উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিকে ড্রাইভ না খুলার সমাধান

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৬:৩৭ AM | টিউন বিভাগঃ
উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিকে ড্রাইভ না খুলার সমাধান

উইন্ডোজের অনেক সমস্যার মধ্যে একটি হলো, ডাবল ক্লিক এ ড্রাইভ না খুলা। যখন আপনি ড্রাইভ এ ডাবল ক্লিক করেন, তখন এটি না খুলে একটি এক্সপ্লোরার ওপেন হয়। এটা সাধারনত autorun.inf ভাইরাস এর কারনে হয়ে থাকে। তবে এটি নিয়ে চিন্তার তেমন কোন কারন নেই। এন্টিভাইরাস ছাড়াই এটা খুবই সহজে সমাধান সম্ভব।


এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন;

আপনার C: ড্রাইভ টিকে পরিস্কার করার জন্য;

১। স্টার্ট > রান এ গিয়ে, টাইপ করুন, cmd এবং Enter বাটন এ প্রেস করুন।

২। টাইপ করুন, cd\ এবং Enter বাটন এ প্রেস করুন।

৩। টাইপ করুন, attrib –r –h –s autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

৪। টাইপ করুন, del autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

এবার আপনার D: ড্রাইভ টিকে পরিস্কার করার জন্য;

১। স্টার্ট > রান এ গিয়ে, টাইপ করুন, cmd এবং Enter বাটন এ প্রেস করুন।

২। টাইপ করুন, cd\ এবং Enter বাটন এ প্রেস করুন।

৩। টাইপ করুন, D: এবং Enter বাটন এ প্রেস করুন।

৪। টাইপ করুন, attrib –r –h –s autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

৫। টাইপ করুন, del autorun.inf এবং Enter বাটন এ প্রেস করুন।

আপনার প্রতি টি ড্রাইভ কে পরিস্কার করার জন্য উপরের ধাপ গুলো কে পর্যায় ক্রমে অনুসরন করতে হবে। আপনার কম্পিউটারে  যদি ৪ টি ড্রাইভ থাকে, আপনাকে তবে ৪ বার ধাপ গুলো অনুসরন করে আপনার ৪ টি ড্রাইভ কে পরিস্কার করে নিতে হবে। আপনার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আপনার সব ড্রাইভ এ উপরে বর্নিত ধাপ অনুসারে পরিস্কার করার পরে আপনার কম্পিউটার টিকে একবার রি-স্টার্ট করে দেখুন, আপনার সমস্য সমাধান হয়ে গেছে।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger