আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) লক করুন কোন সফটওয়্যার ছাড়াই!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১:৩৬ AM | টিউন বিভাগঃ
আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) লক করুন কোন সফটওয়্যার ছাড়াই!


আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) নিয়ে সব সময়ই চিন্তায় থাকতে হয় কারন আপনি যখন থাকেন না তখন অন্য কেউ আপনার কম্পিউটারে বসে কোন মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ ঢুকায় তখন আপনার কম্পিউটারে ভাইরাস ঢোকা ছাড়া ও আপনার প্রয়োজনীয় তথ্য গুলি চুরি হয়ে যেতে পারে। আর এত বড় সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই পেতে পারেন। এর জন্য আপনার কোন সফটওয়্যার এর প্রয়োজন নেই। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা নিম্নরুপঃ
প্রথমে আপনার কম্পিউটারের My Computer এ যান। তার পর My Computer এর উপর মাউস পয়েন্টটার রেখে রাইট বাটন ক্লিক করুন তার পর Properties এ যান। সেখান থেকে Hardware সিলেক্ট করে Device Manager এ যান। এবার আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্টে একটা কার্ড রিডার ঢুকান। তার পর দেখতে পাবেন Storege volumes নামে নতুন একটা অপশন এসেছে। তার পর এটার উপর ক্লিক করলে Generic volumes নামে একটা অপশন পাওয়া যাবে তখন সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Disable সিলেক্ট করুন। আর তখন Disable এর জায়গায় Enable লেখা চলে আসবে এবং আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্ট চালু করতে Enable সিলেক্ট করুন।
এখন আপনি সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত।

Previous
This is the oldest page

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger