অসাধারন একটা ছবি রিসাইজ করার সফটওয়্যার ডাউনলোড করুন
(একের ভিতর সব)
মাঝে মাঝে আমি যখন বিশেষ কোন অনুষ্টানে ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলি , তখন ছবি সেগুলো সাইজ অনেক বড় হয়ে থাকে। আবার মাঝে মাঝে ছোট ছবির প্রয়োজন পরে । কিন্তু তখন কি এতগুলো ছবি একসংগে এডিট করে রিসাইজ করার সম্ভব। সম্ভব হলেও অনেক সময় এর ব্যপার তাই না। আজ আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার শেয়ার করবো , যা দিয়ে আপনি যা চান তা করতে পারবেন। এই সফটওয়্যার টির প্রধান সুবিধা হল এটা দিয়ে আপনি যেকোন সাইজের যেকোন ফরমেট এর ছবিকে রিসাইজ করতে পারবেন। এছাড়া এক সংগে একাধিক ছবিকে রিনেম, বর্ডার, জলসাপ, যেকোন ধরনের টেক্স, ক্রপ, ইত্যাদি সুবিধা পাবেন। মাত্র কিছু সময় এর মধ্যে আপনি একাধিক ছবিকে রিসাইজ করতে পারবেন। এবার প্রথমে সফটওয়্যার টি ফ্রীতে ডাউনলোড করে নিন এবং ইনস্টল দিন এবং রান করুন একটা উইন্ডো আসবে।
ডাউনলোড লিঙ্ক
http://download.cnet.com/3001-2192_4-10319476.html?spi=28483e5057878e1054f0152433d4907e
লক্ষ্য করুন ৪টি বিশেষ অপশন আছে । অবশন চারটি হল
স্কিন
বিশেষ মেনু
অ্যাডভান্স অপশন
রিনেম
ডাউনলোড লিঙ্ক
http://download.cnet.com/3001-2192_4-10319476.html?spi=28483e5057878e1054f0152433d4907e
লক্ষ্য করুন ৪টি বিশেষ অপশন আছে । অবশন চারটি হল
স্কিন
বিশেষ মেনু
অ্যাডভান্স অপশন
রিনেম
স্কিন অপশনঃ
এখানে সফটওয়্যার এর অনেক অপশন আছে। এখানে আপনি আপনার পছন্দের স্কিনটি বেছে নিয়ে সেভ করুন।
বিশেষ মেনুঃ
এখানে মাধ্যমে আপনি ছবি এড, বাতিল , মুছে ফেলতে পারবেন। আপনার কাংখি্ত ফল্ডার হতে ছবি গুলো শো করুন। এবার একটি একটি করে এড করতে চাইলে , ছবি সিলেক করে ADD ক্লিক করুন আর সব গুলো রিসাইজ করতে চাইলে ADD ALL ক্লিক করুন।েছ আর মুছে ফেলতে চাইলে Remove এ ক্লিক করুন।
এখানে মাধ্যমে আপনি ছবি এড, বাতিল , মুছে ফেলতে পারবেন। আপনার কাংখি্ত ফল্ডার হতে ছবি গুলো শো করুন। এবার একটি একটি করে এড করতে চাইলে , ছবি সিলেক করে ADD ক্লিক করুন আর সব গুলো রিসাইজ করতে চাইলে ADD ALL ক্লিক করুন।েছ আর মুছে ফেলতে চাইলে Remove এ ক্লিক করুন।
অ্যাডভান্স অপশনঃ
ঐ বাটন এ ক্লিক করলে একটা নতুন উইন্ডো আসবে। তাতে আপনি অনেক গুলো অপশন পাবেন। অপশন গুলো হলঃ
ঐ বাটন এ ক্লিক করলে একটা নতুন উইন্ডো আসবে। তাতে আপনি অনেক গুলো অপশন পাবেন। অপশন গুলো হলঃ
রিসাইজ (ছবি রিসাইজ করার জন্য)
রোটেট (ছবিকে ইচ্ছা মত দিকে ঘুরাতে)
ক্রপ (কোন নির্দিস্ট অংশ কর্তন করার জন্য)
ক্যানভাস (ছবিকে সাজাতে)
কালার ডিপ্ট (কালার ডিপ্ট নির্ধারন করার জন্য)
এ্যাডজাস্টমন্ট (কালার এ্যাডজাস্ট করার জন্য)
DPI (Dots per inch নির্ধারন করা)
টেক্স (ছবিতে কোন বিশেষ লেখা যুক্ত করার জন্য)
ওয়াটমার্ক (ছবির মধ্যে জলছাপ দেওয়ার জন্য)
বর্ডার (ছবির মধ্যে বর্ডার দেওয়ার জন্য)
রোটেট (ছবিকে ইচ্ছা মত দিকে ঘুরাতে)
ক্রপ (কোন নির্দিস্ট অংশ কর্তন করার জন্য)
ক্যানভাস (ছবিকে সাজাতে)
কালার ডিপ্ট (কালার ডিপ্ট নির্ধারন করার জন্য)
এ্যাডজাস্টমন্ট (কালার এ্যাডজাস্ট করার জন্য)
DPI (Dots per inch নির্ধারন করা)
টেক্স (ছবিতে কোন বিশেষ লেখা যুক্ত করার জন্য)
ওয়াটমার্ক (ছবির মধ্যে জলছাপ দেওয়ার জন্য)
বর্ডার (ছবির মধ্যে বর্ডার দেওয়ার জন্য)
এবার আপনি যা করতে চান তা নির্দশন করে দিন এবং ওকে করুন।
রিনেমঃ
এখান থেকে আপনি আপনার সকল ছবি এক সংগে রিনেম করতে পারবেন। ইচ্ছে করলে আপনি তারিখ সহ ইত্যাদি যুক্ত করতে পারবেন। এবার কনভার্ট বাটন এ ক্লিক করলে সব ছবি রিসাইজ হয়ে যাবে।
এখান থেকে আপনি আপনার সকল ছবি এক সংগে রিনেম করতে পারবেন। ইচ্ছে করলে আপনি তারিখ সহ ইত্যাদি যুক্ত করতে পারবেন। এবার কনভার্ট বাটন এ ক্লিক করলে সব ছবি রিসাইজ হয়ে যাবে।
আশা করি সফটওয়্যারটি আপনার কাজে লেগেছে। ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।মনে রাখবেন আপনার মন্তব্য
এর কারনের আমরা লেখার সাহস পাই। ধন্যবাদ সবাইকে।
ConversionConversion EmoticonEmoticon