মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার
Yahoo মাল্টি ইয়াহু আইডি খূলুন, একই পিসি থেকে without সফটওয়্যার
প্রথমে Start —-> Run —-> regedit লিখে এন্টার করুন।
তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
এবার এখানে যান HKEY_CURRENT_USER ——–> Software —>yahoo —–>pager—->Test
এবার ডার পাশের প্যানেলের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Dword value তে ক্লিক করুন।
এবার এটিকে রিনেম করে লিখূন Plural
এবার ok করুন।
এবার আপনার তৈরি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।
এখান থেকে decimal value দিন 1
এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে টাস্কবারের ইয়াহুর ট্রাই আইকনে ক্লিক করুন।
এবার দেখুন আপনি একাধিক ইয়াহু আইডি ওপেন করতে পারছেন।
ভাল থাকবেন,আল্লাহ হাফেজ…
ConversionConversion EmoticonEmoticon