কোন বিখ্যাত ব্যাক্তির সাথে লাগাতে পারবেন আপনার ছবি ।

Download link : http://www.framephotoeditor.com/

২১.Photo Shop : ফটোশপ নিয়ে আমার কিছু বলার নেই । এর সম্বোদে আপনাদের ধারনা আছে । তবে লউ কনফিগারেশন চলার মত শেয়ার করব । যারা পি-৩ বা পি-৪ কম রেম ব্যবহার করেন তাদের কাজে লাগবে ।
পোর্টেবল মাএ -৩০ মেগা বাইট ।

Download link : www.mediafire.com/?njdlnjgv1oa

খুবই দুঃখিত post এর সাথে ছবি যোগ করতে না পারায় .।।।। ভাল থাকবেন ।।

ছোট্ট একটি বিষয় যা কেউ তেমন একটা খেয়াল করিনি

ছোট্ট একটি বিষয় যা কেউ তেমন একটা খেয়াল করিনি
ছোট্ট একটি বিষয় যা কেউ তেমন একটা খেয়াল করিনি

আমরা যারা আমাদের গোপনীয় ফাইল গুলো পাসওয়ার্ড দিতে পছন্দ করি , তারা হয়তো পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি নিদিষ্ট software use করি। কিন্তু পেন ড্রাইভ বা অন্য কোন মাধ্যমে যখন আমরা সেই গোপনীয় ফাইল গুলো অন্য কোন পিসিতে  এনে open করার চেষ্টা করি, তখন সেই পাসওয়ার্ড দেওয়ার software টি সেখানে না থাকার কারনে লক করা ফাইলটি হয়তো ওপেন করতে পারিনা । এমন সমস্যায় কেউ পরেছেন কিনা বলতে পারবো না ঠিক। তবে আমি এমন সমস্যায় বেশ কয়েকবার পরেছি। অথচ আমরা windows এর সাথে থাকা zip option দিয়েই লকের কাজটি সেরে ফেলতে পারি। যা যেকোনো পিসিতেই বাড়তি কোন software ছাড়ায় লকের কাজটি করবে।
চলুন দেখি কিভাবে…
১. আমি আমার Desktop এর finale নামক image file টি লক করবো।
২. ফাইলটির উপর রাইট ক্লিক করলাম এবং  Send to  >  Compressed (Zipped ) folder করে জিপ করলাম।
৩. finale নামক একটি জিপ ফোল্ডার তৈরী হলো
৪.এবার জিপ finale.zip ফাইলে ডবল ক্লিক করে ঢুকবো এবং ফাঁকা জায়গায় Right Click করবো। এবং এখানে add  a password এ ক্লিক করে image টির জন্য password সেট করবো।
৫. এবার দেখুন জিপ করা ফোল্ডারের ভেতরকার ছবিটি open করতে গেলে password চাইছে।
৬. এবার এ লকটি যেকোনো পিসি তে আপনার ফাইলটি view protect করবে।

(বি:দ্র:- যারা WinRar  ইনস্টাল করেছেন , তারা এ কাজটি করতে হলে প্রথমে
WinRar open করে > Options> settings> Integretion Tap এ গিয়ে Association with  থেকে ZIP টিক মার্কটি তুলে দিন)

উইন্ডোজ এক্সপির ৩০টা হিডেন সফটওয়্যার

উইন্ডোজ এক্সপির ৩০টা হিডেন সফটওয়্যার
উইন্ডোজ এক্সপির ৩০টা হিডেন সফটওয়্যার

আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের টিউনে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি সফটওয়্যার নিয়ে এসেছি। সফটওয়্যারটি Thunder XP. এতে রয়েছে ৩০টি হিডেন সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আপনি সহজে দেখেবেন না। সফটওয়্যারটি তৈরি করেছেন Thunder Hacker (Bangladesh Cyber Army).  এটি তৈরি করেছে। আমিও অবশ্যই Bangladesh Cyber Army সদস্য। যাক নিচে একটি স্ক্রীণশর্ট দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এক্ষুনি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক
http://www.mediafire.com/
সবাই্কে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…

এবার গান শুনুন মজায় । লিরিক্স ত আছেই । নতুন ভার্সন

এবার গান শুনুন মজায় । লিরিক্স ত আছেই । নতুন ভার্সন
এবার গান শুনুন মজায় । লিরিক্স ত আছেই । নতুন ভার্সন

হ্যাঁ বন্ধুরা । আপ্নারা এর আগে মিনিলিরিক্স এর টিউন ত পাইছেন । নতুন করে কি বলব । এবার নতুন ভার্সন নিয়া আসছি । ইন্সটল দিলে সব প্লেয়ার অটো পাবে (যেগুলো ইন্সটল করা আছে) । তারপর জেকন প্লেয়ার ওপেন করলে মিনিলিরিক্স অটো অন হবে । মিনিলিরিক্স এর view ট্যাব এ floating lyrics এ ক্লিক করুন । বাছ । এবার গান বাজলে লিরিক্স আশবে অটো । না আসলে মিনিলিরিক্স ওপেন করে ctrl+d চাপুন বা search lyrics এ ক্লিক করুন । তারপর নাম লিখে সার্চ দিন । সবচে বেশি ডাউনলোড করা লিরিক্স নামাবেন । আর রেটিং দেখে নিবেন । গানের নাম ঠিক করে লিখবেন । আর্টিস্ট এর নাম দিলে ভাল হবে  ।
ডাউনলোড লিংক
http://www.mediafire.com/

সাড়ে ৪ হাজারের বেশি English Song Lyrics ডাউনলোড করুন

সাড়ে ৪ হাজারের বেশি English Song Lyrics ডাউনলোড করুন
সাড়ে ৪ হাজারের বেশি English Song Lyrics ডাউনলোড করুন

আপনারা যারা English গান এর ভক্ত তারা অনেকেই সেই গানটাকে ভালভাবে বুঝতে বিভিন্ন সাইটে Lyrics খোজেন। আমি আপনাদের এই কাজটাকে আরো সহজ করে দিতে চেষ্টা করেছি। আমার সংগ্রহে সাড়ে চার হাজারের বেশি English Song Lyrics আছে। সেই ফোল্ডারটা -ই আপনাদের সাথে শেয়ার করছি। আপনি এখানে প্রায় সব জনপ্রিয় শিল্পী/ ব্যান্ডের গানের লিরিক্স পাবেন আশা রাখি। জিপ ফাইলটি Extract করলে যে ফোল্ডারটি পাবেন তার ভিতরে A , B, C… থেকে… Z পর্যন্ত শিল্পী/ব্যান্ডের নামের তালিকা পাবেন।
জিপ ফাইল সাইজ : ১৬.২ মেগাবাইট।
রিজিউম সাপোর্ট ডাউনলোড লিংক
http://www.mediafire.com/

USB পেন ড্রাইভ থেকে Windows XP সেটাপ করুন

USB পেন ড্রাইভ থেকে Windows XP সেটাপ করুন
USB পেন ড্রাইভ থেকে Windows XP সেটাপ করুন

windows xp usb logo USB পেন ড্রাইভ থেকে Windows XP সেটাপ করুন আমাদের প্রাইয় কম্পিউটারে windows setup করার প্রয়োজন হয়। কিন্তু CD/DVD রম না থাকায় বা নষ্ট হয়ে যাওয়ার কারনে বিশেষ করে ল্যাপটপ এর ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। আর এই ধরনের ঝামেলা হতে মুক্তি পাওয়ার জন্যেই আমার এই প্রচেষ্ঠা।
এজন্য নিচের লিংক থেকে USB_MultiBoot_10.zip সফ্যটটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে তা আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার দেখা যাবে। এবার একটা পেন ড্রাইভ (নূন্যতম ১ জিবি খালি থাকতে হবে) আপনার পিসিতে সংযুক্ত করুন।
USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 লেখা একটা ফাইল থাকবে তা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে এখানে এন্টার দিন। এবার Enter your choice: লেখা আসবে এখানে P লিখে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি ফরম্যাটের জন্য অপশন আসবে এখানে প্রথমে Start >> Yes >> Yes >> OK >> এবং শেষে Close দিন।
সিডিরমে Windows XP সেটাপ সিডি প্রবেশ করান। এক্সপি সেটাপ অটোরান হবে তা বন্ধ করুন। Enter your choice: এ 1 লিখুন ও এন্টার দিন। এক্সপি সেটাপ সিডিটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করে OK দিন। Unattended Install এর একটা অপশন আসলে Yes দিন।
এবার নিচের তথ্য গুলা চাইবে সেগুলো আলাদা ভাবে দিয়ে OK করতে হবে।
-> Owner Name চাইলে ইচ্ছামত একটা নাম দিন। উদাহরন- 13rb
-> Organization Nmae চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের/ইচ্ছামত একটা নাম দিন যেমন- ABCD
-> Product Key চাইলে এক্সপির সিরিয়াল নাম্বার যেমন- xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx
-> Computer Name এ আপনার কম্পিউটারের জন্য একটা নাম দিন যেমন- SANJIT-PC
-> Administrator Password চাইলে এখানে আপনার ইচ্ছামত Password দিন (২বার দেওয়া লাগতে পারে)।
-> Time Zone চাইলে 205 দিতে পারেন, এটা যদিও GMT+07:00 এর জন্য কারণ GMT+06:00 এখানে নেই তাই পরে ঠিক করে নিতে হবে।
-> Workgroup Name চাইলে WORKGROUP লিখতে পারেন বা আপনার পছন্দমত।
-> User Name চাইলে আপনার পছন্দমত একটা User Name দিন। যেমন SANJIT
যেসব তথ্য দিয়েছেন তা দেখাবে। ঠিক থাকলে OK ক্লিক করুন। Enter your choice: এ 2 লিখে এন্টার দিন। এবার যে বক্সটি আসবে তার মধ্যে আপনার পেন ড্রাইভটি সিলেক্ট করে OK দিন।
Enter your choice: এ 3 লিখে এন্টার দিন। এখন XP CD হতে Pen drive এ ফাইল কপি হওয়া শুরু হবে, কিছুক্ষন অপেক্ষা করুন। Copy XP Source লেখা একটি মেসেজ আসলে Yes করে ১০- ১৫ মিনিট অপেক্ষা করুন।
Press any key to continue . . . লেখা মেসেজ প্রদশির্ত হওয়া মানেই বুঝবেন WINDOWS XP সমৃদ্ধ Bootable Pendrive আপনি সফলভাবে তৈরী করতে পেরেছেন. এখন Enter চাপুন ফলে Window টি বণ্ধ হবে ।
Note: Setup শুরু করার আগে বায়োস (BIOS) সেটিংস থেকে First Boot Device হিসেবে Boot from USB বা Boot from USB HDD এই ধরনের কথাটি সিলেক্ট করতে হবে।সেটাপের সময় যা খেয়াল রাখতে হবে, প্রথমবার উইন্ডোজের ডেস্কটপ না আসা পর্যন্ত পেন ড্রাইভটা খুলা যাবে না। অনেকের পিসিতে সেটাপ চলাকালীন প্রথম রিস্টার্টের পর hal.dll এর একটা এরর আসতে পারে, সেক্ষেত্রে পিসিকে পেন ড্রাইভ থেকে বুট করে বুট মেন্যুতে "2. and 3. Continue with GUI Mode Setup Windows XP + Start XP from HD 1" সিলেক্ট করে এন্টার দিতে হবে।
এখান থেকে ডাউনলোড করুন
(মিডিয়া ফায়ার লিংক)
http://www.mediafire.com/file/zor1bj2974gu40n/USB_MultiBoot_10.zip
সমস্যা হলে এখানে লিখতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব।

 ***
আমার pendrive তো পাইতেসে না 
উপরে উল্লেখিত সবকিছু যদি ঠিকমত করতে পারেন তহলে কোন সমস্যা হওয়ার কথা না। কারণ এটা ১০০% পরীক্ষিত (আমি নিজেও এ পদ্ধতিতে XP Setup করি। আমার মনে হয় আপনার বায়োস সেটিংস এ সমস্যা হয়েছে। এ পদ্ধতিটি ব্যাবহার করে আপনি যেকোন কম্পিউটারে বসেই আপনার পেনড্রাইভটিকে Windows Xp সমৃদ্ধ Bootable Pendrive এ রুপান্তর করতে পারবেন কিন্তু যে কম্পিউটারে এই Pendrive টি ব্যবহার করে XP Setup করতে চান সেটার বায়োস অবশ্যই USB Boot সার্পোটেড হতে হবে এবং First Boot Device হিসাবে আপনাকে Boot from USB বা Boot from USB HDD বা Boot from USB Flash Drive এই ধরনের অপশনটি সিলেক্ট করতে হবে (Mother Board ভেদে ভিন্ন হতে পারে)। এজন্য F2 / DEL (যেটি প্রয়োজন) চেপে বায়োস এ প্রবেশ করুন তারপর Advanced Bios Settings এ পেয়ে যাবেন আশা করি। ধন্যবাদ।

সারা জীবন ফ্রী ব্যবহার করুন মাইক্রোসফট অফিস ২০১০ বা ২০০৭ অথবা ২০০৩

সারা জীবন ফ্রী ব্যবহার করুন মাইক্রোসফট অফিস ২০১০ বা ২০০৭ অথবা ২০০৩
সারা জীবন ফ্রী ব্যবহার করুন মাইক্রোসফট অফিস
২০১০ বা ২০০৭ অথবা ২০০৩

মাইক্রোসফট অফিস ২০১০ বা ২০০৭ অথবা ২০০৩ এর যে কোন এডিশন ব্যবহার করুন সারা জীবন ফ্রি। আমরা মোটামুটি সবাই মাইক্রোসফট অফিস ২০০৭ ও ২০০৩ লাইফটাইম ফ্রি ব্যবহারের পদ্ধতি আয়ত্ব করে ফেলেছি।আপনারা ভাবছেন ২০১০ থাকতে আবার ২০০৭ বা ২০০৩ এর দরকার কি? আসলে একটিভেটর পদ্ধতিটা একই। যার যা প্রয়োজন তিনি সেটা ব্যবহার করবেন। মাইক্রোসফট অফিস ২০১০ ইনষ্টল নিয়ে অনেক অনেক টিউন থাকার পর ও লিখতে বসলাম।আমি থেকে এমন অনেক একটিভেটর ব্যবহার করার চেষ্টা করে গতকাল পর্যন্ত সফল হই নাই। আমার টা ও সব পিসি বা অপারেটিং সিষ্টেমে সফল হবে তার কোন গ্যারান্টি নাই,তবে সফল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। ২০১০, ২০০৭, ২০০৩ সব ভার্সনে ইনষ্টলেশন পদ্ধতি ও একটিভেটর একহওয়ায় আমি শুধু ২০১০ ইনষ্টল নিয়ে আলোচনা করবো। আসুন আমরা একটা মাত্র একটিভেটর ব্যবহার করে সফল হওয়ার চেষ্টা করি।
আপনার পিসি বা সিডি/ডিভিডি তে যদি অফিস ২০১০ থেকে থাকে তবে তা পিসিতে ইনষ্টল করুন।না থাকলে মাইক্রোসফট ওয়েব সাইট এর এই লিংক[মাইক্রোসফট অফিসhttp://office.microsoft.com/]এ প্রবেশ করুন।
মাইক্রোসফট অফিস ২০১০ এর যে কোন এডিশনের ট্রাই ইট ফ্রি তে ক্লিক করুন।তারপর ট্রাই ফ্রি ফর ৬০ ডেজ এ ক্লিক করুন। ভাষা সিলেক্ট করুন। ট্রাই নাউ এ ক্লিক করুন।আপনার হটমেইল বা লাইভ এর মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। হটমেইল বা লাইভ এর আইডি না থাকলে ক্রিয়েট করে প্রবেশ করুন। মাইক্রোসফট অফিস অমুক এডিশন ট্রায়াল দেখাবে। সিরিয়াল নং পাবেন। সিরিয়াল নং কপি করে সংরক্ষণ করুন। যা ইনষ্টল এর সময় লাগবে।ডাউনলোড নাউ এ ক্লিক করুন।ডাউনলোড করা শেষ হলে ইনষ্টল করুন।ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যে কোনটা ওপেন করুন। ফাইল থেকে হেল্প এ ক্লিক করুন দ্বিতীয় কলামের উপরে মাইক্রোসফট অফিস লেখার নিচে আপনার অফিসটা ৬০ দিনের ট্রায়াল ভার্সন দেখবেন এবং টাস্ক প্যানেলেও দেখবেন মাইক্রোসট ওয়ার্ড বা অমুক ট্রায়াল।এবার মিডিয়া ফায়ার এর এই লিংক [একটিভেটর ডাউনলোড লিংকhttp://www.mediafire.com/] থেকে একটিভেটর টি ডাউনলোড করুন।আপনার উইন্ডোজ যে ড্রাইভে ইনষ্টল করা সে ড্রাইভে প্রবেশ করুন। ৬৪ বিট অপারেটিং সিষ্টেম ও অফিস ২০১০ সফটওয়্যার টি ৬৪ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস এ যান, অফিস ২০১০ সফটওয়্যার টি ৩২ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস (x86) এ যান। ৩২ বিট অপারেটিং সিষ্টেম ও অফিস ২০১০ সফটওয়্যার টি ৩২ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস এ যান।মাইক্রোসফট অফিস এ যান ডাউনলোড করা একটিভেটর ফাইলটি এখানে পেষ্ট করুন।একটিভেটর এর উপর দুই বার ক্লিক করুন। এক্সট্রাক্ট করুন।দুইটি ফাইল পাবেন। এর মধ্যে অফিস ২০১০ টুলকিট এ দুই বার ক্লিক করুন। ইজেড-একটিভেটর এ ক্লিক করুন ও কিছু সময় অপেক্ষা করুন।একটিভেটর সাকসেস লেখা আসবে, ক্লোজ করুন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যে কোন একটি চালু করুন।ফাইল থেকে হেল্প এ যান দ্বিতীয় কলামে মাইক্রোসফট অফিস এর নিচে লেখা আসবে প্রোডাক্ট এ্যাকটিভেটেড।
[ইন্টারনেট সংযোগ থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে ইনষ্টল করলে কোন রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে]

ফ্রি দেশী সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড দিন যে কোন প্রোগ্রামে বা ইউএসবি পোর্টে

ফ্রি দেশী সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড দিন যে কোন প্রোগ্রামে বা ইউএসবি পোর্টে
ফ্রি দেশী সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড দিন 
যে কোন প্রোগ্রামে বা ইউএসবি পোর্টে


কখনো কি এরকম দেখেছেন- ভাইরাস আপনার কাছে পারমিশন চাচ্ছে যে সে আপনার কম্পিউটারে হামলা চালাবে কিনা? কি! পারমিশন দেবেন তখন? নিশ্চয় এমন অভিজ্ঞতা আছে যে আপনার কোন একটা পিসিতে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে বিধায় আপনি চান এটিকে ভাইরাস ফ্রি রাখতে। আপনি যথেষ্ট সচেতনও বটে বিধায় খুব সাবধানেই পেন ড্রাইভ ব্যবহার করেন কিন্তু প্রায়শই কোন নবীশ ইউজার যেকোন ক্রমেই পেন ড্রাইভ থেকে অনভিজ্ঞতা বশত ভাইরাস ছড়িয়ে দিয়ে আপনার সিস্টেমের বারোটা বাজিয়ে দেয় এমনকি আপনার কোন দরকারী ডকুমেন্টসও হয়তো চুরি করে নিয়ে যাচ্ছে পেনড্রাইভে করে।
এতো গেলো সিকিউরিটির কথা আবার এমনো অভিজ্ঞতা নিশ্চয় আছে যে আপনার অফিসে হয়তো এন্টিভাইরাস আপডেটের জন্য নেটের লাইন লাগিয়ে রেখেছেন কিন্তু এর অপব্যবহার করছে কোন কর্মী সারাদিন ফেসবুকে গেমস খেলে কিংবা তার কাজ খেলে সারাদিন ধরে তাস (হার্টস) খেলে। মাত্র সকাল বেলা পিসিটা ঠিকঠাক করলেন নতুন উইন্ডোজ সেটআপ দিয়ে বিকেলে এসে দেখছেন যত্তোসব হাবিজাবি ইনষ্টল করে সেই আগের অবস্থা।
এ ধরনের সমস্যা মোটেও নতুন কিছু নয় এবং এগুলো সমাধান করার জন্য অনেক ধরনের সফটওয়্যার (যেমন ডিপ ফ্রিজ)পিসিতে ইনষ্টলও করা আছে কিন্তু তারপরও কিছু সমস্যা যেনো থেকেই যাচ্ছে। আমি নিজেও একসময় কর্পোরেট পর্যায়ে ডিপ ফ্রিজ ব্যবহার করতাম কিন্তু এটি দিয়ে ডাটা চুরি ঠেকাতে পারিনি। আবার এটি সবসময় সিস্টেমে রান থেকে রিসোর্স ব্যবহার করতে থাকে।
যদি এই সব সমস্যার সমাধান মাত্র ৮৮ কেবি একটি পোর্টেবল সফটওয়্যার দিয়ে সল্ভ করা যায় তাহলে নিশ্চয় মন্দ হয়না। যেটি কিনা আবার তার নিজের কাজ ব্যতীত কখনোই সিস্টেমে ভিজিবল বা ইনভিজিবল কোন মোডেই রান থাকবেনা।ইতিহাসটা একটু লম্বা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। কর্পোরেট পর্যায়ে ব্রডকাষ্ট নিয়ে কাজ করছি সুদীর্ঘ সময় ধরে কিন্তু আমার পেছনে ফেলে আসা ফিল্ড হচ্ছে আইটি তাই নিয়মিতই আইটি বিভাগের কর্মীদের সাথে আলাপচারিতা হয় তাদের বিভাগের সুবিধা অসুবিধা সম্পর্কে। আমার অফিসে যারা কম্পিউটার ব্যবহার করে তারা প্রায় মোটামুটি সবাই কম্পিউটারের দক্ষ ব্যবহারকারীই বলতে পারি। কিন্তু এই দক্ষতাকে তারা অপব্যবহার করতেও সমান তালে দক্ষ।অনেক সময় তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে ব্যবহার করে আবার অনেক সময় কাউকে বিপদে ফেলার জন্য অথবা কোন কাজকে দেরী করিয়ে দেয়ার জন্য করে। এদের এই অতিদক্ষতার কাছে আইটি বিভাগ সারাদিন অকারণে দৌড়ের উপর থাকতে হয়।একটা সিস্টেম ঠিক করার সাথে সাথে আরেকটা নষ্ট করে (করিয়ে) বসে থাকে। আর পেন ড্রাইভের দৌরাত্মতো আছেই। আমাদের অফিসে অনেক সংবেদনশীল ডাটা (ভিডিও ফুটেজ) নিয়ে কাজ করা হয় যা সম্প্রচারের আগে বাইরে প্রকাশ ঝুঁকিপূর্ণ এবং বড় ধরণের ক্ষতির কারণও হতে পারে। কিন্তু পেন ড্রাইভের অপব্যবহারে এই অতিদক্ষরা সুক্ষ্মভাবে চুরিবিদ্যা এখানে প্রয়োগ করে থাকেন। তাদের ঠেকাতে গিয়ে আইটি বিভাগ প্রতিদিনই গলদঘর্ম। যাইহোক আইটি এ সমস্যা থেকে উত্তরণ পাবার জন্য অনেক কিছুরই ব্যবহার করেছে কিন্তু কোন সিকিউরিটিই ষ্ট্যাবল হয়নি।কারণ যে সিস্টেমগুলোর (ভিডিও এডিটিং প্যানেল) ব্যাপারে কথা হচ্ছে সেগুলোর মুল শর্ত হচ্ছে কোন প্রকার রিসোর্স হাঙরি এপ্লিকেশন রান করানো যাবেনা। আইটিকে সহযোগিতা করার জন্য কোম্পানীর একজন ডিরেক্টর আমাকে অনুরোধ করলেন। কাজে লেগে গেলাম। টানা ৬ মাস পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবারের মত রিলিজ করা হলো “ডিফেন্ডার” মানে রক্ষক। এই ছিল আমার এই সফটওয়্যারটির সংক্ষিপ্ত ইতিহাস এবার দেখা যাক কি কি রয়েছে ডিফেন্ডারে।
ফিচার:

    (১) কোন প্রকার পেনড্রাইভ/পোর্টেবেল মেমোরী/ইউএসবি ম্যাস ষ্টোরেজ ডিভাইস কর্তৃপক্ষ বা নির্দিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া ব্যবহার করা সম্ভব নয়। ডিফেন্ডারের সিকিউরিটির সাহায্যে আপনার সিস্টেমে ইউএসবি পোর্টটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখা হবে। যার দ্বারা কেবল মাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড প্রদানের সাপেৰেই যেকোন ইউএসবি ষ্টোরেজ ডিভাইস বা পেনড্রাইভ ব্যবহার করা যাবে। অন্যথায় সিস্টেম পেনড্রাইভকে ডিটেক্টই করবেনা। ভাইরাস ছড়ানোতো অনেক পরের ব্যাপার। পেনড্রাইভের মাধ্যমে ডাটাচুরির ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমান।
    (২) ধরুন আপনিই আপনার পিসিতে ডিফেন্ডার ইনষ্টল করে ব্যবহার করছেন এবং ইউএসবি ষ্টোরেজ ডিভাইসও এনাবল করা আছে। কিন্তু ডিফেন্ডার ইনষ্টল করা থাকলে অটোম্যাটিক্যালি আপনার পেন ড্রাইভ রান হয়ে সিস্টেমে ভাইরাস অটোমেটিক রান করতে পারবেনা। অর্থাৎ আপনার সিস্টেমের অটোম্যাটিক রান ফিচারটি সিকিউরিটির কারণে ডিফেন্ডার বন্ধ করে দিবে।
    (৩) নাইবা পেনড্রাইভ অটোম্যাটিক ভাইরাস ছড়ালো কিন্তু আপনি নিজেও হয়তো অসচেতন ভাবে ডাবল ক্লিক করে পেনড্রাইভ ওপেন করতে গিয়ে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। না। সম্ভব নয়। যদি আপনার পেনড্রাইভ ভাইরাস এফেক্টেড হয়ে তাহলে ডাবল ক্লিক করার সাথে সাথে ডিফেন্ডার উক্ত ভাইরাসকে ব্লক করে দিয়ে আপনার কাছে পারমিশনের জন্য পাঠাবে, হোক সেটা exe, bat, com যেকোন এক্সটেনশনের। কি!!! দেবেন পারমিশন?
    (৪) একটা ভাইরাসের কথা নিশ্চয় ভুলে যাননি। ভাইরাসটির চেহারা হুহুব ফোল্ডারের মত আর পেনড্রাইভের মুল ফোল্ডারগুলো লুকিয়ে ওই নামগুলো নিজে নিয়ে বসে থাকে। খুব জ্ঞানী কারও ধোঁকা খাওয়ার ব্যাপক সম্ভাবনা এই ভাইরাসটায়। কিন্তু ডিফেন্ডার থাকলে নিশ্চিন্ত। ভাইরাস হলে ডিফেন্ডার আটকে দেবে এটিকে তৎক্ষনাত।
    (৫) ডিফেন্ডার ইনষ্টল করা থাকলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোন প্রোগ্রাম ব্যবহার বা ইনষ্টল করা যাবেনা। ডিফেন্ডারের মাধ্যমে আপনি ইচ্ছে করলে ইউজার কোন কোন সফট্ওয়্যার ব্যবহার করতে পারবে তার একটি তালিকা তৈরী করে দিতে (আনব্লক লিষ্ট) পারবেন বিধায় ঐ তালিকার বাইরে কোন সফটওয়্যার কোন ইউজার ব্যবহার করতে পারবেনা। ব্যবহার করতে হলে কর্তৃপক্ষকে জানিয়ে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে। এমনকি কোন সফটওয়্যার ইনষ্টলও করা যাবেনা (কিছু বিশেষ ধরণের ইনষ্টলার ব্যতীত, তবে ফাইনাল বিষয় একই)। অন্য আর একটি লিষ্ট আপনি তৈরী করে দিতে পারবেন (পারমানেন্টলি ব্লকড লিষ্ট) যেখানকার তালিকাভুক্ত সফটওয়্যার গুলো কোনক্রমেই রান করানো সম্ভব নয় বা এই তালিকার সফটওয়্যারগুলো রান করাতে গেলে কোন প্রকার ম্যাসেজ বা কোন পাসওয়ার্ডও চাইবেনা এবং রান করার চেষ্টাও করবেনা। সন্দেহজনক কোন ফাইল যেমন ভাইরাস রান করতে গেলে আপনি তাদেরকে এই তালিকাভুক্ত করে দিতে পারেন যাতে করে ভবিষ্যতে আর রান করার চেষ্টাও না করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের কিছু সেটিংসের উপরও আপনি বাধ্যবাধকতা সেট করে দিতে পারেন যেমন সিস্টেমের তারিখ, স্ক্রীণ রেজুলেশন ইত্যাদি।
    (৬) ডিফেন্ডার আপনার সিস্টেমকে অনেকপ্রকার অনাহুত সেটিংসের হাত থেকে বাঁচাতে পারে। এর সাহায্যে আপনি আপনার পুরো পিসির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিতে পারেন। একটু পরেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে।
    (৭) ডিফেন্ডার ইনষ্টল করা পৃথিবীর সহজতম কাজটির মধ্যে একটি। কেবল মাত্র একটি ডাবল ক্লিক। ব্যাস রিয়েলটাইম ইনষ্টলেশন কমপ্লিট। সাথে সাথেই আপনার সিস্টেম প্রোটেক্টেড। তবে রিসোর্স নিয়ে চিন্তিত, এটি আপনার সিস্টেমে এখনই রান অবস্থায় নেই বিধায় কোন রিসোর্সও সে ব্যবহার করছে না। যখনি কোন আক্রমণ আসবে তখনি এটি শুধুমাত্র ঐ সময়টুকুর জন্য রান করবে। বিষয়টি আপনি যে কোন প্রকার সিস্টেম রিসোর্স মিটার টাইপের টুলস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনি এর অস্তিত্বও পাবেন না কারণ ডিফেন্ডার কোন কাজের বাইরের সময়টুকু স্লিপ  মুডে থাকে। আরো বিস্তারিত বুঝতে চাইলে কোন এ্যাডভান্সড টুলস দিয়ে গ্লোবাল ষ্টার্টআপ চেক করে দেখতে পারেন।
    (৮) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ডিফেন্ডার আনইনষ্টল করা সম্ভব নয় কারণ এটিকে আনইনষ্টল করতে হলে পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে।
    (৯) ডিফেন্ডারের কাজ সম্পাদনের রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড কমান্ড লাইন। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়েই নির্দিষ্ট ব্যবহারকারী ফুল গ্রাফিক্যাল মোডে না গিয়েই কমান্ড লাইনের মাধ্যমে সব ধরণের কাজ সম্পাদন করতে পারবেন।
কিভাবে ব্যবহার করবেন:
http://www.4shared.com/file/ox1OxOB-/Defender.html
ডিফেন্ডার এখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নিন। এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। কোন কিছুই আসবেনা। এর মানে হচ্ছে ডিফেন্ডার ইনষ্টলেশন কমপ্লিটেড। এবার যে কোন একটা সফটওয়্যার চালুর চেষ্টা করুন। সাথে সাথেই পাসওয়ার্ড চেয়ে ডিফেন্ডারের সাথে আপনার প্রথম সাক্ষাত হবে। ডিফেন্ডারের প্রথমবারের অর্থাৎ ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে  rubel । সুতরাং পাসওয়ার্ডের ঘরে rubel লিখে এন্টার দিন। যে সফট্ওয়্যারটি চালু করতে চেয়েছিলেন সেটি স্বাভাবিকভাবেই চালু হবে। ডিফেন্ডার স্লিপ মোডে চলে যাবে। এটি হচ্ছে ডিফেন্ডারের সাধারণ ব্যবহার।এবার আপনার চালু করা সফটওয়্যারটি বন্ধ করে দিন। পুনরায় চালু করুন আবারো পাসওয়ার্ড চাইবে। না এবার আর পাসওয়ার্ড না দিয়ে পাসওয়ার্ডের সাথে  add লিখে এন্টার প্রেস করম্নন মানে পাসওয়ার্ডের ঘরে আপনার সম্পুর্ণ লাইনটি হবে rubeladd  সফটওয়্যারটি চালু হলো এবং সেই সাথে এই সফটওয়্যারটির ভবিষ্যতে চালু হবার জন্য আর কোন প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। অর্থাৎ সফটওয়্যারটি আনব্লকড থাকবে এবং যে কেউ পাসওয়ার্ড ছাড়াই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে মানে এই সফটওয়্যারটি ডিফেন্ডারের আওতামুক্ত।এবারে একটি ভাইরাসকে কিভাবে ব্লক করতে হবে তার উদাহরণ দেখি একটি গেমসের মাধ্যমে । start>programs>games>hearts.exe ক্লিক করে হার্টস গেমসটি চালু করুন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডের ঘরে  rubel লিখে একই সাথে no লিখে এন্টারদিন মানে rubelno লিখে এন্টার দিন (ডিফল্ট পাসওয়ার্ড rubel যতক্ষণ না আপনি এটি পরিবর্তন করছেন)। এখন থেকে এই সফটওয়্যারটি অর্থাৎ গেমটি মৃত। এটি আর কখনো পাসওয়ার্ড চাইতে আসবেনা মানে এই অপারেটিং সিস্টেম এবং ডিফেন্ডারের জীবদ্দশায় আপনি আর চালু করতে পারবেন না যদি পরবর্তীতে কখনো চালু করতে হয় তাহলে কিভাবে করবেন তা নিচের প্যারায় দেখুন। এই কমান্ডটি প্রয়োগ করবেন শুধু মাত্র চরম সন্দেহজনক ফাইলের এক্সিকিউশনের সময় যেমন ভাইরাসের সময়। কি মজা তাইনা ভাইরাস আপনার পিসিতে আছে কিন্তু মৃত অবস্থায় এক কোনে পড়ে আছে।ব্লক আর আনব্লক দেখলাম এবার এর গ্রাফিক্যাল মুডটা একটু দেখে নেয়া যাক। কোন একটি প্রোগ্রাম চালু করুন। কনফার্ম পাসওয়ার্ড চাইবে আগের মতই। এবার পাসওয়ার্ডের ঘরে rubel অর্থাৎ মুল পাসওয়ার্ড লিখে কোন ফাক না দিয়ে তার সাথে show লিখে দিন।ডিফেন্ডার এবার তার ফুল ভিউ নিয়ে আপনার সামনে হাজির হবে। দুটি লিষ্ট দেখতে পাবেন দুই দিকে। বা দিকে টা হচ্ছে আনব্লক লিষ্ট অর্থাৎ সেসমস্ত সফটওয়্যারের জন্য কোন পাসওয়ার্ডের প্রয়োজন নেই আর ডান দিকেরটা হচ্ছে মৃত সফটওয়্যারের তালিকা। যদি কোন সফটওয়্যারকে আনব্লক বা মৃত তালিকা থেকে বাদ দিতে হয় তাহলে সিলেক্ট করে নিচের ডিলেট বাটনে ক্লিক করে মুছে দিন আগের অবস্থায় ফিরে যাবে।এবারে Change PWD বাটনে ক্লিক করম্নন। নতুন পাসওয়ার্ডের জন্য ইনপুট বক্স আসবে। নতুন পাসওয়ার্ড সেট করে এন্টার দিন এখন থেকে এইমাত্র সেট করা পাসওয়ার্ডই আপনার পরবর্তী পাসওয়ার্ড হবে এবং কমান্ড লাইনে কোন কমান্ড দিতে হলে নতুন সেট করা পাসওয়ার্ডের সাথে ব্যবহার করতে হবে। এখানে উল্লেখ্য যে এই ভার্সণে আপনি পাসওয়ার্ড রিকনফার্ম করার কোন চান্স নেই বিধায় একবারই ইনপুট দিতে হবে সুতরাং সতর্ক হয়ে পাসওয়ার্ড দিন। পরবর্তী ভার্সণে এটি ফিক্স করে দেয়া হবে। ডিফেন্ডারের পাসওয়ার্ড নিয়ে খুব সাধারণভাবে কাজ করা হয়েছে অর্থাৎ এটি এনক্রিপটেড নয় এবং রেজিষ্ট্রিতে সেভ করা আছে (হায় হায় বলেই দিলাম)। সমস্যা নেই কারণ রেজিষ্ট্রি এডিটর খুলতে গেলেও কিন্তু পাসওয়ার্ড লাগবে। যাদের হ্যাক করার ইচ্ছে বা কৌতুহল আছে তারা একটু চেষ্টা করে দেখুন, হয়তো আমার পরবর্তী ভার্সণের জন্য কাজে লাগবে।
দুটি লিষ্টেরই নিচের দিকে Export এবং Import নামের বাটন আছে। এগুলো মুলত আপনার বর্তমান পিসির সেটিংস অন্য কোন পিসিতে নিতে চাইলে Export বাটনে ক্লিক করম্নন। আনব্লক লিষ্টের জন্য explist.rbl এবং ফাইনাল ব্লক বা মৃত লিষ্টের জন্য explistno.rbl নামের ফাইল যে লোকেশন বা ফোল্ডার থেকে আপনি ডিফেন্ডার রান করছেন সেখানে তৈরী হবে। নতুন অপারেটিং সিস্টেম দিলে অথবা অন্য কোন পিসিতে লিষ্ট ট্রান্সফার করতে চাইলে ডিফেন্ডার যেখান থেকে রান করবে সেই ফোল্ডারে রেখে Import বাটনে ক্লিক করম্নন। আপনার লিষ্টে চলে আসবে।ডিফেন্ডার ইনষ্টল করার পর প্রথমবার পিসি রিষ্টার্ট দিলে দেখবেন অনেকবার ডিফেন্ডার চালু হয়ে আছে অর্থাৎ পাসওয়ার্ড চাচ্ছে। এর মানে হচ্ছে আপনার যে  সমস্ত সফটওয়্যারগুলো ষ্টার্টআপে ছিলো সেগুলোর জন্য আপনার কন্ডিশন সেট করতে হবে। হয় জীবিত নয় মৃত। খুব সাবধানে খেয়াল কারণ যে ফাঁক গলে কোন ভাইরাসকে না আবার আনব্লকড লিষ্টে এড করে ফেলেন কিনা । ভাইরাস সন্দেহ হলে [password]no কমান্ড দিয়ে মৃতদের তালিকায় পাঠিয়ে দিন। আপনার পিসি থাকবে ভাইরাস মুক্ত।
এতো ধরনের সিকিউরিটির পরও যদি আপনার মন না ভরে তাহলে আছে আরো চমক। পাসওয়ার্ডের ঘরে [yourpassword] এর সাথে more লিখে এন্টার দিন যার কায্যপ্রণালীর বিবরণ নিম্নরুপ:
    Disable Portable Memory Write Permission
    এটি এনাবল করলে কোন পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীতে আপনার পিসি থেকে কোন কিছু রাইট করা যাবেনা। পেন ড্রাইভ রাইট প্রোটেক্টেড হয়ে যাবে। অপশনটি চালু করে পিসি একবার রিষ্টার্ট দিয়ে এবার পেন ড্রাইভ লাগিয়ে চেক করুন। মুলত: আমার মুল প্রজেক্টে কাজ এতটুকুই ছিল যে পোর্টেবল মেমোরীকে পাসওয়ার্ড প্রটেক্টেড রাইট প্রটেক্টেবল এপ্লিকেশন। কিন্তু কাজ করতে  গিয়ে শুধুমাত্র এখানেই ক্ষান্ত হতে ইচ্ছে হয়নি তাই এতে আরও কিছু অপশন যোগ করলাম। যাতে সফটওয়্যার এবং সাথে সিস্টেমকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা যায়।
    Disable Registry Editor
    অপশনটি এনাবল করলে আপনি ম্যানুয়ালী রেজিষ্ট্রি ডাটা চেঞ্জ করতে পারবেননা। কারণ এটি রেজিষ্ট্রি এডিটরকে ব্লক করবে। পোর্টেবল মেমোরীকে ব্লক করার সাথে সাথে এই অপশনটি সবাইকে ব্যবহার করতে পরামর্শ দেয়া হলো।
    Disable Taks Manager
    এটি এনাবল করা হলে কী বোর্ড থেকে Ctrl+Alt+Del চাপলে যে টাস্ক ম্যানেজারটি আসার কথা তা আসবেনা। কোন প্রসেসকে কিল করার জন্য টাস্ক ম্যানেজার বহুল ব্যবহৃত হয়।
    Disable System Properties
    মাই কম্পিউটারের প্রোপারটিজ আমরা কমবেশী সবাই ব্যবহার করি। সাধারণভাবে পিসির প্রাথমিক কনফিগারেশন জানার জন্য এবং ডিভাইস ড্রাইভার ইনষ্টল করার জন্যই এর বহুল ব্যবহার। এই অপশনটি এনাবল করলে উপরোক্ত কাজগুলো করা যাবেনা।
    Disable Control Panel
    উইন্ডোজের কন্ট্রোল প্যানেল কি কাজে লাগে তা আর নতুন করে বলতে চাচ্ছিনা। এই অপশনটি এনাবল করলে কন্ট্রোল প্যানেল ডিজেবল হয়ে যাবে। এবং এর সাথে সম্পর্কিত সবগুলো এপলেটসই ব্লক হয়ে যাবে যেমন ডিসপ্লে প্রোপার্টিজ,সাউন্ড কনফিগারেশন, কি বোর্ড কনফিগারেশন ইত্যাদি।
    Hide Control Panel, Printer & Network Settings
    এটি কন্ট্রোল প্যানেল, প্রিন্টার এবং নেটওয়ার্ক সেটিংসকে লুকিয়ে রাখবে।
    Disable Command Prompot
    ষ্টার্ট থেকে রান এ গিয়ে cmd কমান্ডের সাথে আমরা কম বেশী পরিচিত। এই কমান্ডটির মাধ্যমে কমান্ড প্রম্পটকে ওপেন করা হয়। উপরের অপশনটি এনাবল করা হলে কমান্ড প্রম্পট কাজ করবেনা।
    Disable Run From Start Menu
    রান অপশনটিকে ষ্টার্ট মেনু হতে রিমুভ করবে।
    Disable Folder Option Menu
    অপশনটির মাধ্যমে টুলস মেনুর ফোল্ডার অপশনকে এনাবল ডিজেবল করা যাবে
    Disable Default CD/DVD Burner
    অপশনটি আপনার সিস্টেমের ডিফল্ট সিডি/ডিভিডি বার্নারকে অফ করবে।
    Disable Group Policy Object
    যারা এডভান্স লেভেলে কাজ করেন তাদের কাছে এই অপশনটি অতীব প্রয়োজনীয় হবে। এর মাধ্যমে গ্রুপ পলিসিকে অফ করা যাবে।
    Disable MMC
    এডভান্স লেভেলে এমএমসি স্ন্যাপ ইনের বহুল ব্যবহার রয়েছে। একে রেষ্ট্রিক্ট করার জন্য অপশনটি ব্যবহার করা যাবে।
    এই সেটিংসগুলোর কিছু কিছু একটিভ হওয়ার জন্য রিষ্টার্টের প্রয়োজন হবে।

কমান্ড লাইন রেফারেন্স:

ডিফেন্ডারের সম্পূর্ণ অপারেশনই কমান্ড লাইনের মাধ্যমে করা সম্ভব। নিচে ডিফেন্ডারের কমান্ড লাইন রেফারেন্স দেয়া হলো

    [yourpassword]add কমান্ড দিয়ে আপনি কোন ফাইলকে আনব্লক লিষ্টে এড করতে পারবেন।
    [yourpassword]no কমান্ড দিয়ে কোন ফাইলকে মৃত বা ফাইনাল ব্লক লিষ্টে এড করা যাবে।
    [yourpassword]show পূর্ণ গ্রাফিক্যাল মুড দেখা যাবে।
    [yourpassword]change পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য।
    [yourpassword]usb ইউএসবি ডিজেবল বা এনাবল করার জন্য।
    [yourpassword]more আরো বিস্তারিত সিকিউরিটি সেটিংস এর জন্য।
    [yourpassword]uninstall আনইনষ্টল করার জন্য।
    [yourpassword]help কমান্ড লাইন সংক্রান্ত সাহায্য এবং তথ্যাবলী।

এখানে [yourpassword] মানে আপনি যদি নতুন কোন পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে সেটি আর যদি কোন পাসোয়ার্ড না দিয়ে থাকেন তাহলে ডিফেন্ডারের ডিফল্ট পাসওয়ার্ড rubel লিখতে হবে। পাসওয়ার্ড এবং কমান্ডের মাঝে কোন ফাঁক থাকবেনা।
আনইনষ্টলেশন:
আপনার যদি কোন প্রকার সিকিউরিটির প্রয়োজন না থাকে তাহলে ডিফেন্ডার আপনার কাছে একটা বিরক্তিকর হতচ্ছাড়া প্রোগ্রাম ছাড়া আর কিছুই নয়। কিন্তু একবার যখন ইনষ্টল করেই ফেলেছেন তাহলে আনইনষ্টলও তো করতে হবে। খুবই সোজা। যেকোন জীবিত প্রোগ্রামকে চালু করার চেষ্টা করম্নন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডের ঘরে আপনার সেট করা পাসওয়ার্ড দিয়ে কোন ফাক না দিয়ে uninstall লিখে এন্টার প্রেস করুন
আমার কিছু অভিজ্ঞতা:
ডিফেন্ডার রিলিজের পর আমার অফিসে ১০টি পিসিতে ট্রায়ালের জন্য ইনষ্টল করা হলো। আমার নিজের পিসিতেও ইনষ্টল করে রাখলাম। হা হতোষ্মি! এ কি দেখছি! এরা আবার কারা? পিসি ঠিকঠাক মত চলছে আমি কাজ করছি হঠাৎ করেই a1.exe, e2.exe, ass.exe নামের তিনটা ফাইল এসে পারমিশন চাইছে। বাহ! দারুন। ভাইরাস বেটা আমার কাছে পারমিশন চাচ্ছে রান করবে কিনা। সোজা মৃতদের তালিকায়।টেষ্টিংয়ের জন্য আমার পেনড্রাইভটাকে একটা এফেক্টেড পিসিতে ঢুকিয়ে আমার পিসিতে এনে মনে মনে আল্লাহ আল্লাহ করছি আর দিলাম ডাবল ক্লিক। আরে একি হলো। আমার পেনড্রাইভ ওপেন হয়নি ডিফেন্ডার এসে হাজির। কোন এক হিজিবিজি নামের এক ভাইরাস রান করার চেষ্টা করছে আমার কাছে পারমিশন চেয়ে। ব্যাস ফোল্ডার মুডে ব্রাউজ করে ভাইরাসটা আর তার সাথের autorun.inf ফাইল দুটোই মুছে দিলাম। ধরা খেল ভাইরাস।
ভবিষ্যত পরিকল্পনা:

সফটওয়্যারটিতে আরো কিছু ফিচার যোগ করার চিন্তা ভাবনা করছি যেমন: পেনড্রাইভের autorun.inf ফাইলকে রিড করে এর মধ্যথেকে ভাইরাস এর নাম নিয়ে সেটাকে অটোম্যাটিক মুছে দেয়ার সক্ষমতা প্রদান করব। পরবর্তী ভার্সণে চোর ধরার একটা মুড রাখব যাতে করে ইউজার তার কাজের বাইরে কিছু করতে গেলে হয় লগে লিখে রাখবে নয়তো তার কাজ কর্ম আপাতত অনুমোদিত ব্যক্তির পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত বন্ধ করে রাখবে।
কিছু সতর্কতা:

    (১) কখনোই ডিফেন্ডারের নিজের defender.exe ফাইলটিকে মোছার চেষ্টা করবেন না। যদি মুছতে হয় তাহলে অবশ্যই আন-ইনষ্টল করে নিবেন। যদি ভুল ক্রমে মুছেই ফেলেন তাহলে আবার আগের লোকেশনে রেখে ইনষ্টল করে আন-ইনষ্টল করুন এবার মুছে ফেলুন। অন্যথায় নানা ধরনের উপসর্গ তৈরী হতে পারে।
    (২) বর্তমান ভার্সণটি সবার জন্য ফ্রি। তবে এটিকে আগামী বছরের অথ্যাৎ ২০১২ সালের ১৫ জানুয়ারীর আগে যে কোন সময়ে আপনার পিসি থেকে আন-ইনষ্টল করে ফেলুন। কারণ এ সময়ের পর এটি আর ফ্রি থাকবেনা।
    (৩) কোন প্রকার সমস্যায় পড়লে rubel.tv[@]gmail.com ঠিকানায় মেইল করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।
    (৪) কোন কোন সফটওয়্যার প্রথমবার রান করতে গেলে একটু সময় নিতে পারে। চিন্তার কিছু নেই, শুধুমাত্র প্রথমবারের জন্য এরপর আর সময় নিবেনা। ধৈর্য্য শীলকে আল্লাহ পছন্দ করেন বা সবুরে মেওয়া ফলে-কথা দু’টো মনে আছে নিশ্চয়।
    (৫) ডিফেন্ডার তৈরী করা হয়েছে মুলতঃ উইন্ডোজ এক্সপির জন্য (আমার অফিসে সব এক্সপি)। অন্য ভার্সণে অথ্যাৎ ভিসতা বা ৭ এ ঠিকমত কাজ করে কিনা আমি চেক করিনি। ভবিষ্যতে চেক করে হয়তো পরবর্তী ভার্সণ রিলিজ করা হবে। তার আগে ব্যবহার করতে চাইলে নিজ দায়িত্বে চেক করে নিতে পারেন।
    (৬) পৃথিবীতে ১০০% নিরাপত্তা বলতে কিছুই নেই।

আর হ্যাঁ আপনাদের মতামত এর উপর এই সফটওয়্যারটির ভবিষ্যত এর ভালোমন্দ নির্ভর করছে। সুতরাং মন্তব্য জানাতে ভুলবেন না। বাংলা অনেকদিন লিখা হয়না তাই লিখতে গিয়ে কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন । ধন্যবাদ

পাসওয়ার্ড গার্ড তৈরি করুন নিজেই

পাসওয়ার্ড গার্ড তৈরি করুন নিজেই
পাসওয়ার্ড গার্ড তৈরি করুন নিজেই

ক্ষমা চাচ্ছি অনেক দিন পর যোগদানের জন্য। আসলে কিছুটা অসুস্থ ব্যস্ততার মধ্যে দিনগুলি চলে গেল। আশা করি আপনারা সবাই ভালই আছেন। যাই হোক, এবার কাজের কথায় আসা যাক। আমরা সাধারনত পাসওয়ার্ড গার্ড হিসেবে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। এর কোনগুলো হয়তো ফ্রী আবার কোনগুলো হয়তো পাইরেটেড। চলুন জানা যাক মাত্র ৪কিলোবাইটের পাসওয়ার্ড গার্ড তৈরির পদ্ধতি।
ধাপসমূহ -

১। নিম্নের কোডডি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন।

cls

@ECHO OFF

title Folder syedrif

if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK

if NOT EXIST syedrif goto MDLOCKER

:CONFIRM

echo Are you sure u want to Lock the folder(Y/N)

set/p “cho=>”

if %cho%==Y goto LOCK

if %cho%==y goto LOCK

if %cho%==n goto END

if %cho%==N goto END

echo Invalid choice.

goto CONFIRM

:LOCK

ren syedrif “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

echo Folder locked

goto End

:UNLOCK

echo Enter password to Unlock folder

set/p “pass=>”

if NOT %pass%==123rif goto FAIL

attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” syedrif

echo Folder Unlocked successfully

goto End

:FAIL

echo Invalid password

goto end

:MDLOCKER

md syedrif

echo syedrif created successfully

goto End

:End

২। উপরের কোডে ৬ জায়গায় syedrif (৩,৫,১৬,২৫,৩২ ও ৩৩ তম লাইনে) আছে এর স্থলে আপনি আপনার গোপনীয় ফোল্ডার হিসাবে যে ড্রাইভ/ ফোল্ডারে এই ফাইলটি রাখবেন সেখানে নতুনভাবে তৈরী হবে। (যেমন: এখানে syedrif নামে একটি ফোল্ডার তৈরী হবে, যা ইচ্ছা করলে আপনি যে কোন নাম দিতে পারেন)
৩। 123rif (২৩ তম লাইনে) লেখা আপনার পাসওয়ার্ড, যা ইচ্ছা করলে আপনি আপনার মত পরিবর্তন করতে পারেন। (যে কোন কিছু পরিবর্তনের সময় সাবধানে পরিবর্তণ করবেন যাহাতে অন্য কোড মুছে না যায়)।
৩। এবার ফাইলটি সেভ করুন যে কোন নাম দিয়ে যার ফাইল extensions হবে .bat.
৪। এটি দিয়ে আপনি পেনড্রাইভএও পার্সওয়ার্ড দিতে পারেন।
৫। যেভাবে কাজ করবেন –
ক)সেভ করা পাসওয়ার্ড গার্ড এ ডাবল ক্লিক করুন।
খ) Enter Password to Unlock Folder >  আসবে সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন।
গ) যে স্থানে আছেন সেই স্থানেই একটি নতুন ফাইল তৈরী হবে ফাইলের নাম হবে যা আপনি দিয়েছেন ।
ঘ) এবার আপনার প্রয়োজনীয় গোপন ফাইল ঐ ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে / কপি করে রাখুন। কপি শেষ হলে আবার পাসওয়ার্ড গার্ড এ ডাবল ক্লিক করুন।
ঙ) Are you sure u want to Lock the folder (Y/N)> Y দিয়ে এন্টার দিন।
দেখুন নতুন তৈরী হওয়া ফোল্ডারটি গায়েব হয়ে গেছে। আবার খুলতে চাইলে আগের নিয়মে চলুন

সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা

সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা
সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা

উইন্ডোজ এক্সপিতে যদি হাইবারনেট ব্যবস্থা থাকে তাহলে সিডিউল টাস্কের  মাধ্যমে নির্দিষ্ট সময়ে পছন্দের প্রোগ্রামসহ কম্পিউটার চালু করতে পারেন।  এজন্য Start/ All Programs/ Accessories/ System Tools/ Scheduled Tasks এ  যান। এবার Add Scheduled Task এ দুইবার ক্লিক করে Next বাটনে ক্লিক করুন  এবং পছন্দের প্রোগ্রামটি নির্বাচন করে পুনরায় Next বাটনে ক্লিক করুন। এরপর  পছন্দের টাস্ক নির্বাচন করে আবার Next বাটনে ক্লিক করুন এবং সময় ও টাস্ক  ঠিক রেখে Next বাটনে ক্লিক করুন। এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে Next  বাটনে ক্লিক করুন। এবার Open Advanced Properties for the task when I  click Finish চেক বক্স চেক করে Finish বাটনে ক্লিক করুন। তাহলে প্রোপার্টিস  ডায়ালগ বক্স আসবে। এখানে Setting ট্যাবে ক্লিক করে নিচের Wake The  Computer To Run This Task চেক বক্স চেক করে Ok করুন। এরপরে কম্পিউটার  শার্টডাউনের পরিবর্তের হাইবারনেট করলে সিডিউল টাস্কে দেওয়া নির্দিষ্ট  সময়ে উক্ত প্রোগ্রামটিসহ কম্পিউটার আপনা আপনি চালু হবে। কম্পিউটার  শার্টডাউন করলে সয়ংক্রিয়ভাবে কম্পিউটার চালু হবে না। তবে এজন্য বিদ্যুত  বা অনান্য সংযোগ ঠিকমত থাকতে হবে।

ডাবল ক্লিকে ড্রাইভ/ ফোল্ডার/পেনড্রাইভ খুলেছ না

ডাবল ক্লিকে ড্রাইভ/ ফোল্ডার/পেনড্রাইভ খুলেছ না
ডাবল ক্লিকে ড্রাইভ/ ফোল্ডার/পেনড্রাইভ খুলেছ না

<blockquote>pendrive- এ ঢুকে hidden file শো করুন (Tools-&gt; Folder option-&gt;  view-&gt;
show hidden files and folder-&gt; apply-&gt; ok)। Autorun.inf  ফাইল ডিলিট করুন। পেনড্রাইভ সার্চ করেও
Autorun.inf সনাক্ত করে ডিলিট করতে  পারেন। এক্ষেত্রে সার্চ অপশনে all files and folder ক্লিক করে নিচে more  advance options- এর  Search hidden files and folders- ঠিক চিহ্ন দেওয়া  আছে নিশ্চিত হোন । ভাইরাসের কারনে অনেক সময়  Autorun.inf ফাইল পেনড্রাইভে  চলে আসতে পারে। তাই এন্টিভাইরাস সফটওয়ার ব্যবহার করুন।  Explorer করে  পেনড্রাইভে ঢুকা নিরাপদ।

ভাইরাসের হাত থেকে pEn dRive কে বাচাতে চান triCks টি কাজে লাগান

ভাইরাসের হাত থেকে pEn dRive কে বাচাতে চান triCks টি কাজে লাগান
ভাইরাসের হাত থেকে pEn dRive কে বাচাতে চান triCks টি কাজে লাগান

ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।

RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন

RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন
RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন

আজ আমি আপনাদের অনেক বড় নয় ছোট্ট একটা টিপস শেয়ার করবো যে টিপস আপনাদের অনেক বড় কাজে দেবে। অনেকেই আছেন যারা ইন্টারনেটে বসে শুধু ডাউনলোড আর ডাউনলোড করা নিয়ে ব্যস্ত রাত দিন আর দিন রাত মোবাইল অপারেটর বা WiMAX হোক না কেন শুধু ডাউনলোড আর ডাউনলোড। আর সবসময় ডাউনলোড এর সকল ফাইল rar, zip, tar ও অন্যান্য ভাবে আর্কাইভ করা থাকে ।আর আর্কাইভ ফাইলগুলো ডাউনলোড করা শেষ হলে অনেক ফাইল এক্সট্রাক্ট বা বের হয়না তখন সকলের মেজাজ…?? সারাদিন ডাউনলোড করার পর যদি আপনার সেই ফাইলটি ওপেন না হয় তাহলে আপনাকে আবার ডাউনলোড করতে হবে? জি না আপনার সেই সমাধান আমি দিয়ে দিচ্ছি যা নষ্ট আর্কাইভ ফাইলগুলোকে সহজেই এক্সট্রাক্ট করতে পাবেন। বক বক না করে চলুন কিভাবে করবেন দেখেন নেই।সমস্যার ধরনআমি কি ধরনের সমস্যা নিয়ে আলোচনা করছি তা বুঝতে পারবেন।নষ্ট আর্কাইভ ফাইল কে যেভাবে এক্সট্রাক্ট করবেনঃযে ফাইলটি আর্কাইভ থেকে এক্সট্রাক্ট করবেন সেই আর্কাইভ ফাইলটির উপরে রাইট বাটনে ক্লিক করে Extract Files.. বাটনে ক্লিক করুন।এবার ওপেন হবে সেখানে দেখানো সেখানে কোন যায়গাই ফাইলগুলো সংরক্ষণ করবেন সেই ফোল্ডার নির্বাচন করুন। এবার নিচের দিকে Keep broken files এ টিক দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুন।নো চিন্তা এবার আপনার ফাইল গুলো সফলভাবে আর্কাইভ থেকে বের হয়ে যাবে। মাঝে মাঝে দুই একটা এরর আসতে পারে চুপ চাপ অপেক্ষা করুন দেখুন সফলভাবে ফাইল গুলো বের হয়ে আসবে।আপনাদের কারোও কাজে লাগলে ছোট কইরা একটা ধন্যবাদ দিবেন।

Microsoft Excel শেখা আমাদের অতান্ত জরুরী মাত্র ৫২২ কেবির বইটি

Microsoft Excel শেখা আমাদের অতান্ত জরুরী মাত্র ৫২২ কেবির বইটি
Microsoft Excel শেখা আমাদের অতান্ত জরুরীমাত্র ৫২২ কেবির বইটি
 
Microsoft Excel দ্বারা প্রচুর কিছু করা যায়। বিভিন্ন অফিসে চাকরীর সময় Microsoft Excel যানা  অনেক জায়গায় বাধ্যতা মুলুক। অনেকে Microsoft Excel না যানার কারনে শিক্ষাগত যোগ্যতা থাকার পরও ভালো ,ভালো চাকরি হারাছেন। আসলে আমাদের বিশ্ব এমন জায়গায় এখন আছে, যেই খানে প্রযুক্তির ব্যাবহার না জানলে, তার কোন মূল্য নেই। অপর দিকে কেউ কিছু জিজ্ঞাস করলে না বুঝে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। সব কিছু না জানতে পারলেও অফিসে মুটা মুটি ভাবে Microsoft Excel যানা থাকলেও অনেক কাজ করা সম্ভব।  মুটা -মুটি নেট ব্রাউস আর Microsoft Excel যানা থাকলেই অনেক উপকারে আসে। আমার দেখা মতে আমি জেই খানেই দেখেছি ইন্তারভিউ এর সময় বেশির ভাগ এই দুটা জিনিস ই বেশি চেয়ে থাকে। আর বইয়ের উপর শিখার কিছু নেই তা আমরা সকলেই জানি। যত বই পড়বেন তত জানতে পারবেন। তাই আজ আপনাদের সাথে একটা Microsoft Excel শিক্ষার বই শেয়ার করলাম আশা করি সকলের ভালো লাগবে। না দেখলে ভালোই একটা মিস করবেন আসলে কোন কিছু করার আগে আমরা কেন এটা করব তাই আসল, আর এটা জানতেই আমাদের দরকার হয় মূল ভাবের। আর এই বইয়ের মাঝে ছবি দিয়েও বুঝিয়ে দেউয়া হয়েছে, তাই বুঝতে অনেক সহজ হবার কথা।
মাত্র ৫২২ কেবির বইটি এখান থেকে নামানঃ-
http://download1138.mediafire.com/ins6rmnv0f2g/r9qxa6gxf79hsbm/Microsoft+Excel+%28allbdbooks.com%29.pdf

Anti Keylogger পিসি মনিটর নজরদারী সফটওয়্যার v7.0

Anti Keylogger পিসি মনিটর নজরদারী সফটওয়্যার v7.0
Anti Keylogger পিসি মনিটর নজরদারী সফটওয়্যার v7.0

কম্পিউটার ব্যবহার এবং ইন্টারনেটের প্রতিটি Details রেকর্ড রাখার জন্য এই সফটওয়্যার।আপ্নার পিসিতে কেউ নজরদারি করতাছে কি নাহ আপনের অগোচরে তা আপ্নে জানতে পারবেব নাহ।আর সবচে বড় কথা হ্যাকিং থেকে বাঁচার জন্য এর কন বিকল্প নাই। এটি পর্যবেক্ষণ করে কম্পিউটারের প্রতিটি পদক্ষেপ,সব ওয়েব সাইট পরিদর্শ্‌ সবকিছু যা বাড়িতে, বা আপনার অফিস ব্যবহার করা সম্ভব।
ডাউনলোড
http://netseeder.blogspot.com/2011/07/free-keylogger-surveillance-pc-monitor.html

অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!মিস করবেন তো অনেক কিছু হারাবেন!

অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!মিস করবেন তো অনেক কিছু হারাবেন!
অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!মিস করবেন তো অনেক কিছু হারাবেন!

কম্পিউটার চালানোর সময় আমাদের বার বার বিভিন্ন ফোল্ডারে ঢুকতে হয় কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করতে হয়। আমরা প্রয়োজনীয় ফোল্ডার ওপেন করার জন্য My Computer-এর নির্দিষ্ট ড্রাইভে গিয়ে উক্ত ফোল্ডারটি ওপেন করি। যদি উক্ত ফোল্ডারটি বার বার খোলার প্রয়োজন হয় তবে এটা বিরক্তিকর ব্যপার হয়ে দাড়ায়। আবার বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডেস্কটপ আইকন দিয়ে ভরে রাখি, ফলে প্রয়োজনের সময় নির্দিষ্ট আইকনটিও খুজে পাই না। তাছাড়া এতে ডেস্কটপের সৌন্দর্য্যও নষ্ট হয়। যদি এমন হত- আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে প্রয়োজনীয় সবগুলো ফোল্ডার এবং অ্যাপ্লিকেশন একবারে পেয়ে যাবেন!!!আজকে আমি আপনাদের এমন একটা সফ্যটওয়ার দেব যার মাধ্যমে আপনি আপনার My Computer ও মাউসের রাইট বাটন Menu কে নিজের ইচ্ছামত সাজাতে পারবেন। সফ্যটওয়ারটি Windows-7 এবং XP কম্পাটিবল। ডাউনলোড ক্লিক করুন.
http://www.mediafire.com/?cappa9rnsbb855l
(1.73 MB)
ডাউনলোড শেষে “Rignt_Click_Enhancer_Setup.rar” ফাইলটি Extract করে সেটআপ দিন। Extract করার জন্য 7zip অথবা WinRAR ব্যবহার করতে পারেন। না থাকলে কোন ঝামেলা ছাড়াই WinRAR-এর রেজিস্টার্ড ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে…
3WinRAR অসাধারণ কাজের একটি সফ্যটওয়ার!! মিস করবেন তো অনেক কিছু হারাবেন!!
http://www.mediafire.com/?q3nwf6q2cql0wi2
(1.10 MB)
সেটআপ শেষে প্রোগ্রামটি রান করলে নিচের মত একটি ইন্টারফেস পাবেন, যেখানে ৫টি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে-
1. My Computer Manager
2. Right Click Tweaker
3. Send To Manager
4. Right Click Shortcuts Creator
5. Right Click Cascading Meny Creator
প্রথমে My Computer Manager–এ ক্লিক করলে নিচের মত একটি মেনু পাবেন, যেটি দিয়ে আপনার My Computer Menu কে ইচ্ছামত সজাতে পারবেন-
এখান থেকে-
• প্রথমে Advance সিলেক্ট করে Add Folder-এ ক্লিক করুন।
• তারপর আপনি যে ফোল্ডরটি My Computer-এ Add করতে চান Name-এর ঘরে তার নাম লিখুন।
• Path-এ ফোল্ডরটির লোকেশন দিখিয়ে দিন, Icon-চাইলে আইকন সিলেক্ট করে দিতে পারেন।
• তারপর Add বাটনে ক্লিক করে আপনার My Computer-এ গিয়ে দেখুন আপনার কাঙ্খিত ফোল্ডারটি অ্যাড হয়েছে-
বাকি সব মেনু গুলোর কাজ প্রায় একই রকম। খুবই সহজ, একবার চেস্টা করলেই পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখনই কাজ শুরু করে দিন..।
আশা করি সবারই কাজে লাগবে।

সহজেই মুক্তি লাভ করুন আপনার ইউপিএসের বিরক্তিকর শব্দ হতে

সহজেই মুক্তি লাভ করুন আপনার ইউপিএসের বিরক্তিকর শব্দ হতে
সহজেই মুক্তি লাভ করুন আপনার ইউপিএসের বিরক্তিকর শব্দ হতে

অনেকদিন পর বিজ্ঞানপ্রযুক্তিতে লিখতে বসলাম, তাও একটা অনুবাদ পোস্ট। আপনি যদি তৃতীয় বিশ্বের কোন দেশের অধিবাসী হন, তাহলে আপনার কম্পিউটারে ইউপিএস থাকাটা অবশ্যই জরুরী। আর ইউপিএসের বিপ-বিপ আর্তনাদের সাথে তো পরিচয় আছেই। আপনি চাইলে খুব সহজেই এই ঝামেলাটি হতে মুক্তি পেতে পারেন। (আমার কাছে ঝামেলা, সবার কাছে নাও হতে পারে।) শব্দটি এতই উচ্চমাত্রার যে, আপনার পাশের বাসার মানুষ পর্যন্ত এর হাত থেকে রেহাই পাবেন না। সরাসরি স্নায়ুতে আঘাত করে এটি। বিশেষ করে গভীর রাতে যখন আপনি কোন গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং ভোল্টেজের উঠানামা কিংবা বিদ্যুৎ চলে গেলে আপনি কাজ শেষ করতে করতে এটি সকলের ঘুম শেষ করে দিবে।তবে প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার ওয়ারেন্টি আছে কিনা নিশ্চিত হয়ে নিন। কেননা, এরপর আপনার ওয়ারেন্টির ভ্যালিডিটি নষ্ট হয়ে যেতে পারে।যাহোক, কথা না বাড়িয়ে কিভাবে এ হতে মুক্তি পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত পদ্ধতি নিচে বর্ণনা দেয়া হল।সম্পূর্ণ নিজ দায়িত্বে করুন। ইউপিএস খোলার আগে অবশ্যই পূর্বসতর্কতা অবলম্বন করুন, যেহেতু এতে ব্যাটারী আছে, তাই অঘটনবশতঃ শক লেগে যেতে পারে।
১. আপনার ইউপিএস বন্ধ করুন। নিশ্চিত করুন যেন কোন এলইডি প্রজ্বলিত অবস্থায় না থাকে।
২. ইউপিএস এর সাথে সংযুক্ত পাওয়ার সুইচটি বন্ধ করে পিছনের সকল তারের সংযোগ বিচ্ছিন্ন করুন।
৩. কোন সমান্তরাল জায়গায় রেখে আপনার ইউপিএসটি খুলুন।
৪. স্পিকারটি খোঁজ করে বের করুন। খুব সহজেই এটি বের করে ফেলতে পারবেন। 
ঠিক এই ধরণের স্পিকার আপনি আপনার মাদারবোর্ডে দেখে থাকতে পারেন। ১/৩ ডায়ামিটারের একটী সিলিন্ডারের মত কালো বস্তু। ইউপিএস কন্ট্রোল বোর্ডে এটি সোল্ডারড অবস্থায় থাকে। এটি দেখতে প্রায় এরকমই:motherboard_ups_speakerএখন আপনার কাছে যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি অর্থাৎ সোল্ডারিং আয়রন থাকে তবে আপনি এটিকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন। অন্যথা, আপনি কাটিং প্লায়ারস ব্যবহার করেও এটিকে কন্ট্রোল বোর্ড হতে আলাদা করতে পারেন, কিন্তু এতে ঝুঁকি বেশি হয়ে যায়।আবারও বলছি, নিজ দায়িত্বে করুন।
তথ্য সূত্রঃ www.thepatri0t.net

ফ্রী প্রিমিয়াম একাউন্টস আজকে আমি আপনাদের সাথে অনেক গুলো সাইটের প্রেমিয়াম একাউন্ট শেয়ার করব। আমি প্রতি দিন আমার সাইটে প্রিমিয়াম একাউন্ট এর লিস্ট আপডেট করি। প্রিমিয়াম একাউন্টের লিস্টটা দেখার জন্য এইখানে যানঃ ★★★ এই খানে ক্লিক করুন ★★★ http://www.virtual-accounts.blogspot.com/

ফ্রী প্রিমিয়াম একাউন্টস আজকে আমি আপনাদের সাথে অনেক গুলো সাইটের প্রেমিয়াম একাউন্ট শেয়ার করব।  আমি প্রতি দিন আমার সাইটে প্রিমিয়াম একাউন্ট এর লিস্ট আপডেট করি।  প্রিমিয়াম একাউন্টের লিস্টটা দেখার জন্য এইখানে যানঃ ★★★ এই খানে ক্লিক করুন ★★★ http://www.virtual-accounts.blogspot.com/
ফ্রী প্রিমিয়াম একাউন্টস

আজকে আমি আপনাদের সাথে অনেক গুলো সাইটের প্রেমিয়াম একাউন্ট শেয়ার করব।
আমি প্রতি দিন আমার সাইটে প্রিমিয়াম একাউন্ট এর লিস্ট আপডেট করি।
প্রিমিয়াম একাউন্টের লিস্টটা দেখার জন্য এইখানে যানঃ ★★★ এই খানে ক্লিক করুন ★★★
http://www.virtual-accounts.blogspot.com/

ভয়ানক ভূত দেখি নিজের কম্পিউটারে

ভয়ানক ভূত দেখি নিজের কম্পিউটারে
ভয়ানক ভূত দেখি নিজের কম্পিউটারে

আমরা অনেকেই ছোট বেলায় ভূতের গল্প শুনেছি কিন্তু কখনো কি ভূত দেখেছি? না দেখাটাই স্বাভাবিক। ভূতের কথা শুনলে আমাদের লোমগুলো কেমন যেন শিউরে ওঠে, গা ছম ছম করে মনের ভিতরে কিছুটা ভয়ো লাগে আবার একটু একটু আনন্দও লাগে।কিন্তু অনেকে আবার ভূত আছে বলে বিশ্বাস করে না বা ভূত দেখে ভয় পায়না আজ আপনাদের বিশ্বাস করিয়েই ছাড়ব। তাহেল আসুন আমরা ভূত দেখি আর হ্যা, যাদের হার্ট দূর্বল ও ভূত দেখে ভয় পান তারা কিন্তু দেখেবন না ও ছোটেদরকেও দেখাবেন না।
তাহলে এখন ক্লিক করি,এখানে
http://www.susya.ru/flash/fvp.​swf

ফ্রী প্রিমিয়াম একাউন্টস

ফ্রী প্রিমিয়াম একাউন্টস
ফ্রী প্রিমিয়াম একাউন্টস

আজকে আমি আপনাদের সাথে অনেক গুলো সাইটের প্রেমিয়াম একাউন্ট শেয়ার করব।
আমি প্রতি দিন আমার সাইটে প্রিমিয়াম একাউন্ট এর লিস্ট আপডেট করি।
প্রিমিয়াম একাউন্টের লিস্টটা দেখার জন্য
এইখানে যানঃ
★★★ এই খানে ক্লিক করুন ★★★
http://www.virtual-accounts.blogspot.com/

মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার

মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার
মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার

আসসালামু আলাইকুম,আপনি একটি পিসিতে বসে কোন সফটওয়্যার ছাড়াই একাধিক ইয়াহু আইডি ওপেন পারবেন।
Yahoo মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার
    প্রথমে Start —-> Run —-> regedit লিখে এন্টার করুন।
    তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
    এবার এখানে যান HKEY_CURRENT_USER ——–> Software —>yahoo —–>pager—->Test
    এবার ডার পাশের প্যানেলের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Dword value তে ক্লিক করুন।
    এবার এটিকে রিনেম করে লিখূন Plural
    এবার ok করুন।
    এবার আপনার তৈরি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
    এখান থেকে decimal value দিন 1
    এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে টাস্কবারের ইয়াহুর ট্রাই আইকনে ক্লিক করুন।
    এবার দেখুন আপনি একাধিক ইয়াহু আইডি ওপেন করতে পারছেন।
ভাল থাকবেন,আল্লাহ হাফেজ…

গেম পাগলদের জন্য গেমের মেলা (মিডিয়াফায়ার লিঙ্ক)একবার না দেখল

গেম পাগলদের জন্য গেমের মেলা (মিডিয়াফায়ার লিঙ্ক)একবার না দেখল
গেম পাগলদের জন্য গেমের মেলা (মিডিয়াফায়ার লিঙ্ক)একবার না দেখল

গেমের জন্য অনেক সময় অনেকের কাছে হাত পাততে হয়।নিজের কাছে ও খারাপ লাগে তাই না।এখন নিজের কাছে রাখেন সব গেম।আপনারা ভালবাসেন তাই আপনাদের জন্যই উপহার।গেমের মেলা।

গেম লিস্টঃ

পাতা ১ঃ
1. 10 days drowning(1)
2. 25 to life-RIP(3)
3. 7 Sins(6)
4. Hitman-2:Silent Assasin(5)
5. Call of Juraz-RIP (12)
6. Gladiator :Sword of Vengance-RIP(5)
7. MAFIA-RIP(13)
8. NBA LIVE 08(1-5)

পাতা ২ঃ
8.NBA LIVE 08(6-22)
9. Ace of the Galaxy(1)
10.Adrenalin Extreme Show(13)
11.Aerosoft – Hawaii Dillingham(1)
12.Age Of Empires 2 & The Conquerors Expansion – Full Game(3)
13.Age Of Empires 3 full DVD +crack + serial(1-15)

পাতা ৩ঃ
13.Age Of Empires 3 full DVD +crack + serial(16,17)
14.Agent Hugo Operation Lemoon Twist(4)
15.Air Battles Sky Defender(only part 2!!)
16.Airborne Troops(6)
17.Alarm for Cobra 11 Burning Wheels [RIP](6)
18.Alarm for Cobra 11 Nitro RIP(4)
19.Alien Shooter 2.5.0.1(1)
20.Alien Shooter Full v1.2 + Addons.(1)
21.Alien VS Predator 2 [Pc Game](8)
22.American Conquest(7)(4th part is missing!!!!!!)
23.American Ninja III; Blood.Hunt-1989(7)
24.Aquadelic GT-ISO(1-4)

পাতা ৪ঃ
24.Aquadelic GT-ISO(5)
25.Arca.Sim.Racing.2008(7)
26.Area-51 [RIP] (3)
27.Army Ranger Mogadishu [pc-rip](3)
28.Assassin’s Creed-Repack-Reloaded(1-37)

পাতা ৫ঃ
28.Assassin’s Creed-Repack-Reloaded(37-66)
29.Assassins.Creed.Full-Rip.Skullptura (1-21)

পাতা ৬ঃ
29.Assassins.Creed.Full-Rip.Skullptura (22-30)
30.ATV Quadro Racing (1)
31.Auto Cross Racing(1)
32.B 17 Flying Fortress The Mighty(6)
33.Bad Boys 2 – RIP(2)
34.Baja 1000 RIP 2008(2)
35.Battle of Europe(3)
36.Battle Rage(5)
37.Battlefield 1942(4)
38.Battlestrike – Force of Resistance(6)
39.Beetle Ju 3(1)
40.Beyond Normandy Assignment Berlin(3)
41.Billiard-Masters(1)
42.Black Buccaneer-121 MB Version(2)
43.BlackJack(1)
44.Bloxorz – Flash Game(1)
45.BMW_M3_Challenge[2008] (1,2)

পাতা ৭ঃ
45.BMW_M3_Challenge[2008] (3,4)
46.Boiling Point Road To Hell(26)
47.Bomberic_2(1)
48.Boxsport Manager(1)
49.Brothers in Arms Road to Hill 30 PC (1-20)

পাতা ৮ঃ
49.Brothers in Arms Road to Hill 30 PC (21-30)
50. Buja – Kur Une Vi ft. Vz Wide.VIDEO (1)
51.Burn[English] (4)
52.Burn(4)
53.Burnout.Paradise.The.Ultimate.Box(29)
54.Bus Driver RIP 59 MB(1)
55. Bus-Simulator-2008(1,2)

পাতা ৯ঃ
55.Bus-Simulator-2008(3-8)
56.Bıg Rıgs Over The Road Racing-RIP(2)
57.C4 Robot Racing in Istanbul(3)
58. Caesar_III(1)
59.Call of Duty 2-RIP (5)
60.Call of Duty 4 Modern Warfare Full-RIP(26)
61.Chicken Attack Deluxe(1)
62.Cilvilization IV-RIP(2)
63.Civil Disturbance-English (2)
64.Civil War Secret Missions(1,2)

পাতা ১০ঃ
64.Civil War Secret Missions(3-22)
65.Close Quarters Conflict-RIP(4)
66.Coca_Cola_Football (6)
67.Code of Honor(6)
68.Colin McRae Rally 2(7)
69.Comanche 4 (4)
70.Combat Arms Europe-2008(1-3)

পাতা ১১ঃ
70.Combat Arms Europe-2008(4-6)
71.Combat Mission Shock Force(4)
72.Combat.Pillows.v1.4(1)
73.command and conquer – red alert 2(3)
74.Command_and_Conquer_Generals_No-CD_Crack(1)
75.Commandos 3.Destination Berlin(20)(3,5,6,10,15,16 are missing………..)
76.Commandos Behind The Enemy Lines RIP(1)
77.Commandos Beyond the Call of Duty RIP(1)
78.Conflict Desert Storm 2(2)
79.Conflict Vietnam(4)
80.Conter Strike.16full_v4+zbot(3)
81.Corvette(6)
82.Counter Strike – 1.7(4)
83.Counter-Strike 1.6 + Half-Life(1-3)

পাতা ১২ঃ
83.Counter-Strike 1.6 + Half-Life(4 only)
84.Counterstrike Source Alyx (1)
85.CRack – Driver – You Are The Wheelman(1)
86.Crack FIFA – 2009.
87.CRACK.Taxi 3 Extreme Rush(1)
88.Crash Bandicoot N-Traced{GBA Game with emulator} (1)
89.Crashday(5)(two copies of each!!
90.Crazy Chicken Kart Thunder-2008(5)
91.Crazy Chicken License to Grill – 4 in 1(4)
92.Crazy Frog Racer II(1)
93.Crazy.Chicken Kart 2 (1)
94.Crime Life Gang Wars RiPPEd 980 mb(8)
95.Crimes Of War – Ubersoldier 2(1-15)

পাতা ১৩ঃ
95.Crimes Of War – Ubersoldier 2(16-28) 19,22,23 are missing……
96.Croc legend of the gobbos (2)
97.Cross Racing Championship 2005-RIP(3)
98.Cue Ball (2)
99.Dark Floors(7)
100.Dark Horizon (11)
101.Darwin The Monkey(1)
102.Dave Mirra Freestyle BMX (1)
103.David Douillet Judo – 2006(3)
104.Day of defeat source nonsteam (5)
105.Dead To Rights-RIP(2)
106.DeadHunt(1)
107.Deadly Dozen-RIP(2)

পাতা ১৪ঃ
108.Death Rally(1)
109.DeepBurner_Pro_1.9.0.228_Portable(1)
110.Delta Force Taskt Force Dagger(3)
111.Delta force Xtreme The Hell In Vietnam(5)
112.Desert Storm – Conflict(7)
113.Devastation(7)
114.Diablo 2 LOD(13)
115.Die Hard Nakatomi Plaza(3)
116.DirtyRacing2 (part 3) part 3 only i think 1 & 2 missing!!)
117.Donald Duck Going Quackers-RIP (2)
118.Dragon Ball Z Sagas(3)
119.Dragonball MUGEN 2007(3)
120.Dream Match Tennis z

পাতা ১৫ঃ
121.Driver – You Are The Wheelman (1)
122.Driver Parallel Lines(20)
123.Driving Speed 2-2008 (2)
124.Duke Nukem – Caribbean Life’s a Beach(1)
125.Earth Worm Jim 3(1)
126.Echelon Wind Warriors(7)
127.El-Matador(6)
128.EmpireEarthGold+Crack(6)
129.Enemy Engaged 2(1-5)

পাতা ১৬ঃ
129.Enemy Engaged 2(6,7)
130.Enter The Matrix (4)
131.ET_Ultimate_Installer_1.5 (4)
132.Euro Cops (4)
133.Europa Universalis Rome 2008(6)
134.European Street Racing-ESR (5)
135.Evil Dead Regeneration-RIP (2)
136.Evolution GT Full (15)
137.Extreme Racers(1)
138.F -22 Lightning 3 (4) 1-3 2nd time also

পাতা ১৭ঃ
138.F -22 Lightning 3 (4th part)
139.Fallout3(1-49)

পাতা ১৮ঃ

139.Fallout3(50-89)
140.Far Cry 2 with no CD or activation required(1-18)

পাতা ১৯ঃ

140.Far Cry 2 with no CD or activation required(19-38)
141.Fast Lane Carnage(3)
142.Fast Track No LIMIT-2008 (7)
143.Fate of the Dragon (1)
144.FEA – Command & Conquer Generals+serial key(13)
145.Ferrari Of virtual Of race-2009 (1)
146.FIFA 2008 (1-5)

পাতা ২০ঃ

146.FIFA 2008 (6-26)
147.Fifa 2009-RIP (9)
148.FIFA 96_UFS(1)
149.FIFA 97(1)
150.FIFA 2000 (1)
151.FIFA 2003 (2)
152.FIFA 2004 (4)
153.FIFA 2005 (4)
154.FIFA 98 (1)
155.FIFA 99 (1)
156.FIFA 2002 (2) 2nd part twice!!!
157.Final Drive Nitro (1)

পাতা ২১ঃ
158.Flatout 2 (8)
159.Flugratten (3)
160.FootBall Generation [2009]FULL RiP (6)
161.Football Manager 2009 (6)
162.Football Superstars-2008 (5)
163.Football.Manager.2009+Patch 9.1.0+Crack (1-22)

পাতা ২২ঃ
163.Football.Manager.2009+Patch 9.1.0+Crack (23rd part)
164.Ford Racing Off Road-RELOADED (5)
165.Ford Racing Off Road (5)
166.Ford Street Racing-Reloaded (2)
167.Freedom Fighters -RIP 180 MB (2)
168.Full Spectrum Warrior The Hammers-RIP (13)
169.Game_CheatBook_2008 (1)
170.Ghost Recon -RIP (2)
171.Gizmos and Gadgets (1)
172.Gods Lands of Infinity Special Edition-MUSIC ADDON (1)
173.Grand Theft Auto 4GTA IV (1-17)

পাতা ২৩ঃ

173.Grand Theft Auto 4GTA IV (18-68) 62 is missing…..
পাতা ২৪ঃ
173.Grand Theft Auto 4GTA IV (69-86) 81,82 is missing…..
174.Grand Theft Auto I (4)
175.Grand Theft Auto Vice City (13)
176.Grand.Touring (1)
173.Grand_Theft_Auto_4GTA_IV_PC_.(62nd part !!)
177.Grouch (2)
178.GTA IV demo (4)
179.GTA San Andreas-RIP 605 MB (7)
180.GTA San Andreas (1,2)

পাতা ২৫ঃ
180.GTA San Andreas (3-41)
181.Gtr 400 -RIP (1)
182. Gun- Rip (3)
183.Half Life Source (2)
184.Half-Life 2 (1-5)

পাতা ২৬ঃ

184.Half-Life 2 (6-24)
185.Halo 1 (6)
186.Hammerhead Pool To Go (1)
187.Hancock – CAM.XviD-PLUBE.AVI-2008 (7) Its a film!!!
188.Happy Hippo World Tour (3)
189.Hard Truck Apocalypse – Rise of Clans (6)
190.Heavyweight Thunder (2)
191.Helicopter Strike_Force (3)
192.Heracles Battle with the Gods (1)
193.Hitman 4 Blood Money -RIP (1,2)

পাতা ২৭ঃ
193.Hitman 4 Blood Money -RIP (3)
194.HL Gunman Chronicles (6) 3,4,5 are missing!!
195.Hogs of War (1)
196.Hot Rod American Street Drag PC GAME (2)
197.Hot Wheels World Race (2)
198.Hotwired and Gone (1)
199.House Of The Dead 2 (1)
200.Hulk Game -RIP (2)

পাতা২৮ঃ
201.humour 2 (1)
202.HUNTER -RIP (1)
203.Hunting Unlimited 2008 (5)
204.I-Digger 2007 (2)
205.Ice Age 2 The Meltdown (11) 5,6,8 are missing…!!
206.IGI 2 – Covert Strike RIP (2)
207.Imperium Romanum (3)
208.Insane 4×4 Offroad Racing (5)
209.Jacked (5)
210.JAGUAR-Mk2SALOON (1)
211.James Bond Nightfire 007 (1-4)

পাতা ২৯ঃ
211.James Bond Nightfire 007 (5-12)
212.Jetfighter 2015 (5)
213.JFK Reloaded (1)
214.Joint Operations (8)
215.Juiced 2 Hot Import Nights (26)
216.Juiced -RIP (1,2)

পাতা ৩০ঃ

216.Juiced -RIP (3rd part)
217.Just Cause -RIP (7) twice posted!!
218.Kicks Online[Football] (5)
219.Kill Switch (3)
220.Kingpin Life Of Crime (5)
221.Knight Rider 2 (7) 3 is missing….
222.Knights And Merchants II – The Peasants Rebellion (2)
223.Kometimi i Enderrave (1)
224.The Now World (11)
225.Kreed 2009 -RIP (1,2)

পাতা ৩১ঃ

225.Kreed 2009 -RIP (3rd part)
226.L.A Rush (3)
227.LA Street Racing (4)
228.Land Of The Dead Road To Fiddlers Green (2)
229.Le Mans 24 Hours, Version 1.5 (1)
230.Leadfoot – Stadium Off Road Racing (2)
231.LEGO Racers (1)
232.Line Of Sight Vietnam (5)
233.Live For Speed S2 Version Y (2)
234.Live_Billiards_Deluxe_2. (1)
235.LOCK ON -Modern Air Combat (7)
236.LOTR The Return Of The King -RIP (3)
237.Lula-3D (18) 12,13,14,15 are missing…!!
238.Luxor 3 – ThEtA (1)
239.Mad Dog McCree (1-3)

পাতা ৩২ঃ
239.Mad Dog McCree (4th part..)
240.Made Man -RIP (4)
241.Man Hunt (2)
242.Manx.TT.Superbike (1)
243.Marc Eckos Getting Up -RIP (5)
244.Marine Sharpshooter 3 (6)
245.Marine Sharpshooter 4 Locked and Loaded-2008 (6)
246.Marine_Heavy_Gunner__Vietnam_RIP (3)
247. Mario_Forever (1)
248.Mashed -RIP (1)
249.Masterpiece Fishing 2 v3.21 Thinstalled (1)
250.Max Payne 2 The Fall Of Max Payne-CD1 (8)
250.Max Payne 2 The Fall Of Max Payne-CD2 (8)
251.Medal Of Honor Allied Assault -RIP (1-4)

পাতা ৩৩ঃ
251.Medal Of Honor Allied Assault -RIP (5-8)
252.Medal of Honour Allied Assault Breakthrough Expension Pack(7)
253.Medieval II Total War Kingdoms Expansion(1-39)

পাতা ৩৪

253.Medieval II Total War Kingdoms Expansion(40-45)
254.Metal Gear Solid (3)
255.Metal Slug -Arcade game with emulator (1)
256.MexicanMotor Mafia 2 masters (1)
257.MicroMachines V4 -RIP 117 MB (2)
258.Midnight Club 2 -RIP 180 MB (2)
259.Midnight Pool 3D (1)
260.Midtown Madness 2 (5)
261.Monster Garage (6)
262.Monster Truck Stunt Rally (1)
263.Moorhuhn Atlantis-Crazy Chicken Atlantis (1)
264.moorhuhn director (2)
265.Moorhuhn Kart Thunder (6)
267.Mortal Combat Ultimate (1)
268.Mortal Kombat Mythologies Sub-Zero (2)
269.Mortal Kombat VS Street Fighter (3)
270.Mortyr 2 -RIP 237 MB (3)
271.Moscow to Berlin Red Siege (2-5) 1st part is missing!!!

পাতা ৩৫ঃ
271.Moscow to Berlin Red Siege (6,7)
272.Moto Racer 3 Gold Edition (6)
273.MotoGP 2 (2)
274.MOTOGP Ultimate Racing Technology 3 (7)
275.Mountain Bike Adrenaline(6)
276.Muscle Car 2 American Spirit (2)
277.Muscle Car 3 (3)
278.Mushroom Age (1)
279.MX vs ATV Unleashed (6)
280.Navy SEALs Weapons of Mass Destruction-2008 (2)
281.NBA.LIVE.2004 -RIP (2)
282.NBA.LIVE.2007 -RIP (3)
283.Need For Russia (5)
284.Need For Speed Carbon (1-3)

পাতা ৩৬ঃ

285.Need For Speed Carbon (4-41) 35 is missing!!!!
286.Need For Speed Hot Pursuit 2 -RIP (1)
288.Need for speed underground 2 -RIP (3)
289.Need.For Speed Pro Street-RELOADED (1-9)

পাতা ৩৭ঃ
290.Need For Speed Pro Street-RELOADED (10-48)
291.Need_For_Speed_Carbon.[Only registered and activated users can see links. ]
292.Need for Speed II Special Edition (1)
293.NFS Porsche 2008 v1.1 (4)
294.NHRA Drag Racing Quarter Mile Showdown (2)
295.Night Watch Racing (1-3)

পাতা ৩৮ঃ
296.Night Watch Racing (4-7)
297.Nina Agent Chronicles (3)
298.Nitro Stunt Racing (2)
299.Nosferatu The Wrath of Malachi Portable (2)
300.On the Rain-Slick Precipice of Darkness (3)
301.Onimusha 3 Demon Siege (11) 4,6,10 are missing…!!
302.Outcry (14) 9 is missing…!!!
303.Outrun 2006 Coast 2 Coast -RIP (5)
304.Overspeed High Performance Street Racing (4)
305.P._Mega_Mario_1.5 (1)



COLLECTION 1
গেম লিস্টঃ
9th Company Roots of Terror(15)
Alpha Prime (3)
FreeStyle Street Basketball (Online) (2009) (5)
Evil Islands Curse of the Lost Soul (7)
Capoeira Fighter 3 Ultimate World Tournament Portable(2)
Euro Truck(4)
Dangerous Waters(8)
New World Order(7)
Command & Conquer – Red Alert 3 (2008)(RiP)(16)
Mask Of The Ninja 2008(7)
Officers -RELOADED 2009ENGFULL (9)
MotorM4X All Terrain Driving 2009(10)
World Racing 2 MuLTi 5 RePack(13)
SBK.09.Superbike.Repack[RIP](11)
The Wheelman ( 2009 )Full Rip (28)
Velvet Assassin Full RIP (13)
Spiderman Web of Shadows Team JPN FULL RIP (12)
Gears of War (1 a 17)
Y ++++++++++
Art of Murder. FBI Confidential. (3)
Gears of War. (18 a 44)
Ghostbusters The Video Game REPACK 3.2GBENGPC. (34)
Grand Ages Rome [2009]. (27)
HomeWorld Cataclysm CD. (5)
Marine Sharpshooter 3. (3)
Men Of Valor. (30)
Mr Bean. (1)
Ong Bak 2 2008 BRRip. (22)
Rogue Trooper(rip.)(3)
Street fighter 3 strike (Highly Compressed). (1)
SuperStars V8 Racing [2009ENGRepack](8)
Terminator Salvation-ViTALiTY [Rip] 2.4 GB. (25)
The Hunter PC2009. (5)
Van Helsing (2004). (1)
Winning Eleven Pro Evolution Soccer 2007 (RiP).(4) + crack
Pro.Evolution.Soccer.2009.Full-Rip.Skullptura (15)
X-Men Origins Wolverine.(29)

COLLECTION 2
গেম লিস্টঃ
Battlestations Pacific – RELOADED
Battlestrike Force Of Resistance – SKIDROW
Dynasty Warriors 6 – RELOADED
GRID – RELOADED
GTR 2 – RELOADED
Juiced 2: Hot Import Nights – RELOADED
Mirror’s Edge – RELOADED
SBK: Superbike World Championship 09 – iTWINS
Shark Hunting The Great White – Razor1911
ShellShock 2: Blood Trails – PROPHET
The Chronicles of Riddick: Assault on Dark Athena – GOW
The Godfather II – RELOADED
The Last Remnant – RELOADED
Velvet Assassin – Razor1911
World of Subways 2 U7 Berlin – RELOADED
X-Men Origins Wolverine – RELOADED
Zeno Clash – CPY


ডাউনলোড
Collection 1
http://www.mediafire.com/?sharekey=ffa962b03f06ebdd7069484bded33bcd54946d876c3b5458
Collection 2
http://www.mediafire.com/yarkzybear
password: kosovadc.com
সবাই ভাল থাকবেন আর ভাল লাগলে মন্তব্য করবেন  ।

গেমস এর বাম্পার কালেকশণ কার কোনটা দরকার এহ্মুনি ডাউনলোড করে নিন ।

গেমস এর বাম্পার কালেকশণ কার কোনটা দরকার এহ্মুনি ডাউনলোড করে নিন ।
গেমস এর বাম্পার কালেকশণ কার কোনটা দরকার 
এহ্মুনি ডাউনলোড করে নিন ।

Age Of Empires 3 – RELOADED
Age of Empires III: The Asian Dynasties
Aztaka – CPY
Battlestations Pacific – RELOADED
Battlestrike Force Of Resistance
Dynasty Warriors 6 – RELOADED…
Football Manager 2009 – RELOADED
GRID – RELOADED
GTR 2 – RELOADED
Juiced 2: Hot Import Nights – RELOADED
Mirror’s Edge – RELOADED
SBK: Superbike World Championship 09
Shark Hunting The Great White
ShellShock 2: Blood Trails – PROPHET
Still Life 2 – CPY
The Chronicles of Riddick: Assault on
The Godfather II – RELOADED
The Last Remnant – RELOADED
The Sims 3 – RELOADED
Velvet Assassin – Razor1911
World of Subways 2 U7 Berlin – RELOADED
X-Men Origins Wolverine – RELOADED
Zeno Clash – CPY

এখান থেকে  DOWNLOAD করুন ।
http://www.mediafire.com/yarkzybear
গেমগুলো কেমন লাগ্লো জানাবেন । সবাইকে ধন্যবাদ ।

CyberLink PowerDVD Ultra v 11.0.1919.51 ফুল! সাইলেন্ট ইন্সটল

CyberLink PowerDVD Ultra v 11.0.1919.51 ফুল! সাইলেন্ট ইন্সটল
CyberLink PowerDVD Ultra v 11.0.1919.51 ফুল! সাইলেন্ট ইন্সটল

CyberLink PowerDVD ১১ একটি সার্বজনীন মিডিয়া প্লেয়ার যে পিসি চলচ্চিত্র দর্শনে আপনার viewing অভিজ্ঞতা প্রসারিত করে। PowerDVD ১১ দিয়ে  বর্ধিত HD এবং ৩d গুনমানে,  যেকোন ডিভাইস থেকে  যেকোন মিডিয়া ফরম্যাটে প্লে করতে পারে। PowerDVD ১১ আপনার  সমস্ত মিডিয়ার জন্য ১নং  পছন্দ । PowerDVD ১১ একটি চলচ্চিত্র চালক মাত্রের চেয়ে বেশি আরও বেশি কিছু- আপনার বিনোদন চাহিদা  পুরনের  জন্য এটা সম্পূর্ণ সার্বজনীন  মিডিয়া প্লেয়ার!!! যারা পিসি ব্যবহার করে তারা সবাই ই পাওয়ার ডিভিডি সম্পর্কে জানে, তাই আমি আর বিশদ বর্ণনা দিতে গেলাম না। একটা সমস্যা হচ্ছে আমি খুব বেশি ভাল ডাউনলোড লিঙ্ক দিতে পারব না। যে লিঙ্ক গুল আমি পেয়েছি সে গুলো এ দেব।  কারন আমার নিজের আপলোড করার ক্ষমতা নেই। তার পরে ও যত দূর পারি দেআর চেষ্টা করলাম!!! (*__*)
No.1 Movie & Media Player
• Play any HD & 3D media – Blu-ray Movies, video, music, and photos
• Play media from anywhere – PCs, smart devices, home/social cloud
• Play in upscaled quality – Videos, YouTube, photos and music
• Play social media – Your hub for YouTube, Facebook and Flickr
• Play PowerDVD from your iPhone, iPad and Android Devices – PowerDVD Remote

Download
FileSonic | Hotfile|
http://www.6ybh-upload.com/iyyz1q5vta9r/CyberLink_PowerDVD_Ultra_v_11.0.1919.51_(x32/x64/ML)
http://hotfile.com/dl/125834134/17c5099/P_CyberLink.PowerDVD.11.0.1919.51.rar.html

Facebook আর yahoo এক সাথে

Facebook আর yahoo এক সাথে
Facebook আর yahoo এক সাথে

Yahoo আর facebook  এতে আকাউন্ট নাই এমন মানুষ পাওয়া যাবে না।প্রতিদিন আমার facebook  আর yahoo  তে অনলাইন থাকি।ইয়াহু তে অনলাইন থাকার জন্য yahoo messenger  থাকালেও facebook  এর জন্য নাই।আর এই অসুবিধা দূর করার জন্য ইয়াহু তার new beta edition নিয়ে এল yahoo আর   facebook  একই সাথে online  থাকার সুবিধা।এর মাধমে আপনি ইয়াহুতে অনলাইন হয়ার সাথে সাথে facebook এ অনলাইনে হয়ে যাবেন ।আপনাকে browser use করে facebook এ online হতে হবে না।এর মাধ্যমে আপনি আপনার facebook এ অনলাইনে আসা friend র সাথে chat করতে পারবেন।আর দেরী কেন এখুনি download করে setup দিয়ে Facebook আর yahoo তে একই সাথে online  এ থাকুন।
DOWNLOAD
http://www.ziddu.com
Yahoo New version setup দেয়ার আগে যদি কোণ Yahoo old version setup দিয়া থাকে তাহলে সেটা uninstall  করে নিবেন।

রমজানে একটু অন্যভাবে কোরআন তেলাওয়াত করি

রমজানে একটু অন্যভাবে কোরআন তেলাওয়াত করি
রমজানে একটু অন্যভাবে কোরআন তেলাওয়াত করি

তবে ডউনলোড করেই দেখুননা কি সুন্দর এটি
ডাউনলোড লিংক
http://www.mediafire.com/?dcs2q3cpobeso53
আশাকরি ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন।

ইন্টারনেটে তাফহীমুল কুরআন পড়ুন

ইন্টারনেটে তাফহীমুল কুরআন পড়ুন
ইন্টারনেটে তাফহীমুল কুরআন পড়ুন

পবিত্র কোরআন শরীফের তাফসীর জগতে “তাফহীমুল কুরআন” একটি বহুল আলোচিত তাফসীর গ্রন্থ। খুব সুন্দর ও সহজ ভাষায় এখানে কুরআন শরীফের ব্যাখ্যা করা হয়েছে। নেটে এই তাফসীর গ্রন্থ পড়তে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন।
http://www.maudoodiacademy.org এখানে আপনি পবিত্র কুরআনের তিলাওয়াতও শুনতে পাবেন।

আপনার Windows এ Taskbar, Registry Disable

আপনার Windows এ Taskbar, Registry Disable
আপনার Windows এ Taskbar, Registry Disable

আসসালামু আলাইকুম
আপনার  Windows এ Task bar, Registry Disable!!!!!!!!!!!
একটি ছোট  সফটয়ার দারা Enable করুন
DOWNLOAD
http://www.mediafire.com/?m3p63g8wm3wb545

১০ নোটপ্যাড টিপস না দেখলে করবেন মিস

১০ নোটপ্যাড টিপস না দেখলে করবেন মিস
১০ নোটপ্যাড টিপস না দেখলে করবেন মিস

নোটপ্যাড এর কিছু ছোট টিপস জা দিয়া আপনার বন্ধুর সাথে মোজা করতে অথবা তাকে বিপদে ফেলতে পারেন।নিজের কম্পিউটার এ  চেষ্টা করে বিপদে পরলে আমি দায়ি থাকব না।কার ক্ষতি করবেন না।তাহলে দেখেন…


১।Cycle message আপনার বন্ধুর কম্পিউটার

নীচের কোড গোলো COPY করেন নোটপ্যাড এ।

@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg * I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN
Save করেন pc.bat নামে।

২।কীবোর্ড কী AUTO কাজ করবে।

MsgBox “stop me..! if you can”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

৩। কম্পিউটার shut down হইয়া যাবে।

@echo off
msg * I don’t like you
shutdown -c “Hahahah You are Doomed” -s
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.bat নামে।

৪। Caps Lock button কাজ করবে AUTO।

Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

৫। Enter কাজ করবে AUTO।

Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “~(enter)”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

৬।কীবোর্ড হ্যাক  দেখাবে “You are a fool”।

Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “You are a fool.”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

৭।ধীরে ধীরে Notepad ওপেন হবে ও লেখা আসবে।

WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject(“WScript.Shell”)
WshShell.Run “notepad”
WScript.Sleep 100
WshShell.AppActivate “Notepad”
WScript.Sleep 500
WshShell.SendKeys “Hel”
WScript.Sleep 500
WshShell.SendKeys “lo “
WScript.Sleep 500
WshShell.SendKeys “, ho”
WScript.Sleep 500
WshShell.SendKeys “w a”
WScript.Sleep 500
WshShell.SendKeys “re “
WScript.Sleep 500
WshShell.SendKeys “you”
WScript.Sleep 500
WshShell.SendKeys “? “
WScript.Sleep 500
WshShell.SendKeys “I a”
WScript.Sleep 500
WshShell.SendKeys “m g”
WScript.Sleep 500
WshShell.SendKeys “ood”
WScript.Sleep 500
WshShell.SendKeys ” th”
WScript.Sleep 500
WshShell.SendKeys “ank”
WScript.Sleep 500
WshShell.SendKeys “s! “
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

৮।Backspace কী কাজ করবে AUTO।

MsgBox “Let’s rock and roll”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

৯।একের পর এক নোটপ্যাড খোলবে

@ECHO off
:top
START %SystemRoot%system32notepad.exe
GOTO top
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.bat নামে।

১০।ক্রমাগত  CD অথবা DVD ড্রাইভ পপ আউট হবে।

Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7″)
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger