জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১০:৫১ PM | টিউন বিভাগঃ
জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি

আমরা অনেকেই আছি জারা নোকিয়া মোবাইল use করি কিন্তু আমরা জানিনা আমাদের মোবাইল টা আসলে কোন দেশে তৈরি আসল চিনতে এবং নকল এড়াতে সবারই এটা জেনে রাখা উচিত । আমি আজ আপনাদের ১ টা  উপায় বলব জার মাধ্যমে আপনারা সহজেই  পারবেন আপনার নোকিয়া মোবাইল টা কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ *#০৬# চেপে IMEI নাম্বার বের করুন । এখান থেকে ৭ম এবং ৮ম নাম্বার টি দারা আপনি জানতে পারবেন ফোন টা কুন দেশের নাম্বার ২ টা যদি 00 হয় তাহলে বুজবেন এই মোবাইল টা অরিজিনাল নোকিয়া সেন্টারের । নাম্বার ২ টা যদি 10, 70,91 বা 01,07,19  হয় তাহলে বুজবেন এইটা ফিনল্যান্ডের তৈরি।02 বা 20 হলে বুজবেন এটা জার্মানি বা আরব আমিরাতের । 30বা 03 হলে কোরিয়ার । 40বা 04হলে চায়নার ,50বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের ,60বা 06 হলে হংকং বা মাক্সিকোর। 80বা 08 হলে হাঙ্গেরি । 13বা 31হলে এটি আজারবাইজানের তৈরি ।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger