এক ক্লীকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় Prefetch ফাইল

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১১:৫০ PM | টিউন বিভাগঃ
এক ক্লীকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় Prefetch ফাইল

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারনত Start/Run-G গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি।কিন্তু আপনি ইচ্ছে করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন।এজন্য প্রথমে My computer এ যান,এবার আপনার হার্ড ড্রাইভে যান।এখানে কোন ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del C:\Windows\Prefetch\*.* /Q .GLb File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে।সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন।লক্ষ্য করে দেখুন একটি Batch file তৈরী হয়েছে। এবার থেকে এই Batch file-G Double click দিলেই Prefetch ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger