ছোট্ট একটি বিষয় যা কেউ তেমন একটা খেয়াল করিনি

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৯:২৪ AM | টিউন বিভাগঃ
ছোট্ট একটি বিষয় যা কেউ তেমন একটা খেয়াল করিনি

আমরা যারা আমাদের গোপনীয় ফাইল গুলো পাসওয়ার্ড দিতে পছন্দ করি , তারা হয়তো পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি নিদিষ্ট software use করি। কিন্তু পেন ড্রাইভ বা অন্য কোন মাধ্যমে যখন আমরা সেই গোপনীয় ফাইল গুলো অন্য কোন পিসিতে  এনে open করার চেষ্টা করি, তখন সেই পাসওয়ার্ড দেওয়ার software টি সেখানে না থাকার কারনে লক করা ফাইলটি হয়তো ওপেন করতে পারিনা । এমন সমস্যায় কেউ পরেছেন কিনা বলতে পারবো না ঠিক। তবে আমি এমন সমস্যায় বেশ কয়েকবার পরেছি। অথচ আমরা windows এর সাথে থাকা zip option দিয়েই লকের কাজটি সেরে ফেলতে পারি। যা যেকোনো পিসিতেই বাড়তি কোন software ছাড়ায় লকের কাজটি করবে।
চলুন দেখি কিভাবে…
১. আমি আমার Desktop এর finale নামক image file টি লক করবো।
২. ফাইলটির উপর রাইট ক্লিক করলাম এবং  Send to  >  Compressed (Zipped ) folder করে জিপ করলাম।
৩. finale নামক একটি জিপ ফোল্ডার তৈরী হলো
৪.এবার জিপ finale.zip ফাইলে ডবল ক্লিক করে ঢুকবো এবং ফাঁকা জায়গায় Right Click করবো। এবং এখানে add  a password এ ক্লিক করে image টির জন্য password সেট করবো।
৫. এবার দেখুন জিপ করা ফোল্ডারের ভেতরকার ছবিটি open করতে গেলে password চাইছে।
৬. এবার এ লকটি যেকোনো পিসি তে আপনার ফাইলটি view protect করবে।

(বি:দ্র:- যারা WinRar  ইনস্টাল করেছেন , তারা এ কাজটি করতে হলে প্রথমে
WinRar open করে > Options> settings> Integretion Tap এ গিয়ে Association with  থেকে ZIP টিক মার্কটি তুলে দিন)

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger