সহজেই বন্ধ করুণ বিরক্তি কর চেক স্ক্যান ডিস্ক

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ২:০১ AM | টিউন বিভাগঃ
সহজেই বন্ধ করুণ বিরক্তি কর চেক স্ক্যান ডিস্ক

বন্ধু'রা  হাজির হলাম ছোট্ট একটি টিপস নিয়ে । শুধু মাত্র যারা জানেন না তাদের জন্য।‍আসুন শুরু করা যাক।অনেক সময় কম্পিউটার ঠিক মত বন্ধ না হলে বা লোড সে‍ডিং হলে বার বার বিরক্তি কর চেক স্ক্যান ডিস্ক/“Checking file system" দেখায় যা সত্যিই বিরক্তি কর।তাছাড়া অনেক পুরাতন পিসি আছে যা অন করলে প্রতিবার দেখ‍ায়“Checking file system on C: The type of the file system is NTFS. One of your disks needs to be checked for consistency. You may cancel the disk check, but it is strongly recommended that you continue. To skip disk checking, press any key within 10 seconds(s). নিচের পদ্ধতিটি দেখি
প্রথমে Run এ যান (শর্টকাট win key+R) তারপর লিখুন chkntfs /x c: এবং Enter দিন
ব্যস কাজ শেষ ।যদি মনে করেন আরো ড্রাইভ ‍গুলো বন্ধ করবেন তাহলে (ধরি ৪টি ড্রাইভ বন্ধ করবেন)
তাহলে লিখুন chkntfs /x c: d: e: f:
বি:দ্র:UPS ব্যবহার করুন এবং আপনার হার্ড ডিস্ক পার্টিশনটি NTFS করুন। NTFS এতে ডেটা সুরক্ষিত থাকে ।
এইটা আমার প্রথম টিউন ভুল হলে ক্ষমা করবেন ।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger