জেনে নিন আপনার ব্লগ বা ওয়েব সাইটের পোস্ট কি কপি করছে
সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আসলে গুগল অ্যাডসেন্স নতুন কাজ করার চেষ্টা করছিতো তাই ওইখানে সময় দিতে হচ্ছে।যাক এবার কাজের কথায় আসি।অনেকেই এই সম্পর্কে জানেন হয়তো, যারা জানেনা তাদের জন্যই এই।আপনি আপনার ব্লগে বা ওয়েব সাইটে খুব কষ্ট করে কোন পোস্ট করলেন কিন্তু কেউ যদি আপনাকে না জানিয়ে তা কপি করে তার নিজের ব্লগ বা অন্য কোথাও পোস্ট করে আপনার কেমন লাগে বলেন। ওয়েবসাইটের মাধ্যমে আয়ের সুযোগ থাকায় আর ফ্রি ব্লগ থাকায় যে সেই সাইট খুলছে হয়ত সে এ সমন্ধে কিছুই জানেনা। সেক্ষত্রে তারা যেটা করে না বুঝে বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সরাসরি কপি পেষ্ট করে। কিন্তু এডসেন্স থেকে আয় যে কতটা কঠিন তা তারাই জানেন যারা দীর্ঘিদন থেকে সাইট খুলেছেন এবং তাতে গুগল এড দিয়েছেন তাই যারা এ কাজ করে তাদের মূল উদ্দেশ্য চরিতার্থ না হলেও জনপ্রিয় ওইসব ওয়েবসাইট যেগুলো থেকে কপি করা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হন।যদিও এই কপি চোরাকে ধরা এত সহজ না। তবে সহজে ধরতে পারলে ভালই হবে মনে হয় ?এ সমস্যার সমাধান দিতে পারে আপনাকে এই লিঙ্ক
copyscape।এই লিঙ্কে গিয়ে আপনার ওয়েব আর লিঙ্ক দিয়ে সার্চ দেন। তারপর দেখবেন কে কে আপনার ব্লগ থেকে চুরি করছে।আশাকরি অনেকেরি কাজে লাগবে।
আপনার জন্য আরও ভয়েস
Ads by Tech Voice
ConversionConversion EmoticonEmoticon