আ্যালার্টপে থেকে সরাসরি মোবাইলে টাকা আনার পদ্ধতি

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১২:০১ AM | টিউন বিভাগঃ
আ্যালার্টপে থেকে সরাসরি মোবাইলে টাকা আনার পদ্ধতি

ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হচ্ছে “পেপাল”। তবে দূর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে বাংলাদেশে এর কোন সার্ভিস নেই এবং কবে নাগাদ এটি চালু হবে তা কেউ সঠিক করে বলতে পারে না। আর এজন্য সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদেরকে। পেপাল না থাকার কারণে অনেক রাস্তা ঘুরিয়ে, বিভিন্ন সার্ভিস চার্জ দিয়ে সবশেষে টাকা হাতে পাওয়া যায়। সেক্ষেত্রে পেপালের বিকল্প না খোজে আমাদের আর কোন উপায় থাকে না। পেপালের প্রধান বিকল্প হিসেবে “আ্যালার্টপে”। এটি পেপালের মতই একটি সহজ ও জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি।আমি যেভাবে  আ্যালার্টপে থেকে মোবাইলে টাকা এনে নেট বিল পরিশোধ করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব।প্রথমে www.flexiload.biz.ly এখানে যান এবং নির্দেশনা গুলো দেখে নিন ।
Amount এর স্হানে আপনার প্রয়োজনীয় অনুযায়ী amount বসান তবে নূন্যতম 3 ডলার দিতে হবে ( 5 % সার্ভিস চার্জ ওরা কেটে রাখবে )Mobile number এর স্হানে 88 সহ আপনার মোবাইল নাম্বার লিখুন (বিঃদ্রঃ 88 এর আগে + বসাবেন না ।এজন্য কোন সমস্যা হলে আমাকে কেউ দায়ী করতে পারবেন না )
এরপর  alertpay donate বাটনে ক্লিক করুন ।এরপর আপনাকে alertpay  পেমেন্ট প্রসেসিং পেজে রিডিরেক্ট করা হবে । পেমেন্ট প্রসেসিং এর ২ মিনিটের মধ্যে আপনার মোবাইল রিচার্জ হবে ।
ধন্যবাদ সবাইকে । ভালো থাকুন ।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger