সারা জীবন ফ্রী ব্যবহার করুন মাইক্রোসফট অফিস
২০১০ বা ২০০৭ অথবা ২০০৩
আপনার পিসি বা সিডি/ডিভিডি তে যদি অফিস ২০১০ থেকে থাকে তবে তা পিসিতে ইনষ্টল করুন।না থাকলে মাইক্রোসফট ওয়েব সাইট এর এই লিংক[মাইক্রোসফট অফিসhttp://office.microsoft.com/]এ প্রবেশ করুন।
মাইক্রোসফট অফিস ২০১০ এর যে কোন এডিশনের ট্রাই ইট ফ্রি তে ক্লিক করুন।তারপর ট্রাই ফ্রি ফর ৬০ ডেজ এ ক্লিক করুন। ভাষা সিলেক্ট করুন। ট্রাই নাউ এ ক্লিক করুন।আপনার হটমেইল বা লাইভ এর মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। হটমেইল বা লাইভ এর আইডি না থাকলে ক্রিয়েট করে প্রবেশ করুন। মাইক্রোসফট অফিস অমুক এডিশন ট্রায়াল দেখাবে। সিরিয়াল নং পাবেন। সিরিয়াল নং কপি করে সংরক্ষণ করুন। যা ইনষ্টল এর সময় লাগবে।ডাউনলোড নাউ এ ক্লিক করুন।ডাউনলোড করা শেষ হলে ইনষ্টল করুন।ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যে কোনটা ওপেন করুন। ফাইল থেকে হেল্প এ ক্লিক করুন দ্বিতীয় কলামের উপরে মাইক্রোসফট অফিস লেখার নিচে আপনার অফিসটা ৬০ দিনের ট্রায়াল ভার্সন দেখবেন এবং টাস্ক প্যানেলেও দেখবেন মাইক্রোসট ওয়ার্ড বা অমুক ট্রায়াল।এবার মিডিয়া ফায়ার এর এই লিংক [একটিভেটর ডাউনলোড লিংকhttp://www.mediafire.com/] থেকে একটিভেটর টি ডাউনলোড করুন।আপনার উইন্ডোজ যে ড্রাইভে ইনষ্টল করা সে ড্রাইভে প্রবেশ করুন। ৬৪ বিট অপারেটিং সিষ্টেম ও অফিস ২০১০ সফটওয়্যার টি ৬৪ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস এ যান, অফিস ২০১০ সফটওয়্যার টি ৩২ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস (x86) এ যান। ৩২ বিট অপারেটিং সিষ্টেম ও অফিস ২০১০ সফটওয়্যার টি ৩২ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস এ যান।মাইক্রোসফট অফিস এ যান ডাউনলোড করা একটিভেটর ফাইলটি এখানে পেষ্ট করুন।একটিভেটর এর উপর দুই বার ক্লিক করুন। এক্সট্রাক্ট করুন।দুইটি ফাইল পাবেন। এর মধ্যে অফিস ২০১০ টুলকিট এ দুই বার ক্লিক করুন। ইজেড-একটিভেটর এ ক্লিক করুন ও কিছু সময় অপেক্ষা করুন।একটিভেটর সাকসেস লেখা আসবে, ক্লোজ করুন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যে কোন একটি চালু করুন।ফাইল থেকে হেল্প এ যান দ্বিতীয় কলামে মাইক্রোসফট অফিস এর নিচে লেখা আসবে প্রোডাক্ট এ্যাকটিভেটেড।
[ইন্টারনেট সংযোগ থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে ইনষ্টল করলে কোন রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে]
ConversionConversion EmoticonEmoticon