নামাজের সময় জানাবে ফায়ারফক্স
জনপ্রিয় ব্রাউজার মজিলা ব্রাউজারের সাহায্যে অটোমেটিক নামাজের সময় জানা যাবে।এজন্য ’ প্রেয়ার টাইম ’ নামের একটি অ্যাডঅন লাগবে।অ্যাডঅনটি https://addons.mozilla.org/en-us/firefox/addon/4270/ ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রির্স্টাট দিন।খেয়াল করুন,ব্রাউজারের নিচে ডানে prayer times নামের একটি আইকন এসেছে।এই আইকনে দুই ক্লীক দিয়ে Display/edit location অপশনে যান।নির্দিষ্ট বক্সে আপনার বিভাগীয় শহর/জেলার নাম লিখে Find বাটনে ক্লীক করুন।এরপর নিচের Full address বক্সে আপনার বিভাগীয় শহর/জেলার নাম এলে সেটি নির্বাচিত করে ok দিন।এরপর থেকে ফায়ারফক্স আপনার এলাকার স্থানীয় সময়ের সাথে মিল রেখে অটোমেটিক নামাজের সময় জানিয়ে দেবে।পরবর্তী নামাজের কতটুকু সময় বাকী সেটিও জানা যাবে।এছাড়া prayer times আইকনের উপর মাউস রাখলে পাচ ওয়াক্ত নামাজের সময় জানা যাবে।
আপনার জন্য আরও ভয়েস
Ads by Tech Voice
ConversionConversion EmoticonEmoticon