আপনার কম্পিউটার কে লক করে রাখুন আপনার পেন ড্রাইভ দিয়ে।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১:৫৫ AM | টিউন বিভাগঃ
    আপনার কম্পিউটার কে লক করে রাখুন আপনার পেন ড্রাইভ দিয়ে।

এই টিউটোরিয়াল টির মাধ্যমে জানতে পারবেন কি করে একটি সাধারন পেন ড্রাইভ দিয়ে আপনার পিসি কে লক করে রাখা যায়। আমি আগেই বলে দিচ্ছি এই লক ভাঙ্গা তেমন সহজ নয় তবে প্রকৃত বদ্ধারা ঠিকি উদ্ধার করতে পারবেন।
যাই হোক আপনার পার্সোনাল পিসি আপনি এর মাধ্যমে খুব সহজে লক করে unwanted user এর হাত থেকে রক্ষা পাবেন। তো আসুন শুরু করা যাকঃ

১. এই কাজ টি করার জন্য আপনার মাদার বোর্ড কে ইউএসবি বুট সাপোর্ট করতে হবে। চেক করে নিন আপনার মাদার বোর্ড ইউএসবি বুট সাপোর্ট করে কি না ?

২. যে পেন ড্রাইভ টি ব্যাবহার করবেন সেটি ফরম্যাট করে নিন।

৩. Windows explorer ওপেন করে Tools>Folder Options (এক্সপির জন্য) / Organize > Folder ans Search option (ভিস্তা / উইন্ডোজ 7 এর জন্য)। 
View Tab এ গিয়ে View hidden file and Folder এ টিক মার্ক দিন এবং Hide protected system files কে uncheck করে দিন আর ওকে ক্লিক করে দিন।

৪. C: > Windows (অথবা আপনার উইন্ডোজ যে ড্রাইভ এ ইন্সটল দিয়েছেন) গিয়ে boot.ini, NTDETECT.COM এবং ntdlr কে কপি করে পেন ড্রাইভ এ পাঠিয়ে দিন। এবং হার্ড ডিস্ক এর boot.ini ফাইল টিকে রিনেম করে boot.bak করে দিন।

৫. এবার পিসি রিস্টারট দিয়ে BIOS থেকে First Boot from USB এনাবেল করে দিন।

এবার আপনার পিসি পেন ড্রাইভ ছাড়া বুট করবে না। কারন ওর বুট করার ফাইল গুলো পেন ড্রাইভ এ আছে। আপনার পেন ড্রাইভ এখন থেকে আপনার পিসির চাবি হিসাবে কাজ করবে।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger