প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখুন কম্পিউটার ডায়েরিতে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৬:১৮ AM | টিউন বিভাগঃ
প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখুন কম্পিউটার ডায়েরিতে
 
এক দিন যাচ্ছে আর এক দিন আসছে আর এর মধ্য দিয়েই চলছে প্রয়ুক্তির উন্নতি  । প্রায়  সব কিছুরই আধুনিক সংস্করণ তৈরি হয়েছে । যুগের সাথে তাল মিলিয়ে এসেছে আধুনিক ডায়েরি ।  নিত্যদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অনেকেই ডায়েরিত লিখে রাখেন । আজ এমন একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি কষ্ট করে ডায়েরি হাতে না লিখে ; কম্ম্পিউটারে লিখে রাখতে পারবেন । এরকম ভার্চুয়াল ডায়েরি অনেক রয়েছে কিন্তু আমার দেখা ভাল একটি সফটওয়্যার হল :  Pimone Diaryone ।
http://www.mediafire.com/?o8r3f4n2zr5wzwf

Feature

 Customizable interface : সহজেই সফটওয়্যারটির Skin ও Cover পরিবর্তন করতে পারবেন

Multimedia information : DiaryOne software টিতে শুধু লেখার ব্যবস্থায়ই রাখা হয়নি পিকচার, সাউন্ড ,ইমো ইত্যাদি ব্যবহারেরও সুযোগ রয়েছে
Security  : মূ লত এটি একটি পারসোনাল ডায়েরি । এ সফটওয়্যারটি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করতে হয় । তাই যে কেউ এটি অপেন করতে পারবে না । কারণ অপেন করতে হলে পাসওয়ার্ড জানা থাকতে হবে । অর্থাৎ আপনার ডায়েরি থাকবে সম্পূর্ণ নিরাপদ।  বাস্তব ডায়েরির  ইন্টারফেস

এছাড়া আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
http://www.pimone.com/diaryone.htm

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger