Send To মেনু তে নতুন আইটেম যোগ করা

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ২:০৫ AM | টিউন বিভাগঃ
Send To মেনু তে নতুন আইটেম যোগ করা

যদি কখনো এমন হয় যে, আপনার পিসিতে যত Melody Song আছে সব আপনি একটা ফোল্ডার এ রাখতে চাচ্ছেন। কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার সব ফোল্ডার এ ঘুরে ঘুরে Melody Song গুলো একটা ফোল্ডার এ আনা। তবে আপনি এ কাজটা খুব সহজে করতে পারেন! কিভাবে? Melody Song নামে একটা Folder তৈরি করে, Folder টি Send To মেনুর লিস্টে যদি আনা যায় তবেই কিন্তু আপনার কাজটি আনেক সহজ হয়ে যায়। যেই গানটিই আপনি Melody Song Folder এ নিতে চান সেই গানটির উপরে Right Click করে Send To অপশন থেকে আপনার কাঙ্খিত Melody Song Folder এ পাঠিএ দিন।

আমি এখানে Win 7 এবং Win XP তে কিভাবে  কাজটা করে তা দেখাচ্ছিঃ
Win 7
১। প্রথমে আপনি Start থেকে Documents এর উপরে যে Button টি থাকবে সেটিতে Click করুন।Shuvo
যেমন আমার পিসিতে Shuvo লেখা Button টিতে Click করতে হবে।
২। তারপর এভাবে এগিয়ে যান ( সে ক্ষেত্রে Folder Option থেকে Show all hidden folders দিয়ে রাখতে হবে Organize Drop Down মেনু থেকে Folder and Search Options এ Click করে View থেকে Show all hidden folders Radio Button টি Click করুন।) AppData -> Roaming -> Microsoft -> Windows -> SendTo
৩। তারপর Right Button Click করে New ->Shortcut অপশন টিতে Click করুন।
৪। তারপর Browse Button টিতে Click করে যেই Folder টিকে আপনি Send To Menu তে আনতে চান সেই Folder টি Select করে Next button এ Click করুন।
৫। তারপর আপনি চাইলে যেকনো নাম দিতে পারেন, তারপর Finish এ Click করুন।
আপনার কাজ হয়ে গেছে।
Win XP
১। প্রথমে আপনি Start থেকে Run এ Click করুন
২। sendto লিখে Enter চাপুন
৩। যে Window টা আসবে সেখানে Right Button Click করে New ->Create Shortcuts Here অপশন টিতে Click করুন।
৪। তারপর Browse Button টিতে Click করে যেই Folder টিকে আপনি Send To Menu তে আনতে চান সেই Folder টি Select করে Next button এ Click করুন।
৫। সেই আগের মত আপনি চাইলে যেকনো নাম দিতে পারেন, তারপর Finish এ Click করুন।
আপনার কাজ হয়ে গেছে।

Previous
Next Post »

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

13rb Home Soltion Solve Production. Blogger দ্বারা পরিচালিত.
Designed by 13rb Design

Powered by Blogger